06/08/2025
                                            ওমান প্রবাসী বাহার উদ্দিন—হতবিহ্বল চেহারায় দাঁড়িয়ে আছেন, যেন নিজেই বুঝে উঠতে পারছেন না, এতো মৃত্যু কীভাবে বয়ে নিয়ে যাবেন!
আজ ভোরে, নোয়াখালীর এক খালে মাইক্রোবাস ডুবে যাওয়ার ঘটনায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে তিনি হারালেন তাঁর পুরো পরিবার—প্রিয় স্ত্রী, তিনটি কন্যাসন্তান, মা, বৃদ্ধা নানীসহ সাতজন আপনজন।
শুধু ভাগ্যের পরিহাসে বেঁচে গেছেন তিনি নিজে।
বিদেশে কয়েক বছর কাটিয়ে দেশে ফিরেছিলেন রাতে—পরিবারের সকল সদস্য ছুটে এসেছিলো তাঁকে রিসিভ করতে।
এয়ারপোর্টে অপেক্ষা করছিলো ভালোবাসা, আনন্দ, অনেক আয়োজন। কতো স্বপ্ন, কতো আশা! প্রিয়জনদের জড়িয়ে ধরার অপেক্ষায় ছিলো এক উচ্ছ্বসিত মুহূর্ত।
কিন্তু মাত্র এক মুহূর্তেই—সব শেষ!
মাইক্রোবাস চালকের এক ফোঁটা ঘুম পুরো পরিবারকে কেড়ে নিলো।
আর এখন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ভেজা প্যান্ট, শার্ট, মোজা—সেই আনন্দযাত্রার অবশিষ্ট স্মৃতি, যেন সাক্ষ্য দিচ্ছে—জীবন কতটা ভয়ংকর হতে পারে।
কখনো কখনো, জীবন সত্যিই হয়ে ওঠে নির্মম নিষ্ঠুরতায় ভরা এক অধ্যায়! 💔