16/01/2025
২০২২ সালের নভেম্বর মাস থেকে কি মনে করে জানি এই পেইজটা আমি খুলেছিলাম। এখনো জানিনা এখানে আসলে কি হবে বা কি হতে পারে। হয়তো এমন নিস্তব্ধ হয়েই পরে রবে বা নতুন কিছু তৈরি হবে কিনা তাও জানা নাই।দেখতাম সবাই কত ধরনের ভিডিও করে মনের বিভিন্ন কিছু শেয়ার করে তা এখনো তো দেখিই।
এমনি ভাবে একজনের মাধ্যমে যেমন আরেক জনের কিছু করার উৎসাহ বাড়ে তেমনি শিক্ষনীয় বিষয়টা পরিবার থেকে শিশুর বিকাশে প্রভাবিত করে,মিডিয়া বা বিভিন্ন টেলিযোগাযোগের মাধ্যমে জানা অজানা অনেক কিছুই প্রকাশিত হয় আর তা জেনে উঠাও ভালো।
তবে নির্দিষ্ট করে কাউকে ফলো করে চলা আবার তাকে কপি করে অগোচরে তার নামেই বদনাম করা এটাও বর্তমানে বেশ প্রচলিত বিষয়।
দেখুন-শিখুন কিন্তু যাদের কে সার্চ করে পেতে হয় তাদের কপি করে তার মতো চলুন৷ আমার-আপনার মত খুব কাছে জনরে'র সব কিছুই কেনো আপনার ফলো করতে হয়!
নিতান্তই খুব সাধারণ তারপরও এখানে আনাগোনা,সমালোচনা এবং খেয়াল করে সব কপি করার যে বিষয়টা।😄
ঘড়ি পড়তে ততটা পছন্দ না তাই বাম হাতে ঘড়ি না পড়ে ডান হাতে পড়তে কমফোর্ট তা আপনিও কেনো?!
নির্দিষ্ট একটাই কোয়ালিটির পোষাক পরিধানে সে আরাম পায় এখন সেটা খেয়াল করে আপনিও খুঁজে নিলেন নিজের জন্য 🙄!! তাকে ভালো লাগে বলে আপনাকেও এই ধরনের পোশাক গুলোতে যে ভালো লাগবে এমনটা নাও হতে পারে।😁
নিউস ফীডে কিছু লিখে তার লেখাতে নিজেই আবার কমেন্ট করলো এটাও আপনার তৈরি ! 🤨
মেয়েটা নিজের মতো চলতে,নির্দিষ্ট রুচিসম্মত ভাবে থাকতে পছন্দ করে। সে কিভাবে হাঁটছে,কথা বলার সিস্টেম কেমন,তাকে যে-যে পোশাকে দেখে আপনার সুন্দর লাগলো তা নিজেও খুঁজে নিলেন সে কোন কোন দোকান/ব্র্যান্ড থেকে সেই পোশাক গুলো কালেক্ট করে। 😄
ভালো লাগা,মন্দ লাগা এটা তো নিজের হাতে গড়া না। যাকে সুন্দর লাগে তাকে সকল পজিশনে এবং সকল কিছুতেই সুন্দর লাগবে স্বাভাবিক। সে যদি ভ্যান থেকে তুলে বা রাস্তার ফুটপাত থেকে নিজের জন্য প্রেফার করে থাকে তাকে তাতেও সুন্দরই লাগবে।
তাই মানুষের পার্সোনাল এই বিষয়গুলো একটু এড়িয়ে চলতে শিখুন। এসব জিনিস কপি করতে নূন্যতম কমনসেন্সটা হারিয়ে ফেলছেন তা কি খেয়াল করেছেন?
তাই অন্যের কাছে হাসির পাত্র হবেন না।