
03/06/2025
Masaha'Allah Apu এই মেয়েটাকে আমার ভাল্লাগে,এত্ত সুইট।গত বছর বিয়ে করেন ধুমধাম করে,গতকাল তার লাইভ হুট করে নিউজফিডে আসে আর অবাক হয়ে যাই। সোশ্যাল মিডিয়ায় তাদের কাপল ভিডিও দেখে ভালোই লাগতো জুটিটা,মেয়েটাকে দেখতাম তার হাজব্যন্ডকে কত রেসপেক্ট দিয়ে আপনি আপনি করে কথা বলতো।কত সুন্দর মুহুর্ত গুলো ক্যাপচার করে আপলোড করতো।কিন্তু চার দেয়ালের ভিতরের গল্পটা সবার অজানা,কতটা ভয়ংকর।
কিন্তু তার হাজব্যান্ড এর এই সুন্দর চেহারার মাঝে লুকিয়ে আছে ভয়ংকর রুপ।তার শশুরবাড়ি থেকে যৌতুক চাওয়া, তার হাজব্যন্ড এর পরকীয়া, সবথেকে বড় কথা তাদের ছোট্টো একটি মেয়ে বাবুও আছে,মেয়েটি প্রেগন্যান্ট অবস্থাতেও অনেক স্ট্র্যাগল করে তার হাজব্যন্ড এর পরকীয়ার বিষয়টি নিয়ে।এমন না যে তার বউ দেখতে সুন্দর না,তাহলে কি সত্যি মেয়েদের চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্য সুন্দর হওয়া জরুরি? এই প্রশ্নটাও ঘুরপাক খাচ্ছে আসলে এমন টাইপের পুরুষ আটকায় কিসে?
মেয়েটা লাইভে কাঁদতে কাঁদতে বলছিলো,
সে তার হাজব্যন্ডকে বলতেছে আমার মধ্যে কি জিনিসটা আপনার ভালো লাগেনা বলেন,আমি সেটা পরিবর্তন করবো।আমি শুকনা আমাকে ভালো লাগছেনা? আমার কোনো ফিগারের প্রবলেম? আমি জিম করবো, সমস্যা নাই তাও আমাকে ছেড়ে যাইয়েন না।তাও এগুলো আর করবেন না।
কতটা কষ্ট থেকে, কতটা ভালোবাসলে এতকিছুর পরও সে তার সংসার টিকিয়ে রাখতে চাচ্ছে।
আসলে পুরুষের চরিত্র ঠিক থাকলে লয়াল থাকলে একটা মেয়ে পান্তাভাত খেয়েও কুঁড়েঘরে থাকতে পারে।কিন্তু যে পুরুষের চরিত্র ঠিক নেই তখন একটা মেয়ে হাজার চেষ্টা করলেও সংসার টিকিয়ে রাখতে পারেনা।
একটা মেয়ের এত ত্যাগ,এত কষ্ট, এত ভালোবাসা যদি বুঝতো তাহলে কখনোই এমন স্ত্রীকে ঠকানোর চিন্তা করতোনা।