19/07/2025
                                            ছুটির দিনে প্রায় প্রতিটা পরিবারেই এরকম দৃশ্যই দেখা যায় এখন!
সকাল সকাল উঠে মা রান্না করছে, বাচ্চা ঘুম থেকে উঠে খেলতে চায়, তারপর খাওয়ানো, ঘর পরিষ্কার সবকিছু মা'ই করে! বাচ্চাটাও মা ছাড়া কিছু বুঝতে চায়না! মায়ের পিছুপিছু ঘুরতে থাকে!!
আর বাবা? তাদের তো আজ ছুটি, রেস্ট ডে!
কিন্তু এই “রেস্ট” শব্দটা মায়েদের জন্য কেন থাকে না?
মা তো সপ্তাহের সাতদিনই এক কাজ করে যাচ্ছে, একটা ছুটিও পায় না। ছুটির দিনেও তার জন্য যেন সব আগের মতোই,বরং কাজ আরও বেশি। এটা কি কেউ চিন্তা করে?
যদি বাবা একটু সময় দিত, একটু দায়িত্ব নিত,ছুটির দিনে বাচ্চাকে নিয়ে ঘন্টা খানেকের জন্য বেড়িয়ে আসতো তাহলে মায়েরও একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ হতো!! 
মা রোবট না, মানুষ।
আর পরিবারের দায়িত্ব শুধু মায়ের না,একসাথে ভাগ করে নেওয়ার জিনিস। সারা সপ্তাহ যেমন বাবারা অফিসে কাজ করে,মা'য়েরাও বাসায় কাজ করে! তাই ছুটির দিনে যেনো দুইজনেরই রেস্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে দুইজনেরই!
ঘরের কাজগুলো ভাগ করে নিলে,কিংবা মোবাইলটা রেখে একটু সন্তানের দায়িত্ব নিলেই মা একটু রেস্ট পায়।
অথচ বাবারা কি নির্বিকার এসব ক্ষেত্রে তাই না?!