Sardar Faruk

Sardar Faruk You are Welcome to my Page and Thanks for being with me.

18/12/2024

বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩ জন, আহত শতাধিক।

06/05/2024

পৃথিবীতে রাতে কি কেউ জন্ম নেয়নি! সবাই শুধু "জন্মদিন" পালন করে, "জন্মরাত" পালন করে না।

06/05/2024

নারীর ক্ষমতায়নে অবহেলা আছে এই দেশে।
এই যেমন!

"মি:নুডুলস" আছে কিন্তু কোনো "মিসেস নুডুলস" নাই!

"পোলার আইসক্রিম" আছে কিন্তু "মাইয়ার আইসক্রিম" নাই!

"মামা ওয়েফার" আছে কিন্তু "মামী ওয়েফার" নাই।

"মিস্টার ম্যাংগো" আছে কিন্তু "মিসেস ম্যাংগো" নাই।

"লাইফ বয়" আছে কিন্তু "লাইফ গার্ল" নাই।

05/05/2024

"বাঙালি উন্নয়ন বলতে বিল্ডিংকে বোঝে।"

23/04/2024

খেলে অনলাইনে জুয়া, পরিচয় দেয় ফ্রিল্যান্সার

"রাকিব ভালো করে পড়, বিয়ে করতে হবে!!!
23/04/2024

"রাকিব ভালো করে পড়, বিয়ে করতে হবে!!!

18/04/2024

মনে রাখবেন- গাছ বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজন নেই, কিন্তু মানুষ বেঁচে থাকার জন্য গাছের প্রয়োজন।
অপ্রয়োজনে গাছ কাটবেন না।

17/04/2024

পাড়ার দাদিমা :
তর বয়সের মেয়েদের কবে বিয়ে হয়ে গেছে, বাচ্চাকাচ্চাও হয়ে গেছে। তর এখনো বিয়ে হচ্ছে না কেন?

মেয়ে :
দাদিমা আপনার বয়সের সবাই কবরে চলে গেছে, শুধু আপনিই বেঁচে আছেন সমাজে কোটনামি করার জন্য।

17/04/2024

একটা শার্ট বের হইছে- বিড়াল নাকি কুত্তাসহ, এটি পরিধান করার সাথেই গুনাহ শুরু হয়ে যাবে। যতখন পড়নে থাকবে ততখন গুনাহ হতে থাকবে।

17/04/2024

স্কুল-কলেজ থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত সবাই প্রাইভেট পছন্দ করে, শুধু জামাইয়ের বেলায় সরকারী খোঁজে।

17/04/2024

এই ঈদে গরুর গুস্ত ৭৫০ টাকা কেজিতে বিক্রয় হইছে। এই দাম গরিব এবং মধ্যবিত্তদের নাগালের বাহিরে।

প্রত্যেক সমাজে যদি ধনিরা লাভের আশা না করে গরু কিনে কসাইয়ের খরচ সহ মেপে কেজি প্রতি যা পরলো সেই ধরে বিক্রি করতো তাহলে কতই না ভালো হতো। এইটাও কিন্তু একটা বড় মাপের সমাজ সেবা হতো। আমি মনে করি।

16/04/2024

ইচ্ছায়, অনিচ্ছায়, ঠেলায়, ধাক্কায় এতো এতো গ্রুপে এড হয়েছি যে, ইদানিং নিজেকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক মনে হয়।😁

Address

West Bangla

Alerts

Be the first to know and let us send you an email when Sardar Faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sardar Faruk:

Share

Category