Enamul's Vibe

Enamul's Vibe Welcome to our official page Enamul's Vibe! Follow along for inspiring outdoor stories and photo!

10/05/2025

গুরু 🤍

10/05/2025
16/03/2025

সারাবছর নদীর পাড়ে গাঁ*ঞ্জা খাওয়া পোলাপান এহন নদীর পাড়ে ইফতার খায়!

09/03/2025

মাফ করে দিও, অপ্রিয় হয়েও বার বার প্রিয় হওয়ার জন্য বিরক্ত করেছি!💔😅

03/02/2025

বুকের ভেতর এক তীব্র অশান্তি নিয়ে কে-টে যায় রাতের পর রাত। মনে হয়, বুকের ভেতর চলতে থাকা আর্তনাদগুলোকে শুনবার জন্য কোথাও কেউ নেই। তবু, খুঁজে নেই তাকে, যাকে সবচেয়ে আপন বলে মনে হয়।

অথচ, বলবার সময় দেখি, যাকে ভাবি সবচেয়ে আপন, সে কথা শুনবার পাশাপাশি ডুবে আছে চারকোণা কাঁচের বাক্সের পৃথিবীতে। তখন, মনের মধ্যে কেউ এসে বলে, কি দরকার নিজেকে প্রকাশ করবার? তোমার কথা শুনবার মতো আগ্রহ আছে কার?

31/01/2025

মানুষের কাছে অতিরিক্ত প্রত্যাশা কমিয়ে নিন।
জীবন সহজ,সুন্দর ও সাবলীল হয়ে উঠবে..!!🖤🌸

28/01/2025

দু একটি গোপন চুমুর স্মৃতি তুমিও লুকিয়ে রাখো,
কে না রাখে !

25/01/2025

যে পায় সে পেয়ে যায় - বাকিরা হারায়।

24/01/2025

তোমাকে ছাড়াই,
ভালোবেসে যাই.
তোমাকে-

24/01/2025

রোজই তো তোমায় মনে পড়ে!
তবে-
আজ হঠাৎ তোমারে এত বেশি কেন মনে পড়ছে আমার?

তুমি কি ভালো নেই তবে?

না! এমন তো হবার কথা না! তোমার তো বড্ড বেশি ভালো থাকবার কথা!

তবে কি অনেক ভালো আছো বলেই আজ তোমায় এত মনে

পড়ছে?
হবে হয়তো।
আচ্ছা,

মনে পড়া পর্যন্তই তো সীমাবদ্ধ থাকা উচিৎ ছিলো কিন্তু তা না হয়ে চোখজোড়া কেমন অশান্ত হচ্ছে, চোখের নোনতা পানিটুকু গাল বেয়ে নামছে!

বুকের বাঁ-পাশ টায় তীব্র ব্যাথা অনুভূত হচ্ছে! দীর্ঘশ্বাসটা কেমন ভারি হয়ে আসছে! চাঁপা কান্নার আওয়াজে ভেতরটা রক্তক্ষরণ হচ্ছে।

তবে-কি তুমি ভালো নেই?

25/10/2024

চোখের ভাষা বুঝো? চোখের ভাষা বুঝতে না পারলে কিন্তু ভালোবাসতে এসো না।"

"ভালোবাসা হচ্ছে নীরবতা। নীরবতায় মানুষকে পড়ে ফেলার যোগ্যতাই হচ্ছে ভালোবাসা। যার নীরবতার ভাষা বোঝার যোগ্যতা নেই ভালোবাসা তার জন্য নয়।"

09/01/2024

I believe in this line- কিছু জিনিস
তাকদিরেও থাকতে হয়!'

Address

West Bangla

Telephone

+966502443418

Website

Alerts

Be the first to know and let us send you an email when Enamul's Vibe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Enamul's Vibe:

Share