কোন বাচ্চা কি খাবে মহিলা ও শিশুদের সমস্যাবলী

  • Home
  • Bangladesh
  • Narsingdi
  • কোন বাচ্চা কি খাবে মহিলা ও শিশুদের সমস্যাবলী

কোন বাচ্চা কি খাবে মহিলা ও শিশুদের সমস্যাবলী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কোন বাচ্চা কি খাবে মহিলা ও শিশুদের সমস্যাবলী, Digital creator, Sadar Road, Narsingdi.

আমাদের স্লোগান>অযথা এন্টিবায়োটিক নয় তাতে জীবন নষ্ট হয়।

মহিলা ও শিশু বিষয়ক সমস্যাবলী ও তার প্রতিকারের পরামর্শ নিয়ে আলোচনা।

যে কোন স্বাস্থ্য সেবা সংক্রান্ত সমস্যা নিয়ে সরাসরি আমাদের টেলি পরামর্শ টিমের সাথে যোগাযোগ করুন 11am to 10pm What's app 01933804243

সংসারসংসার সমা রঙ্গন মাঝে,যুদ্ধ করো দৃঢ় সাজে।যাই যাবে যাক প্রাণ,স্বামীর ভালবাসাই শ্রেষ্ঠ জান।চুলোর ধোঁয়া, শিশুর কান্না,ত...
30/07/2025

সংসার

সংসার সমা রঙ্গন মাঝে,
যুদ্ধ করো দৃঢ় সাজে।
যাই যাবে যাক প্রাণ,
স্বামীর ভালবাসাই শ্রেষ্ঠ জান।

চুলোর ধোঁয়া, শিশুর কান্না,
তবুও মুখে হাসি থাকে ধন্য নারী মানা।
হাজার কষ্ট, শত অভিমান,
ভালোবেসে গড়ে তোলে প্রেমের নব তামান।

ভালোবাসা না থাকলে কেমন সংসার?
ভাঙন ধরে, ফুরায় জীবনসার।
তাই বলি — প্রেমের সুরে বাঁধো ঘর,
তাহলেই জাগবে হৃদয়ভর।

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সের ছেলে–মেয়েরা ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, টিকটিকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ক...
30/07/2025

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সের ছেলে–মেয়েরা ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, টিকটিকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার সুযোগ হারাচ্ছে। শিগগিরই এ সংক্রান্ত আইন পাস করবে দেশটি।



আগামী সপ্তাহে প্রস্তাবটি পার্লামেন্টে উত্থাপন করা হবে। এর পরপরই বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদেন জানিয়েছে। অস্ট্রেলিয়ার সরকার বলছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ বছরের কম বয়সী ছেলে–মেয়েদের নিষিদ্ধ করতে আইন করতে যাচ্ছে।



আইনটি পাস হওয়ার ১২ মাস পর কার্যকর হবে এবং এটি কার্যকর হওয়ার পরও পর্যালোচনার সুযোগ রাখা হবে। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ বলেছেন, ‘এই আইনের উদ্দেশ্য অস্ট্রেলিয়ান শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতি কমানো। এটি মা এবং বাবাদের জন্য... তারা, আমার মতো, অনলাইনে আমাদের বাচ্চাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমি চাই অস্ট্রেলিয়ান পরিবারগুলো জানুক যে, সরকার আপনার সাথে রয়েছে।’



রয়টার্সের খবর বলছে, অস্ট্রেলিয়া সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে শিশুদের বয়স যাচাই করার পদ্ধতি নিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছে। বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে আইনের মাধ্যমে শিশুদের সামাজিক যোগাযোগ ব্যবহার বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে, যদিও অস্ট্রেলিয়ার নীতিটি সবচেয়ে কঠোর। কেননা এখন পর্যন্ত কোনো দেশ বায়োমেট্রিক বা সরকারি শনাক্তকরণের মতো বয়স যাচাই পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করেনি। অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, পিতামাতা সম্মতি দিলেও এই আইনে শিশু-কিশোরদেরকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য কোনো ছাড় দেওয়া হবে না। নিষেধাজ্ঞাটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা তরুণ–তরুণীদের জন্যও প্রযোজ্য হবে। বিরোধী লিবারেল পার্টি সরকারের এই প্রস্তাবিত আইনটির প্রতি সমর্থন জানিয়েছে।



অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী মিশেল রোল্যান্ড বলেছেন, ‘আমরা যে আইন করব তা সত্যিকার অর্থেই বিশ্ব নেতৃস্থানীয় হবে।’

📢 ভয়াবহ ভাইরাস জ্বর চলছে — সতর্ক হোন, যত্ন নিন!এই মুহূর্তে একটা নতুন ধরনের ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে চারদিকে।ডেংগু বা ...
29/07/2025

📢 ভয়াবহ ভাইরাস জ্বর চলছে — সতর্ক হোন, যত্ন নিন!

এই মুহূর্তে একটা নতুন ধরনের ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে চারদিকে।
ডেংগু বা চিকনগুনিয়া নয়, তবে লক্ষণগুলো ভয়াবহ এবং অনেকেই এতে আক্রান্ত হচ্ছেন।

যাদের বেবিদের এই জ্বরটা হবে , আমি প্রথমেই বলব আপনারা আগে ভেঙ্গে পড়বেন না , আপনারা ভেঙে পড়লে সেবা করতে পারবেন না। কারণ দিনশেষে আপনাদের সুস্থ থাকতে হবে তাহলেই বাচ্চারা ভালো থাকবে 😊

আমার ছেলেটাও এই জ্বরে ভুগছে,
শুধু বলছে মাথা ব্যথা পা ব্যথা হাত ব্যাথা,
মনে রাখবেন যে অসুস্থ হবে
তাকে কিছুক্ষণ পরপর স্বাস্থ্যকর খাবার দিবেন খাবারের উপরে কোন মেডিসিন নাই।
আমিও তাই করছি বর্তমানে এইসব রোগীরা খাবার দেখলে মনে করে বি*ষ, অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খাবার দিবেন
বমি করলে বমির মেডিসিন দিয়ে বমি বন্ধ করবে আগে।

🛑 লক্ষণগুলো:

হঠাৎ করে তীব্র জ্বর (১০৩°–১০৪°F)

শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড ব্যথা (মাসল, জয়েন্ট, চোখ, পিঠ) মাথা ব্যাথা

প্রচণ্ড দুর্বলতা, মাথা ঘোরা

প্রেসার লো হয়ে যেতে পারে

জ্বর নেমে যাওয়ার পরও শরীরের ব্যথা রয়ে যায় অনেকদিন এবং প্রচুর দুর্বল থাকে।

✅ কী করবেন? চিকিৎসা ও সেরে ওঠার টিপস:

🥣 খাবার:

1. ভিটামিন সি-যুক্ত ফল: মাল্টা, কমলা, লেবু, আমলকি আমড়া,পেয়ারা,

2. জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার: কলা, পাকা পেঁপে, ডিমের কুসুম

3. প্রোটিন: ডিম (সিদ্ধ), চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি মাছ

4. পানি বেশি করে খান – দিনে অন্তত ৩ লিটার ( স্যালাইন
বা লেবুর শরবত খাওয়া যেতে পারে) তবে চিনি খাওয়া মোটেই ঠিক নয়।

🧊 ব্যথা ও জ্বরের জন্য:

প্যারাসিটামল (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)

গরম পানির সেঁক বা হালকা ম্যাসাজ

তুলসি, আদা, মধু দিয়ে ভাপ বা কাশির জন্য পানীয়

💆 জ্বরের পরের শরীর ব্যথা কমানোর ঘরোয়া টিপস:

গরম পানিতে লবণ দিয়ে গা মুছানো

হালকা স্ট্রেচিং বা ধীরে ধীরে হাঁটা শুরু করা

ম্যাগনেসিয়ামযুক্ত খাবার (পানিতে ভেজানো বাদাম, কলা)

আয়ুর্বেদিক তেল (যেমন নারকেল তেল বা পুদিনার তেল) দিয়ে হালকা মালিশ
⚠️ কখন হাসপাতালে যাবেন:

বারবার জ্বর আসছে

প্রেসার খুব কমে যাচ্ছে

খাওয়া বন্ধ করে দিয়েছে/অজ্ঞান ভাব

রক্তচাপ ও হৃদস্পন্দন অনিয়মিত
🧘‍♀️ মনে রাখবেন:

> জ্বর চলে গেলেও শরীর পুরোপুরি দুর্বল হয়ে পড়ে।
তাই ধৈর্য ধরে বিশ্রাম, ভালো খাবার, আর পর্যাপ্ত পানি–এগুলোই দ্রুত সেরে ওঠার চাবিকাঠি।

শুভ সকাল বাংলাদেশের সবাইকে। রবিবারের (জুলাই ২৭,২০২৫) আবহাওয়া পূর্বাভাস: সকাল ৬ টার পর থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রযোজ্য ...
27/07/2025

শুভ সকাল বাংলাদেশের সবাইকে।

রবিবারের (জুলাই ২৭,২০২৫) আবহাওয়া পূর্বাভাস: সকাল ৬ টার পর থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রযোজ্য

আজ সকাল ৬ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে:

চট্রগ্রাম বিভাগ: নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, কক্সবাজার, চট্রগ্রাম, খাগড়াছড়ি

খুলনা বিভাগ: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা,

বরিশাল বিভাগ: সকল জেলা। তবে বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার উপকূলীয় উপজেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

ময়মনিসংহ বিভাগ: শেরপুর, জামালপুর

রংপুর বিভাগ: কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী,

রাজশাহী বিভাগ: বগুড়া, নওগাঁ, জয়পুরহাট,

সিলেট বিভাগ: বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম

ঢাকা বিভাগ: বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম

পিংক কালারের আমের চারা। ফাস্ট টাইম দেখা।
26/07/2025

পিংক কালারের আমের চারা। ফাস্ট টাইম দেখা।

26/07/2025

মাঝে মাঝে
জোর করে হলেও খাওয়ার সময় মা বাবাকে তাদের পছন্দের ১ টা করে মাছের বড় টুকরো দেবেন।

এটার আনন্দ আপনি যখন মা বাবা হবেন এবং আপনার সন্তান সেইম বিষয়টি আপনার সাথে করবে তখন বুঝবেন।

চীন বাংলাদেশের জন্য অনেক কিছু করতে আগ্রহী। বিনিময়ে তারা এ দেশের একজন ভালো বন্ধু হতে আগ্রহী।
24/07/2025

চীন বাংলাদেশের জন্য অনেক কিছু করতে আগ্রহী। বিনিময়ে তারা এ দেশের একজন ভালো বন্ধু হতে আগ্রহী।

24/07/2025
জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।  এখন জেলখানায়!  চোখে পানি!  আমি জেলখানার ভেতরে ঘুরে দেখেছি। কেমন দম বন্ধ লাগছি...
24/07/2025

জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।

এখন জেলখানায়! চোখে পানি!
আমি জেলখানার ভেতরে ঘুরে দেখেছি। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই ত জীবন! কি নিদারুন অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কি ছিল না?
গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা,ক্ষমতায় আসবেন তাদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!!

এই পলক যাদের জন্য করেছে তারা দেশ ছাড়া।

@ রাজনীতি বড়ই কঠিন খেলা!

কোথাও কোন দুর্ঘটনার পর যদি দেখেন রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজি ওয়ালা ভাড়া বাড়ায় নিচ্ছে সেক্ষেত্রে যা করবেন....ভদ্রভাবে উ...
23/07/2025

কোথাও কোন দুর্ঘটনার পর যদি দেখেন রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজি ওয়ালা ভাড়া বাড়ায় নিচ্ছে সেক্ষেত্রে যা করবেন....

ভদ্রভাবে উঠে পড়বেন। লোকেশানে পৌছার পর আশেপাশের লোক জড়ো করবেন। তারপর ধুমাইয়া পি*টাবেন...😡😡

কিছু সুশীল আসবে থামাইতে ওইগুলারেও ধুমাইয়া পি-টাবেন....🤬🤬

এই দেশে মাই.রের উপর কোন ওষুধ নাই‼️

22/07/2025

মুড়ি তৈরির পেছনের গল্প | কিভাবে তৈরি হয় মুচমুচে সুস্বাদু মুড়ি? | Real puffed rice factory in Bangladesh |

Have you ever wondered how your favorite puffed rice (Muri) is made? 🍚
In this 3-minute video, we take you inside a real Muri factory in Bangladesh!
From heating the rice to the crackling sound of puffing, watch how hardworking people turn simple rice into something delicious. 😋

এই ভিডিওতে আপনি দেখতে পাবেন কিভাবে মুড়ি তৈরি হয় একটি বাস্তব কারখানায়। কর্মচারীদের অভিজ্ঞতা, মেশিনের শব্দ আর সেই খাসা স্বাদের রহস্য—সব কিছু একসাথে!

📌 Like | Comment | Share

🧡 ​​ ​​ ​​ ​​ ​​

📌 Don’t forget to Like, Comment, Share, and Subscribe for more amazing food journeys!

#মুড়ি_তৈরি​​ #জ্বালমুড়ি​​ ​​ ​​ ​​
​​ ​​ ​​ ​​ ​​ ​​

Address

Sadar Road
Narsingdi

Opening Hours

Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+8801933804243

Website

Alerts

Be the first to know and let us send you an email when কোন বাচ্চা কি খাবে মহিলা ও শিশুদের সমস্যাবলী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কোন বাচ্চা কি খাবে মহিলা ও শিশুদের সমস্যাবলী:

Share