24/08/2024
হে প্রজন্ম একবার হলেও দেখো, আমাদের সবার প্রীয় কোরআনের পাখি, জামাতে ইসলামির নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি কেমন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন ও আশা ব্যাত্বয় করেছিলেন।।
আজ তিনি নেই আমাদের মাঝে। কিন্তু একই স্বপ্নে লালন করে জামাতে ইসলামের চেইন অব কমান্ড।একমাত্র আল্লাহর রজ্জুকে আকড়ে ধরে আজো তারা নি:সার্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।। ইনশাআল্লাহ, ইসলামি আন্দোলনের পতাকা হাতে, বাংলাদেশের কোটি জনতা ধর্ম বর্ন নির্বিশেষে, নিরব সমর্থন নিয়ে দাঁড়িয়ে আছে। সময়ের অপেক্ষায়।।