27/01/2025
আমি না থাকলেও তোমারে আগলে রাখার মানুষের অভাব নেই শহরজুড়ে।
আমি তোমার কোথাও একসময় ছিলাম পরিচয়হীনতা নিয়ে।
খুব গোপনে খুব নিভৃতে আর নিরবে।
সগৌরবে তোমার চারপাশে তখনো সমাগম ছিলো অনেক মানুষের, এখনো আছে!
অথচ আমি ভাবতাম আমিই তোমার একমাত্র। তুমি আমারই একান্ত!💔