28/05/2025
ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো! 😊
আজ আমরা আমাদের ৬ষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হলো "তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা"। চলো, জেনে নিই এই অধ্যায়ে আমরা কী কী শিখব!
এই অধ্যায়ে আমরা যা যা জানব:
১. তথ্য (Information) কী? আমরা প্রতিনিয়ত অনেক খবর বা ডেটা পাই। এই ডেটা যখন আমাদের কাছে অর্থপূর্ণ হয়, তখন তাকে তথ্য বলে। যেমন, তোমার রোল নম্বর, তোমার বন্ধুর নাম - এগুলো সবই তথ্য।
২. যোগাযোগ (Communication) কী? যোগাযোগ মানে হলো একজন থেকে আরেকজনের কাছে কোনো তথ্য বা বার্তা পাঠানো। যেমন, আমরা যখন ফোনে কথা বলি বা ইমেইল পাঠাই, তখন যোগাযোগ করি।
৩. প্রযুক্তি (Technology) কী? প্রযুক্তি হলো এমন কোনো কৌশল বা যন্ত্র যা আমাদের কাজকে সহজ করে। যেমন, কম্পিউটার, মোবাইল ফোন, টেলিভিশন - এগুলো সবই প্রযুক্তির উদাহরণ।
৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Information & Communication Technology - ICT) কী? যখন তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিতরণ এবং বিনিময়ের জন্য প্রযুক্তি ব্যবহার করা হয়, তখন তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। সংক্ষেপে একে 'আইসিটি' (ICT) বলা হয়।
আইসিটি আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে সাহায্য করে? 🤔
শিক্ষাক্ষেত্রে: অনলাইন ক্লাস, ই-বুক, গবেষণার জন্য ইন্টারনেট ব্যবহার।
চিকিৎসাক্ষেত্রে: দূর থেকে ডাক্তারের পরামর্শ নেওয়া, রোগের তথ্য জানা।
যোগাযোগে: মোবাইল ফোন, ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বন্ধু ও পরিবারের সাথে যুক্ত থাকা।
বিনোদন ও সংবাদে: টিভি দেখা, গান শোনা, খবর পড়া।
আইসিটি আমাদের জীবনকে অনেক সহজ এবং গতিময় করে তুলেছে। এর সঠিক ব্যবহার আমাদের অনেক উপকারে আসে।
আমাদের পরের পোস্টে আমরা আইসিটির আরো মজার মজার বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থেকো!
প্রশ্ন: তোমাদের দৈনন্দিন জীবনে আইসিটির এমন একটি ব্যবহার বলো যা তোমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে? কমেন্ট করে জানাও! 👇
News Narsingdi 24 Narsingdi Govt. Girls' High School Brahmondi K. K. M. Govt. High School, Narsingdi Satirpara K.K. Institution School & College Narsingdi.tv Nasima Kadir Molla High School and Homes, Narsingdi. Monohardi Model Spoken English Center Narsingdir Top News Sarwar & Shahnaz's World Directorate of Secondary and Higher Education - DSHE @