
09/05/2025
ভাই, ১০ ডলার বুস্ট দিলে কয়টা সেল আসবে?
এই প্রশ্নটার উত্তর খুঁজলে আপনি এখনো মার্কেটিং বুঝেন না!
প্রতিদিন কিছু ক্লায়েন্ট ইনবক্সে এসে একই প্রশ্ন করে,
ভাই, ৫ ডলার বুস্ট দিলে কয়টা সেল দিবে?
এই প্রশ্নে বুঝা যায়, আপনি শুধু বুস্ট বোঝেন, মার্কেটিং না।
চলুন চোখে আঙুল দিয়ে দেখি সেল আসলে কিভাবে আসে?
. মার্কেটিং মানেই শুধু বুস্ট না!
বুস্ট মানে হচ্ছে কেবল এক ফালি রোডে বিলবোর্ড টানানো।
কিন্তু কেউ তো দেখার পরেই কিনে না!
সেল আসতে হলে আপনাকে দেখতে হবে
• আপনার প্রোডাক্ট কি মানুষকে আকর্ষণ করে?
• আপনার পেইজ কি বিশ্বাসযোগ্য?
• আপনি কি কাস্টমারের মনের ভিতরে ঢুকতে পারছেন?
• আপনি কি তার সমস্যা বুঝে সমাধান দিচ্ছেন?
২. সেল আসে কিভাবে? বোঝার সহজ ফর্মুলা:
Attention > Interest > Trust > Offer > Conversion
• Attention: বুস্ট দিয়ে মানুষের চোখে পড়া
• Interest: এমন কনটেন্ট যা দেখে সে স্ক্রল না করে থামে
• Trust: রিভিউ, ভিডিও, লাইভ, ফলোআপ এগুলা কাস্টমারকে বোঝায় আপনি সত্যি
• Offer: এমন কিছু দাও যাতে সে ভাবে, এটা না নিলে আমি লস খাচ্ছি
• Conversion: তারপর সে অর্ডার দেয়, ইনবক্সে আসে, ফোন দেয়
৩. শুধু বুস্ট দিলে সেল হবে না যদি…
• আপনার পেইজে কনটেন্ট না থাকে
• আপনি অর্ডার নিতে পারার মতো ভাবে কথা না বলেন
• আপনি ফলোআপ না করেন
• আপনি তার সন্দেহ দূর না করেন
৪. সেল হলো টিমওয়ার্ক, শুধু মার্কেটার দায়ী না!
আমার বুস্ট দেখে লোক ইনবক্সে আসলো,
কিন্তু আপনি ইনবক্সে রিপ্লাই দিলেন এক ঘন্টা পরে সেল যাবে কোথায়?
মার্কেটিং কাজ করে মানুষকে আগ্রহী করতে।
সেল হয় যখন সেই আগ্রহের সঠিক সাড়া আপনি দেন।
তাই প্লিজ বুস্ট কত ডলারে কত সেল আসবে এই প্রশ্ন বাদ দিন।
বরং জিজ্ঞেস করুন
👉 কিভাবে আমার প্রোডাক্টের মার্কেটিং সঠিকভাবে করা যায়?
👉 কিভাবে আমার ব্র্যান্ডে বিশ্বাস তৈরি করা যায়?
👉 কাস্টমার কিভাবে বুঝবে, এটা তার দরকার?
সেল একটা প্রক্রিয়া, একটা রিলেশনশিপ।
বুস্ট হলো একটা দরজার ঘণ্টা কিন্তু দরজা খুলে ভেতরে ঢোকানোটা আপনার কাজ।
এবং আমরা, সেই কাজটাকে সহজ করার জন্যই পাশে আছি।