Akhi akter

Akhi akter I am always happy ☺️🥀
because I trust in Allah☝️

17/02/2025

যেই পুরুষ ঝগড়া হইলে অশ্লীল ভাষা ব্যবহার করে সেই পুরুষ কখনোই তার নারীকে ভালোবাসে নাই😢

স্ত্রীকে কষ্ট দেবেননা, স্ত্রীদের দুনিয়া খুবই ছোট হয়। সেই ছোট্ট দুনিয়াটি স্বামী দিয়ে শুরু হয় এবং স্বামী দিয়েই শেষ হয়।🖤

একজন স্ত্রী সবার দেয়া কষ্ট সহ্য করতে পারলেও স্বামীর দেয়া কষ্ট সহ্য করতে পারেনা।❤️

Hmm thik tai
14/02/2025

Hmm thik tai

13/02/2025

-আমাকে যদি প্রশ্ন করা হয়,কোন পুরুষ সবচেয়ে সুন্দর!
তাহলে আমি নিসন্দেহে বলে দিবো,
ওই পুরুষ সবচেয়ে বেশি সুন্দর এবং উত্তম,যে এক নারীতে আসক্ত ।💙
যে পুরুষ তার প্রিয় মানুষ টির জন্য সমস্ত নারী কে উপেক্ষা করে চলে।🥰
👉 তার প্রিয় মানুষ ক"ষ্ট পাবে বলে সে তার সমস্ত খারাপ অভ্যাস গুলো পরিত্যাগ করে।🥀
এবং রাগের মাথায়ও একজন নারীকে সম্মান দিয়ে কথা বলে। মুখে যা আসে তাই বলে গালাগালি করে না।😘🌼
প্রতিটা নারীর জীবনে এমন একজন যত্নশীল পুরুষ আসুক, যে তার সবটুকু দিয়ে আগলে রাখবে,সম্পর্ক হবে হালাল এবং উদ্দেশ্য হবে জান্নাত!❤️‍🩹🫀

07/02/2025

দোয়া দেরিতে কবুল হওয়ার কারণ :

"যখন আল্লাহ তালার কোন বান্দা দোয়া করার জন্য হাত উঠায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইলকে (আ:)বলেন থামো। এখনই দিও না -সে যেন পুনরায আমার কাছে প্রার্থনা করে। কারণ আমি তার আওয়াজকে খুব পছন্দ করি।💙

সুবহানাল্লাহ 🌸

[কানযুল উম্মান, হাদিস নং ৩২৬১]

31/01/2025

যখন মানুষ বুঝে যায়,নিজের দুঃখ কষ্ট ও বে'দনার দায় কেবল তার নিজেরই। তখন মানুষ নিজেকে লুকিয়ে একা বেঁ'চে থাকতে শুরু করে। সে জেনে যায় এই পৃথিবীতে সবাই যার যার, তার তার। কারো জন্য কেউ নয়।

29/01/2025

কোনো এক শিক্ষক বলতেন,,
জীবনে যা কিছুই করো না কেনো, নিজেকে খুশি রাখার কারণ অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হবে না: যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়, বিশেষ করে মানসিক প্রশান্তি।💙🥀

পুরানো কোন স্মৃতি মনে করো, হাসো, কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো "যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয়"

যদি কোন কাজে সফল হ‌ও নিজেকে ট্রিট দাও, যদি অকৃতকার্য হ‌ও নিজের সাথে অভিমান করো, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হ‌ও। তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না।

অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে, 🖤🥀

তাই কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন??

28/01/2025

সম্পর্কের প্রথম শর্ত হলো লয়ালিটি। আর লয়ালিটির প্রথম শর্ত হলো নজরের হেফাজত।
যদি কোন মানুষ তার পার্টনারকে সত্যিকার অর্থে ,,একদম সত্যিকার অর্থেই ভালোবাসে সে অটোমেটিক্যালি তার নজর নিচু করে ফেলবে।
কোনো কিছু তাকে চেয়ে নিতে হবে না,,না মুখ ফুটে বলতে হবে। সে সব দিক থেকেই নজর রাখবেন আপনার 💙🥀

আমি মানুষকে ভালোবেসে দেখেছি, খোঁজ নিয়ে দেখছি, যত্ন নিয়ে দেখেছি, সাহায্য করে দেখেছি,, আমি দেখেছি কিভাবে মানুষ নিখুঁত ভাবে...
23/01/2025

আমি মানুষকে ভালোবেসে দেখেছি, খোঁজ নিয়ে দেখছি, যত্ন নিয়ে দেখেছি, সাহায্য করে দেখেছি,, আমি দেখেছি কিভাবে মানুষ নিখুঁত ভাবে অভিনয় করতে পারে,, দেখেছি তাদের ব্যাবহার,কি করে মিথ্যে কথা অনর্গল বলতে পারে,
ভাবেও না তার এই কথা গুলো মিথ্যে,যেটা আমি আগে থেকেই যদি জানি তবে কি হবে।
সাধ্য মতো সব কিছুই করে দেখেছি !
আর আমি বারবার তাদের থেকে অকৃতজ্ঞতা পেয়েছি। তাদের এই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়া শুধু স্বা'র্থপর মানুষদের জন্যে নিঃস্বার্থ মানুষের জন্যে দুনিয়া বড্ড কঠিন। ❤️

A_🥀

18/01/2025
17/01/2025

যন্ত্রনা লুকাতে পারা একটা শিক্ষা,, আপনি যে গতো পাঁচ বছর দিনের পর দিন পুড়েছেন, কষ্টকে গোপন করেছেন—সেটা কি সবাই দেখেছে? —দেখেনি। আপনি যে পদে পদে লাঞ্ছিত হয়েছেন, সেটা কি সবাই জানে? —জানে না।

একটা রিলেশনশিপ টিকে থাকে কেন? —কারনটা শুধু এই নয় যে আপনি পারফেক্ট পার্টনার পেয়েছন;
দীর্ঘদিন যাদের সম্পর্ক টিকে আছে, বিয়ে টিকে আছে সেটা কিন্তু প্রতিদিন তাদের ভালোবাসার হাবুডুবুর কারনে নয়। বরং বিচ্ছেদের কারণ হয় এমন মুহূর্তগুলোকে শিল্পের সাথে মেইকআপ করতে পারার কারনে।
সেটাকেই আমরা বলি সেক্রিফাইস, আন্ডারস্টেন্ডিং, মিউচুয়াল কমিটমেন্ট!

ভালোবাসায় হাবুডুবু খাওয়ার চেয়ে অনেক বেশি কঠিন হলো এই সেক্রিফাইস, এই আন্ডারস্টেন্ডিং। বুক ভরা ভালোবাসা সবার থাকে, কিন্তু বুক ভরা সেক্রিফাইস সবার থাকে না। সেখানেই সম্পর্কগুলো টলে যায়। দুর্বল হয়ে ছিঁড়ে যায়।

👉কন্টিনিউয়াস পারস্পরিক বিশ্বাস রাখা—এটা অনেক কষ্টের। এবং এই কষ্টটা হজম শিখতে হয়। এটাই শিল্প!

দুঃখকে সঙ্গোপনে সাজিয়ে রাখার নাম হলো সাহস। কিন্তু দুঃখের সাথে প্রতিমুহূর্তে বাস করার নাম হলো আত্মাহুতি!

আমাদেরকে দুঃখ সাজানোর শিল্প শেখানো হয় না। কষ্ট প‍্যাকেট করে রাখার কৌশল আমাদেরকে শেখানো হয় না। অপমান ফুঁ দিয়ে উড়িয়ে দেয়ার আত্মবিশ্বাস আমাদেরকে শেখানো হয় না। —এখানেই আমরা বেশিরভাগ মানুষ হেরে যাই।

আমাদেরকে শুধু শেখানো হয় সফল হও। ভালোবাসে উজাড় করে দাও! কিন্তু আমাদেরকে শেখানো হয় না—The art of life is the art of avoiding pain (Thomas Jefferson)✨

15/01/2025

🤣🤣🤣

13/01/2025

নারীকে ভাঙ্গা সহজ হলেও, জুড়ে দেওয়া অতোটা সহজ না।কারণ, তারা অন্যের দ্বারা ভাঙ্গে ঠিকই, তবে অন্যের দ্বারা জুড়ে না।বরং, ভেঙ্গে যাওয়ার পর নিজের মতো করে বাঁচে নীরবতায়, একাকী, নিঃসঙ্গতায়! কারণ, সে ভাঙ্গার আগে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাকে যেনো ভাঙ্গা না হয়।কিন্তু তার চেষ্টার ফল শূণ্য হলে, সে বাধ্য হয় ঐ ভাঙ্গন থেকে নিজেকে সরিয়ে আনতে...||🤍🌺

অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই সেই মানুষটার কাছে,ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন,তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়, নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় , তারপর তাকে কে ভালবাসলো কে বাসলো না, কে পাত্তা দিল কে পাত্তা দিল না, তাতে তার কিছুই যায় আসে না।

মানুষ বদলে গেলে ভয়ংকর ভাবে বদলে যায় মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়, চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না।🙂💔

11/01/2025

মানুষের অতীত থাকতে পারে, কিন্তু সেটা দিয়ে কাউকে বিচার (Judge) করা ঠিক নয়।
তাই যখন আপনি কারো সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন, ‌তার অতীতের চেয়ে তার বর্তমান স্বভাব, ব্যক্তিত্ব এবং সে তার ভুলগুলো থেকে কী শিখেছে, তা মূল্যায়ন করুন।
যেটা গুরুত্বপূর্ণ —
"সে কি তার ভুল থেকে শিক্ষা নিয়েছে কিনা ?"
👉 অতীত নিয়ে মাথা না ঘামিয়ে মানুষের বর্তমান নিয়ে ভাবাটাই প্রত্যেকটা সম্পর্কের জন্য ভালো।

10/01/2025

যে নরম পেয়ে আপনাকে সস্তা ভেবেছে ,কঠিন হয়ে তাকে নতুন ভাবে ভাবতে শেখান!
যে পেয়েও বুঝেনি হারিয়ে গিয়ে তাকে না পাওয়া বুঝান!
স্বার্থ ছাড়া যাদের কাছে গুরুত্ব নেই , কৌশলে তাদের সাথে দূরত্ব বাড়ান!
নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন! নিজের আত্নার প্রতি কাইন্ড এন্ড সুইট হতে শিখুন!
👉বার বার নিজেকে মনে করিয়ে দেন আপনার সময় ,ভালোমানুষি,এফোর্ট ফ্রীতে বিলি করার মতো চুপ কিছু নয়!💛

06/01/2025

প্রতিটা আঘাতই তোমাকে নতুন করে ঘুরে দাঁড়ানোর একটা চমৎকার গল্প উপহার দিবে ।
প্রতিটা আঘাত তোমাকে একটা সুন্দর বিশ্বস্ততার ভাঙ্গার মাইল ফলক হিসেবে তোমাকে শিক্ষা দিবে । তোমাকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে।এটাই প্রকৃতির নিয়ম 🖤🥀
আজ যতটা কষ্ট তোমাকে দুমরে মুচরে একটা ভাঙ্গা মা*নুষে টুকরো করবে ততটাই দেখবে উপর ওয়ালা তোমাকে জুড়বে আবার নতুন করে ।
যখন কাউকে তুমি বিশ্বাস করো তখন মন থেকেই তাই করতে শিখো ।
যদি সে তোমার বিশ্বাসে বিষ মিলায় তবে ,
👉ভেবে নিও রাস্তার কোনো উৎছিষ্ঠ ময়লার থেকে তুমি ফুল তুলেছিলে যা তোমার খোপায় থাকার উপযুক্ত নয় ।🥀

Address

Madhabdi
Narsingdi
MADHABDI,NARSINGH

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhi akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akhi akter:

Videos

Share