Manika Rani Shil

Manika Rani Shil Social media expert

অনেক অনেক শুভকামনা রইলো সবার জন্য। ধৈর্য্য ধরে লেগে থাকলে অবশ্যই তার সফলতা  আসবেই।আর তারই ধারাবাহিকতায় Success biz famil...
03/03/2024

অনেক অনেক শুভকামনা রইলো সবার জন্য।
ধৈর্য্য ধরে লেগে থাকলে অবশ্যই তার সফলতা আসবেই।
আর তারই ধারাবাহিকতায়
Success biz family র বাছাইকৃত কিছু ব্যাক্তিদেরকে নিয়ে একটি Team গঠন করে International Marketplace থেকে আসা Lead Generation এর Project টি Zoom live এর মাধ্যমে বুঝিয়ে দেয়া হলো।
এটাই হলো Project member দের সুবিধা।
❤️❤️❤️

02/03/2024

মাঝে মাঝে নিজেকে পরিবর্তন করতে হয়, জীবন যুদ্ধে টিকে থাকার জন্য ।

😲   ফ্রি    😲    ফ্রি   😲   ফ্রি   😲    ফ্রি  😲✍️ আগামী ০৬ ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার রাত ৮:২০ টায় শুরু হতে যাচ্ছে ফ্রি...
05/02/2024

😲 ফ্রি 😲 ফ্রি 😲 ফ্রি 😲 ফ্রি 😲

✍️ আগামী ০৬ ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার রাত ৮:২০ টায় শুরু হতে যাচ্ছে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং বিষয়ক ফ্রি ক্লাস।

উক্ত ফ্রি ক্লাসটির মাধ্যমে আপনি জানতে পারবেন 👇👇👇👇

💪ফ্রিল্যান্সিং কি?

💪 ফ্রিল্যান্সিং কেন শিখবেন?

💪আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন
কিনা ?

💪 এবং ইত্যাদি সকল প্রশ্নের উত্তর।☺️

তাহলে আর দেরী না করে এখনই নিচের লিংকে ক্লিক করে মেসেঞ্জারে মেসেজ করুন।

আসন সংখ্যা সীমিত 😔

মেসেঞ্জার লিংক : 👇👇
https://m.me/manikaranishil

14/04/2023

সুন্দর পরিকল্পনাই আপনাকে দিতে পারে সুন্দর ভবিষ্যৎ:

প্রত্যেকটি সাফল্যের পেছনের গল্পে থাকে সুন্দর একটি পরিকল্পনা। যদিও জীবনের সবকিছু পরিকল্পনা মতো হয় না। তবে, পরিকল্পনাহীন ভালো কিছু করা সম্ভব নয়। কোনো কাজে সফল হতে ব্যক্তির থাকতে হবে নিজস্ব যুগোপযুগী পরিকল্পনা। অ্যাংলো-আইরিশ লেখক অলিভার গোল্ডস্মিথ একবার বলেছিলেন, ‘কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই, তার সাফল্য অনিশ্চিত।’

জীবনে সফল হতে যেমন লক্ষ্য ঠিক করতে হয়, ঠিক তেমনি সে লক্ষ্য পূরণে যথাসময়ে করতে হয় সঠিক পরিকল্পনা।
ব্যক্তিকে কোনো কাজ করার আগে তাকে সুন্দর একটি পরিকল্পনা করতে হয়। পরিকল্পনা করে কোনো কাজে সিদ্ধান্তে পৌঁছাতে হয়। তবেই সাফল্য আসবে। সাফল্যের পেছনে নিহিত থাকে ব্যক্তির সুন্দর, সুন্দর পরিকল্পনা। জীবনটাকে কিভাবে সাজাতে হবে, কিভাবে জীবন সাজালে নিজের স্বপ্নগুলো পূর্ণ হবে ইত্যাদি কেবলই সম্ভব যদি সুন্দর একটি পরিকল্পনা থাকে।
পরিকল্পনা ছাড়া সামনের দিকে হাটা মানে মাঝি বিহীন নৌকা চালানোর মতো।।
তাই জীবনে সফল হতে চাইলে অবশ্যই সুন্দর একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যান।

💢ফ্রিল্যান্সিং কি??👉অনেকেই মনে করেন ফ্রিল্যান্সিং মানে একপ্রকার জব কিন্তু আসলে তা না। ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্তভাবে জবের...
02/08/2022

💢ফ্রিল্যান্সিং কি??
👉অনেকেই মনে করেন ফ্রিল্যান্সিং মানে একপ্রকার জব কিন্তু আসলে তা না। ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্তভাবে জবের একটি মাধ্যম।
ইচ্ছা হলে কাজ করবো, ইচ্ছা না হলে করবোনা, বিষয়টা অনেকটাই এরকম।
👉মনে করুন, আপনি গ্রাফিক ডিজাইনের কাজ খুব ভালো করেন। কিন্তু আপনি চাচ্ছেন না কোনো একটি কোম্পানীতে ধরাবাঁধা সময়ের জব করতে। তাহলে আপনি বেছে নিতে পারেন মুক্তভাবে কাজ করার মাধ্যম ফ্রিল্যান্সিং।
💢তেমনি একজন ফটোগ্রাফার অধিকাংশ সময়েই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন।
তার যখন ভালো লাগে এবং ভালো সুযোগ পান তখন তিনি কাজ করতে যান। আবার একজন গায়ক চাইলে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন।
কারন অধিকাংশ ক্ষেত্রেই তাদের কোনো ধরাবাঁধা সময় নেই। ভালো লাগলে গান গেতে যান, ভালো না লাগলে যান না।
💢ফ্রিল্যান্সিং এর সবচেয়ে মজার বিষয়ই এটা যে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো সময়ে কাজ করতে পারেন, কাজের প্রেশার বেশি হলে কাজ না করেও থাকতে পারেন।
👉তাই যারা ভাবছেন ফ্রিল্যান্সিং করবেন তারা শুরু করে দিন কারন যত দেরি তত ক্ষতি।

Happy❤️ Freelancing Life
SBF-Pioneer Club
Success Biz Family❤️

সিপিএ এর নাম বলতেই সাথে মার্কেটিং কথা টি চলে আসে কারণ সি পি এ এর সাথে মার্কেটিং কথাটি জড়িত। মানে মার্কেটিং ছাড়া সিপিএ এর...
31/05/2022

সিপিএ এর নাম বলতেই সাথে মার্কেটিং কথা টি চলে আসে কারণ সি পি এ এর সাথে মার্কেটিং কথাটি জড়িত। মানে মার্কেটিং ছাড়া সিপিএ এর কাজ আপনি কখন ও করতে পারবেন না।
প্রথমেই জেনে নেওয়া যাক সি পি এ এর অর্থ সম্পর্কে CPA এর অর্থ Cost Per Action. মানে কোন একটি নির্দিষ্ট কাজের Action শেষ করার মাধ্যমে অর্থ উপার্জন করা। যেমন হতে পারে ইমেইল সাবমিট, জিপ কোড সাবমিট,পিন সাবমিট,ক্রেডিট কার্ড সাবমিট,সফটওয়্যারডাউনলোড ইত্যাদি।

এফিলিয়েট মার্কেটিং-এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সি.পি.এ মার্কেটিং। এটা নতুন একটি এডভাটাইজিং পেমেন্ট মডেল যাতে পেমেন্ট কিছু কাজের উপর নির্ভর করে দেয়া হয়। CPA মার্কেটিং জন্য Maxbounty ও Peerfly ১ম সারির CPA নেটোয়ার্ক।
এফিলিয়েট মার্কেটাররা সি পি এ মার্কেটিং এর মাধ্যমে প্রচুর পরিমান আয় করতে পারেন।

💢ইউটিউব মার্কেটিং কি?👉 (YouTube marketing) হলো বর্তমানে ইন্টারনেটে যেকোনো সার্ভিস বা পন্য মার্কেটিং বা প্রচার করার সেরা ...
17/05/2022

💢ইউটিউব মার্কেটিং কি?
👉 (YouTube marketing) হলো বর্তমানে ইন্টারনেটে যেকোনো সার্ভিস বা পন্য মার্কেটিং বা প্রচার করার সেরা এবং জনপ্রিয় উপায়। আসলে ইউটিউব এর মাধ্যমে মার্কেটিং করা মানে অনলাইনে ভিডিও এর মাধ্যমে মার্কেটিং করা।

👉এজন্য ইউটিউব মার্কেটিং কে বলা হয় ভিডিও মার্কেটিং। বর্তমানে ইন্টারনেটে গুগল সার্চ ইঞ্জিন এর পরে ইউটিউব সার্চ ইঞ্জিন ইন্টারনেটের মাধ্যমে যেকোনো তথ্য জানতে বা যেকোনো বিষয়ে শিক্ষা গ্রহন করার ক্ষেএে সব চেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে।

👉আপনারা হয়তো বুঝতে পারছেন ইউটিউবে আপলোড করা ভিডিও গুলো কতটা বেশি পরিমানে ইন্টারনেটে দেখা হয়। এই সুযোগের সুবিধার কাজে লাগিয়ে বর্তমানে বিভিন্ন কোম্পনি, ব্যবসার মালিক বা ব্যাক্তিগত কোনো মানুষরা তাদের ব্যবসার সাথে জড়িত ভিডিও কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড দেয়।

👉এভাবে তারা তাদের বিভিন্ন পন্য, সার্ভিস এবং ব্রান্ড গুলো ইন্টারনেট ভিডিওর মাধ্যমে মার্কেটিং (marketing) বা প্রচার করে দিচ্ছে। এভাবে ভিডিওর মাধ্যমে ইন্টারনেটে করা মার্কেটিং এর প্রক্রিয়াকে বলা হয় ভিডিও মার্কেটিং।
👉সবশেষে বলতে পারি ডিজিটাল মার্কেটিংএর একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো ইউটিউব মার্কেটিং।

🔶মোবাইল দিয়ে  কি ডিজিটাল  মার্কেটিং শেখা এবং কাজ করা সম্ভব? 🔶অনেকেই আমাকে এই প্রশ্নটি করে থাকেন তাদের জন্যই আমার আজকের এ...
12/05/2022

🔶মোবাইল দিয়ে কি ডিজিটাল মার্কেটিং শেখা এবং কাজ করা সম্ভব?
🔶অনেকেই আমাকে এই প্রশ্নটি করে থাকেন তাদের জন্যই আমার আজকের এই পোস্টটি।

👉আমি প্রথমেই বলবো ডিজিটাল মার্কেটিংয়ের অনেক কাজই আছে যেগুলো মোবাইল দিয়ে অনায়াসে করা যায়।
👉তবে সবকিছুই নির্ভর করে আপনার চাহিদা,ভালো লাগা এবং ভবিষ্যতে আপনি কি হতে চান তার উপর। কথাই তো আছে 'রাখে আল্লাহ মারে কে'।

👉আপনার আগ্রহ থাকলে আপনার স্বপ্নই আপনাকে বড় করে তুলবে ,তখন কম্পিউটার কেনা সহজ হয়ে যাবে।।

👉আগে ফোন দিয়ে ট্রাই করেন ,দেখেন যদি ওভার অল ভালো লাগে তাহলে ধীরে ধীরে আগান।। Walk slowly ,Have a big opportunity.

Happy💢 Freelancing Life
SBF -(Pioneer -Club)💢

💢ফ্রিল্যান্সিং কেন করব?💢👉আসলেই আপনি ফ্রিল্যান্সিং কেনো করবেন? আপনি চাকরি বা ব্যবসা করতে পারেন। সেখানে তো অনেক লাভ। তাই ন...
11/05/2022

💢ফ্রিল্যান্সিং কেন করব?💢
👉আসলেই আপনি ফ্রিল্যান্সিং কেনো করবেন? আপনি চাকরি বা ব্যবসা করতে পারেন। সেখানে তো অনেক লাভ। তাই না?

🔶আমার কাছে এই প্রশ্নটার উত্তর একটু ভিন্ন।
👉 প্রথমত চাকরির বাজারের খুব করুণ অবস্থা। এরপরে অনলাইন জগতেও অনেক ব্যবসা আছে।

👉বর্তমান সময়ে ভালো ভালো গ্রাজুয়েট শেষ করেও চাকরি পাচ্ছে না, এরকম ঘটনা নতুন কিছু না। আর বেকার সমস্যাও নতুন না ।

👉আর দ্বিতীয়ত হচ্ছে ফ্রিল্যান্সিং সম্পূর্ন স্বাধীন পেশা। এখানে আপনার সময় মতো অফিস করার প্রয়োজন নাই কিংবা চাকরি খোজারও দরকার নাই।

👉শুধুমাত্র আপনার যোগ্যতা দেখাবেন এবং দক্ষতা অনুযায়ী কাজ করবেন। তার মানে এটা না যে, আপনি চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং করবেন!

👉আরেকটা হচ্ছে দক্ষতা। এই দক্ষতা আমাদের অনেকের মধ্যেই থাকে। কিন্তু আমরা কাজে লাগাতে পারি না।

💢কাজের মাধ্যমে যেমন দক্ষতাকে কাজে লাগাতে পারবেন তেমনি টাকা আয়ও করতো পারবেন। তাে আপনার সুপ্ত প্রতিভাকে অনলাইনের মাধ্যমে কাজে লাগান।💢

Happy❤️ Freelancing Life
Success Biz Family
Pioneer -Club❤️

👉সি.পি.এ. (CPA) মার্কেটিং হল এমন এক ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং যার মাধ্যমে আপনি কোন পণ্য বিক্রি এর পাশাপাশি ছোট কিছু ক...
10/05/2022

👉সি.পি.এ. (CPA) মার্কেটিং হল এমন এক ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং যার মাধ্যমে আপনি কোন পণ্য বিক্রি এর পাশাপাশি ছোট কিছু কাজ যেমন ইমেইল সাবমিট , জিপ কোড সাবমিট, ডাউনলোড ইত্যাদি কাজের মাধ্যমে ইনকাম করতে পারবেন।
👉 এজন্যই একে বলা হয়ে থাকে কস্ট পার অ্যাকশন তার মানে যে কোন অ্যাকশন ফুলফিল হলেই আপনি কমিশন পাবেন।

✍️মার্কেটপ্লেস কী?ফ্রিল্যান্স মার্কেটপ্লেস-এর মাধ্যমে অনলাইনে যাবতীয় কাজ করানো এবং করা যায়। এটি একপ্রকার বাজারের মতো ম...
09/05/2022

✍️মার্কেটপ্লেস কী?
ফ্রিল্যান্স মার্কেটপ্লেস-এর মাধ্যমে অনলাইনে যাবতীয় কাজ করানো এবং করা যায়। এটি একপ্রকার বাজারের মতো মিলনমেলা। যেখানে ক্লায়েন্টরা থাকবে ফ্রিল্যান্সার খুঁজতে, আর ফ্রিল্যান্সাররা থাকবে কাজ খুঁজতে। উভয় পক্ষের মিলনস্থল হলো এই মার্কেটপ্লেস।

👉মার্কেটপ্লেসগুলো কিছু কমিশন নিয়ে থাকে কাজ আদান-প্রদান সম্পন্ন হলে বা কাজের জন্য অর্ডার করতে গেলে। কারণ তারা মার্কেটিং থেকে শুরু করে তাদের নিজস্ব লোকবল দিয়ে সবার জন্য একটি মিলনমেলার তৈরি করে। এক্ষেত্রে ফ্রিল্যান্সার, মার্কেটপ্লেস ওনার, এবং ক্লায়েন্ট সবার উপকার হয়।

👉কত ধরণের ফ্রিল্যান্স মার্কেটপ্লেস রয়েছে?

প্রায় ৯০ এর অধিক ফ্রিল্যান্স মার্কেটপ্লেস রয়েছে
সারাবিশ্বে। এছাড়াও লোকাল অনেক রকম মার্কেটপ্লেস আছে যেগুলোর পরিচিতি খুব একটা নেই। মার্কেটপ্লেস জনপ্রিয় করতে হলে ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার উভয়ের সমন্বয় থাকতে হয়। একপক্ষ বেশি হয়ে গেলে মার্কেটে অস্থিতিশীলতা।
বাংলাদেশে অনেকে ধরণের ফ্রিল্যান্স ওয়েবসাইট ব্যবহার করে থাকেন। তার মধ্যে সবাই যে সাইটগুলো বেশি ব্যবহার করে সেগুলো হলো-
👉 Fiverr
👉 Upwork
👉 Freelancer.com
👉 PeoplePerHour,
👉 Guru.

❤️ Happy Freelancing Life❤️
Success❤️ Biz Family
Pioneer❤️ -Club ❤️

💢সোশ্যাল মিডিয়া মার্কেটিং (What is social media marketing)👉আমরা যদি সহজ ভাবে বলি তাহালে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM) ...
30/04/2022

💢সোশ্যাল মিডিয়া মার্কেটিং (What is social media marketing)
👉আমরা যদি সহজ ভাবে বলি তাহালে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM) হলো এমন একটি মাধ্যম বা টেকনিক, যে মাধ্যমে আলাদা আলাদা social media platform যেমন, Facebook, Twitter, YouTube, Instagram, LinkedIn সহ আরো অন্য অন্য প্লাটফর্ম গুলোতে সক্রিয়া থাকা মানুষদের লক্ষ্য করে ব্যবসা, সার্ভিস, প্রডাক্ট মার্কেটিং বা প্রচার করা হয়।

👉এই প্রক্রিয়ার মাধ্যমে ইন্টারনেটে থাকা সক্রিয় মানুষের টার্গেট করা হয়। এজন্য একে ডিজিটাল মার্কেটিং এর সেরা মাধ্যম হিসাবে ধলা হয়।

👉কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব?
Social media marketing এর নিয়ম বা করা অনেক সহজ। এখানে কেবল আপনাকে কিছু প্লাটফর্ম বেঁচে নিতে হবে, যেগুলোতে অনেক বেশি পরামানে মানুষরা এক্টিভ থাকে। যেমন- ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম।

👉এবার মার্কেটিং বা প্রচার করার আগে আপনাকে ব্রান্ড বা ব্যবসার জন্য একটি পেজ, গুরুপ তৈরি করতে হবে। এটা আপনি সম্পর্ন ফ্রিতে তৈরি করতে পারবেন। এবার page বা group তৈরি করার পরে আপনার লক্ষ্য থাকবে সেখানে প্রচুর পরিমানে লাইক (Like) বা ফলোয়ার্স (Followers) সংখ্যা বৃদ্ধি করা।

👉মনে রাখবেন, আপনার পেজে যত বেশি পরিমানে লাইক বা ফলোয়ার্স থাকবে ততো বেশি পরিমানে জনপ্রিয় অর্জন করবে। এবার নিজের পেজে ব্যবসার সাথে জড়িত পণ্য গুলো পেজে পাবলিশ করবেন। এতে পেজে থাকা ফলোয়ার্সরা আপনার পণ্য সম্পর্কে জানতে পারবে এবং ফ্রিতে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আপনার ব্রান্ড বা ব্যবসার মার্কেটিং হতে থাকবে।
Happy🧡 Freelancing Life❤️
Success🧡 Biz Family❤️
pioneer🧡 -Club.❤️

✍️সোজা ভাবে বললে, “WordPress” এমন একটি সহজ এবং জনপ্রিয় মাধ্যম যেটা ব্যবহার করে আপনি নিজের একটি ওয়েবসাইট (website) বা ব্ল...
28/04/2022

✍️সোজা ভাবে বললে, “WordPress” এমন একটি সহজ এবং জনপ্রিয় মাধ্যম যেটা ব্যবহার করে আপনি নিজের একটি ওয়েবসাইট (website) বা ব্লগ (blog) তৈরি করতে পারবেন।

✍️এই মাধ্যম কতটা জনপ্রিয় এবং সহজ, সেটা বোঝা যায় এর ব্যবহারকারীদের অধিক সংখ্যার ওপরে। ইন্টারনেটে থাকা কোটি কোটি সব ওয়েবসাইট গুলির ভেতরে ৩৪% থেকেও বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি।
✍️এখন, “WordPress মানে কি” এই ব্যাপারে যদি অল্প টেকনিক্যালি (technically) বলা হয়, তাহলে সেটাও বুঝে নেয়াটা অনেক সহজ
WordPress হলো সব থেকে বেশি পপুলার একটি open source Content Management System (CMS), যেটা জেকেও নিজের ওয়েব সার্ভারে (web server) ফ্রীতেই ইনস্টল করে, যেকোনো রকমের একটি ব্লগ বা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন।

✍️ওয়ার্ডপ্রেস বিশ্বের সব থেকে শক্তিশালী কিন্তু অনেক সহজ একটি ফ্রি অনলাইন ওয়েবসাইট তৈরি করার মাধ্যম যেটাকে PHP র দ্বারা লিখা হয়েছে।

বর্তমান সময়ে ওয়েব ডেভলপিং এবং গ্রাফিক্স ডিজাইন এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর চাহিদা হুহু করে বেড়ে চলছে। যে অগ্রযাত...
27/04/2022

বর্তমান সময়ে ওয়েব ডেভলপিং এবং গ্রাফিক্স ডিজাইন এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর চাহিদা হুহু করে বেড়ে চলছে। যে অগ্রযাত্রা থামবার নয়। ডিজিটাল মার্কেটিং একটি বিশাল বড় এরিয়া দখল করে আছে সারা ইন্টারনেট জুড়ে। এখন ছোট-বড় যে কোন কোম্পানি তাদের অনলাইনের উপস্থিতি নিশ্চিত করতে চায়।

অনলাইনে নিজস্ব ওয়েবসাইট তৈরি করার পর সেটিকে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়া সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলোর একটি। আর এই চ্যালেঞ্জিং কাজটির সমাধান দেয় ডিজিটাল মার্কেটিং৷

✍️কিওয়ার্ড রিসার্চ কি   👉Keyword Research হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ওয়েবসাইট কে Rank করানোর জন্য Keyword ...
25/04/2022

✍️কিওয়ার্ড রিসার্চ কি
👉Keyword Research হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ওয়েবসাইট কে Rank করানোর জন্য Keyword research এর কোনো বিকল্প নেই। এছাড়াও অন পেজ এসইও এর মূল কেন্দ্রবিন্দু হলো, কিওয়ার্ড রিসার্চ।

✍️কিন্তুু সমস্যা হলো যারা ব্লগিং সেক্টরে একেবারে নতুন, তারা “কিওয়ার্ড কি” এবং “কিভাবে কি ওয়ার্ড রিসার্চ করতে হয়”- এই বিষয় গুলো নিয়ে তেমন একটা মাথা ঘামায় না।

💢 অবাক হবেন যে, একটি ওয়েবসাইটের প্রাণ হলো এসইও। আর কিওয়ার্ড হলো এসইও এর ফুসফুস।

✍️মনে রাখবেন, আপনার ওয়েবসাইটে যতোই কন্টেন্ট পাবলিশ করেন না কেন। যদি আপনি সঠিকভাবে কি ওয়ার্ড রিসার্চ না করেন। তাহলে কন্টেন্ট পাবলিশ করার পরেও আশানুরূপ ফল পাবেন না।
✍️শুধু ওয়েবসাইট কে Rank করানোর জন্য Keyword Research শিখবেন, বিষয়টা এরকম নয়। বরং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিওয়ার্ড রিসার্চের Service প্রদান করেও প্রচুর পরিমানে ইনকাম করতে পারবেন।

Address

Madhabdi
Narsingdi
1604

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manika Rani Shil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manika Rani Shil:

Share