25/11/2023
#এইচএসসি-২৩ রেজাল্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা —
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ২৬ নভেম্বর দুপুর ১২ টার পর প্রকাশিত হবে ২৩ ব্যাচের ফলাফল।
যাদের ভালো এবং যারা খারাপ ফলাফল হবে বা করবে সবার জন্য আমার পরামর্শ, স্বাভাবিক ভাবেই আল্লাহ তায়ালা মানুষকে আবেগপ্রবণ ভাবে সৃষ্টি করেছেন।
এজন্য ভালো ফলাফল পেয়ে তুমি উদযাপন করবা ভালো কথা, কিন্তু তোমার এই ভালো রেজাল্টের জন্য করা উদযাপন যেনো অন্য কারোর মৃত্যুর কারন না হয়।
আর একটা কথা কাউকে ছোট চোখে দেখো না, তোমার ভালো রেজাল্ট হয়েছে বলে অহংকার করো না। কারন
আল্লাহ তায়ালা কুরআনে বলেন,
وَ لَا تُصَعِّرۡ خَدَّکَ لِلنَّاسِ وَ لَا تَمۡشِ فِی الۡاَرۡضِ مَرَحًا ؕ اِنَّ اللّٰہَ لَا یُحِبُّ کُلَّ مُخۡتَالٍ فَخُوۡرٍ ﴿ۚ۱۸﴾
‘আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিয়ো না। আর যমীনে দম্ভভরে চলাফেরা করো না; নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক, অহঙ্কারীকে পছন্দ করেন না’। (সূরা লুকমান আয়াত-১৮)
~ প্রথমত যারা কাঙ্ক্ষিত ফলাফল পাবে মানে কেউ বা পাশ করলেই খুশি আলহামদুলিল্লাহ ভালো। কেউ বা GPA-5 পাইছো, এসব Students দের বলবো, নিজের সফলতা উপভোগ কর। কিন্তু অন্য যারা ফেল বা তুলনামূলক খারাপ ফলাফল করেছে তাদের হেও করো না। কারন আল্লাহ তায়ালা সবাই কে সমান বুদ্ধি মেধা দান করেনি।
~ দ্বিতীয়ত যারা, পাশ করেছো তবে তুলনামূলক কম GPA-5 পেয়েছো, তাদের বলবো, তুমি তো যথেষ্ট চেষ্টা করেছো কিন্তু কোন কারনে তোমার রেজাল্ট একটু খারাপ হয়েই গেছে। এজন্য কি তুমি মন খারাপ করে বসে থাকবে ? কখনই না বিশ্ববিদ্যালয় বা তোমার পরবর্তী টার্গেট পূরনের জন্য আবার কঠোর পরিশ্রম করা শুরু করো। চেষ্টা চালিয়ে যাও ভবিষ্যতে তুমি ভালো কিছুই করবে ইন শা আল্লাহ। ❤️
~ তৃতীয়ত, যাদের ফলাফল ফেল আসবে ! তাদের বলব, তুমি যদি সম্পূর্ণ সিওর থাকো পাশ করবাই, তাহলে অবশ্যই খাতা রিকল করা। তুমি ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু OMR শীটে ভুল করার কারনে ফলাফল ফেল আসতে পারে।
আর যাদের ফলাফল ফেল আসবে দয়া করে আর চাই করো আত্নহত্যা করোনা। ফেল পাশ জীবনের সব কিছু নয়। তোমার সমাজ, পরিবার অনেক রাগ করবে সেগুলো কয়দিন পর আবার ঠিক ও হয়ে যাবে। মাঝখানে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না।
২ বছর লস হলে হোক ! তাতে কি তুমি কি পঙ্গু হয়ে গেছো নাকি ??? এজন্য আত্ম/-হত্যার পথ বেছে নিও না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
مَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ فِيْ الدُّنْيَا عَذَّبَهُ اللهُ بِهِ فِيْ نَارِ جَهَنَّمَ.
‘‘যে ব্যক্তি দুনিয়াতে কোন বস্তু দিয়ে আত্ম/-হত্যা করলো আল্লাহ্ তা‘আলা তাকে জাহান্নামে সে বস্তু দিয়েই শাস্তি দিবেন’’। (বুখারী ১৩৬৩)
অভিভাবক এবং সমাজের লোকর কাছে অনুরোধ আপনারা ও নিজের দৃষ্টি পরিবর্তন করুন আপনার সন্তান ফলাফল ভালো করেছে বলে অন্যের কাটা ঘায়ে নুনের ছিটা না দিয়ে নিজের সন্তান এবং পরিবারে চিন্তা করুন। কাউকে আমি সাহায্য করতে পারবো না ভালো কথা কাউকে দুঃখ ও দিব না। ❤️