Rony Vlogs

Rony Vlogs So in this channel I try to share all the struggle I had to face, and how I recovered them.

✨সফলতার পথ সবার জন্য আলাদা✨😍👉মোটিভেশন সব সময় এমন হওয়া উচিত যা সব পেশার মানুষকে অনুপ্রাণিত করতে পারে এবং কার্যকর হয়। কারণ...
22/08/2025

✨সফলতার পথ সবার জন্য আলাদা✨😍

👉মোটিভেশন সব সময় এমন হওয়া উচিত যা সব পেশার মানুষকে অনুপ্রাণিত করতে পারে এবং কার্যকর হয়। কারণ সবার সফলতার পথ এক নয়, সবার পরিশ্রমের ধরন আর সময়ও এক নয়।

🙋‍♂️কিছু মানুষ থাকে যারা শুধু নিজের অভিজ্ঞতা বা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে সবাইকে বোঝাতে চায়। কিন্তু মনে রাখবেন-প্রত্যেকের যাত্রা আলাদা এবং প্রত্যেকের সংগ্রাম আলাদা।

👀কেউ রাত জেগে সফলতা অর্জন করে, আবার কেউ নিয়মিত ঘুমিয়েও সফল হয়। কেউ ভোরে উঠে কাজ করে স্বপ্ন পূরণ করে, আবার কেউ দেরিতে উঠে হলেও নিজের লক্ষ্যে পৌঁছে যায়।

🦸✨তাই সফল হতে হলে আপনাকে অন্য কারো রুটিন কপি করতে হবে এমন নয়। যে সময়ে আপনি সবচেয়ে ফ্রেশ আর মনোযোগী থাকেন, সেই সময়টাই আপনার কাজের জন্য সেরা সময়। সেই সময়কে কাজে লাগালে আপনার ব্রেন অন্য সময়ের তুলনায় অনেক বেশি কার্যকরভাবে কাজ করবে।

💯ধৈর্য, পরিশ্রম আর নিয়মিত চেষ্টা-এই তিনটিই সফলতার আসল চাবিকাঠি।🍁😍

গ্রামের মানুষগুলো কীভাবে বেঁচে থাকে জানেন?ওরা সকালে সূর্য ওঠার আগেই জেগে ওঠে, পরিশ্রম করে মাঠে-ঘাটে, রোদে পুড়ে, বৃষ্টিতে...
25/07/2025

গ্রামের মানুষগুলো কীভাবে বেঁচে থাকে জানেন?

ওরা সকালে সূর্য ওঠার আগেই জেগে ওঠে, পরিশ্রম করে মাঠে-ঘাটে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, খায় নিজের মাঠের প্রাকৃতিক খাবার। নেই কোনো প্রসেসড ফুড, নেই ফাস্টফুডের নেশা।

ওদের নেই রাত জেগে সিরিজ দেখার অভ্যাস, নেই সোশ্যাল মিডিয়ার আসক্তি, নেই ইনসুলিন, নেই প্রেসার পিল, নেই হার্টের রিং, নেই ক্যান্সারের ভয়।

ওদের শরীর হাঁটে, মাটি ছোঁয়, ঘামে... আর মনটা থাকে প্রশান্ত।

আসলে, জীবনটা সহজ রাখলেই রোগ দূরে থাকে। প্রাকৃতিক জীবনে ফিরে গেলে, হাসপাতাল, ওষুধ, ডাক্তারকে বলা যায় "আমার এসবের দরকার নেই।"

08/07/2025

✨😍✨√π®

25/06/2025

সম্মান না পেলে সঙ্গ

ছেড়ে দাও

আর গুরুত্ব কমে গেলে দূরত্ব

বাড়িয়ে দাও!

আমার বুকটা তোমার শান্ত একটা নীড়, তুমি ঘরে ফেরা চড়ুই পাখি হলে। এই যে এতো কষ্টগুলোর ভিড়, অপেক্ষারা অপেক্ষিত তুমি আসবে বলে...
20/03/2025

আমার বুকটা তোমার শান্ত একটা নীড়, তুমি ঘরে ফেরা চড়ুই পাখি হলে। এই যে এতো কষ্টগুলোর ভিড়, অপেক্ষারা অপেক্ষিত তুমি আসবে বলে।

ব্যথাগুলো একদিন সয়ে যায়, ব্যথাগুলো আর ব্যথা দিতে পারেনা। মন ভেঙে সব ঠিক থাকার যে অভিনয়,সে আর কখনো নিজের মনে ফেরেনা।
20/03/2025

ব্যথাগুলো একদিন সয়ে যায়, ব্যথাগুলো আর ব্যথা দিতে পারেনা। মন ভেঙে সব ঠিক থাকার যে অভিনয়,

সে আর কখনো নিজের মনে ফেরেনা।

31/12/2024

আপনি কাউকে সাহায্য করেছেন কারণ সাহায্য তার দরকার ছিল।

আপনি সাহায্য করেছেন কারণ মানুষকে সাহায্য করতে আপনার ভালো লাগে।

আপনি কোন বিনিময়ের জন্য সাহায্য করেননি।

বিপদে পড়লে সে ব্যক্তিটি আপনাকে সাহায্য করবে, এই আশা করে আপনি সাহায্য করেন নি।

আপনি সাহায্য করেছেন শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য।

আপনি সাহায্য করেছেন কারণ সৃষ্টিকর্তা পছন্দ করে অন্যকে সাহায্য করা।

কাউকে সাহায্য করে বিনিময়ে আশা করলে আপনার উচিত তাকে সাহায্য না করা।

কারণ এর বিনিময়ে আপনি খুব সম্ভবত পাবেন না।

বরং সে আপনার ক্ষতিও করতে পারে।

প্রত্যাশা করে বরং ভিতরে ভিতরে সারাজীবন কষ্ট পাবেন।

এই কষ্ট থেকে সৃষ্টি হবে হতাশা, রাগ, বিষন্নতা।

Address

Kandapara, Amdia Union, Narsingdi Upazila, Dhaka Division
Narsingdi
1603

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rony Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share