Rifat Ahmed Sunny

Rifat Ahmed Sunny আমার পেজে বিভিন্ন শিক্ষনীয় ও বিনোদন মূলকভিডিও আপলোড করা হবে লাইক দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করা হল।

"রায়পুরা মডেল হাই স্কুল "এস.এস.সি ব্যাচ ২০২৫ এর উদ্যোগে শিক্ষা সফর ২০২৪।
06/09/2024

"রায়পুরা মডেল হাই স্কুল "এস.এস.সি ব্যাচ ২০২৫ এর উদ্যোগে শিক্ষা সফর ২০২৪।

24/08/2024
20/08/2024

ব্রেকিং নিউজ!!!
অবশেষে সকল কল্পনা-জল্পনার অবসান ঘটলো।
এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষা আর হচ্ছে না।
ফলাফল নির্ণয়ের কৌশল শীঘ্রই জানতে পারবে।

21/05/2024

যখন বাড়ির দারোয়ানের পক্ষ থেকে তুমি সালাম
পেতে আকাঙ্ক্ষা করবে, তখন বুঝিবে তুমি আসলে
অহংকারী।
যখন দেখবে তোমার বন্ধুর সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে আর শত্রুর সংখ্যা কমে যাচ্ছে, তখন বুঝবে তুমি সত্য বলা ছেড়ে দিচ্ছ।

যখন তুমি একাকিত্ব উদযাপন করবে, শুধু তখনই বুঝবে তুমি আল্লাহর সঙ্গ উপভোগ করছ।

শিবলী
যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে।

26/04/2024

প্রত্যাশা এবং যোগ্যতার চেয়ে কারো প্রাপ্তি যখন বেশি হয়ে যায়, তখন দুটো ব্যাপার ঘটে।

১. এই প্রাপ্তি তাকে আরো বেশি বিনয়ী করে, কৃতজ্ঞ করে তোলে এবং তার প্রাপ্তি আরো বাড়তে থাকে।
অথবা,
২. এই প্রাপ্তি তাকে অহংকারী বানায়, অকৃতজ্ঞ করে এবং তার ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায়।
আরিফ আজাদ

12/03/2024

তোমার মুগ্ধতার কারণ যে -সে আমি নই,আমি নই।
আমি সেই নগন্য আয়না যার মধ্যে তুমি দেখো
তার সৌন্দর্যের প্রতিবিম্ব।
From ইমাম
লতিফুল ইসলাম শিবলী

20/02/2024

শিল্পী রোকনুজ্জামান খানের গজল।

09/01/2024

স্বপ্নটা কেমন ছিল, তা ঘুম ভাঙার পর বুঝা যায়। ঠিক তেমনি কাছের মানুষ কেমন ছিল, শুধু হারিয়ে যাবার পর বুঝাযায়।
হুমায়ুন আহমেদ।

অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর অথবা সুন্দর দূর থেকে। কাছে এলেই আর্কষণ কমে যায়।কারো সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানু...
08/01/2024

অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর অথবা সুন্দর দূর থেকে। কাছে এলেই আর্কষণ কমে যায়।কারো সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ।
হুমায়ুন আহমেদ।

01/01/2024

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ❤️

শত পাওয়া না-পাওয়ার মধ্যে আরো একটা বছরে সমাপ্তি!!প্রত্যেকের জন্য শুভকামনা, নতুন বছর প্রত্যাশার থেকেও অধিক সুন্দর হোক...!!
Ring out, wild bells, to the wild sky,
The flying cloud, the frosty light :
The Year is daying in the night;
Ring Out, Wild bells,and let him die.
. Alfred Tennyson

❤️😍

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা। আয়োজনে, রায়পুরা মডেল স্কুল। স্বাধীনতা, সে আমার – স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজনস্ব...
16/12/2023

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা। আয়োজনে, রায়পুরা মডেল স্কুল।
স্বাধীনতা, সে আমার – স্বজন,
হারিয়ে পাওয়া একমাত্র স্বজন
স্বাধীনতা – আমার প্রিয় মানুষের
রক্তে কেনা অমূল্য ফসল।

15/12/2023

হৃদয় আল্লাহর ঘর
মানুষের হৃদয়টা তৈরি করা হয়েছে এই জন্য যে, সেখানে শুধুমাত্র আল্লাহ থাকবেন। সে ঘরে আল্লাহ ছাড়া অন্য কিছু ঢুকালেই শুরু হবে তোমার জাগতিক অশান্তি।

আসমান বই থেকে নেওয়া।

Address

Narsingdi

Telephone

+8801709547975

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rifat Ahmed Sunny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rifat Ahmed Sunny:

Share

Category