05/07/2023
যদি কখনো কেউ জিজ্ঞেস করে...
জীবনে কী হারালেন বা কী পেলেন...?
তখন হাল্কা মুচকি এক হাসি দিয়ে
শুধু এতটুকুই বলুন,
যা পাইনি বা হারিয়েছি, তা তো আমার ছিলোই না,
আর যা পেয়েছি, তার যোগ্য আমি ছিলাম না।
সবি আমার দয়াময়, দয়া মায়া করে দান করেছেন।
যিনি সর্বদা আমাকে আমার যোগ্যতার চেয়েও অনেক গুন বেশী দান করেছেন করেন ।
আলহামদুলিল্লাহ
তখন দেখবেন....
মনের সমস্ত পাওয়া না পাওয়ার সব কষ্ট যন্ত্রণা,
এক নিমিষেই আড়াল হয়ে যবে, এক প্রশান্তির বাতাস আপনার অন্তরকে ছুয়ে যাবে। জীবনকে খুব বেশী সুন্দর অনুভব হবে। আল্লাহর প্রেমময় সন্তুষ্ট অর্জনের পথে এগোতে অন্তরে এক অজানা শক্তির দেখা মিলবে।
- ভালোবাসা অবিরাম ----
লিখাঃ- ছৈয়দ মোহাম্মদ মোকাররম বারী