20/07/2024
সোর্স√ Ks Kibria ❤️🩹
*ঢাকায় কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ চলছে, বিভিন্ন স্থানে সংঘর্ষ-গুলিবর্ষণ*
◾ দুপুর ১২টা পর্যন্ত কারফিউ চলার পর দুই ঘন্টার বিরতি — দুপুর ২টা থেকে আবার কারফিউ শুরু।
◾ কারফিউ উপেক্ষা করে রাজধানী ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, বাড্ডা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ব্যাপক বিক্ষোভ অব্যাহত আছে। কিছু জায়গায় আগের দিনগুলোর তুলনায় বিক্ষোভকারীদের সংখ্যা বেড়েছে।
◾মিরপুর-১০ এলাকায় পুলিশ ও বিজিবির সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ।
◾ উত্তরা ও গাবতলীতে বিক্ষোভকারীদের হাতে একাধিক পুলিশ সদস্য নিহত। উত্তরার একটি থানায় বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ এবং মোহাম্মদপুরে একটি থানা ঘেরাও।
◾ উত্তরায় সেনাবাহিনীর উপস্থিতিতে সাদাপোশাকধারী একদল অজ্ঞাতপরিচয় লোক বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ করলে অন্তত তিনজন নিহত।
◾ কয়েক হাজার বিক্ষোভকারীর নিয়ন্ত্রনে রামপুরা এলাকা। হেলিকপ্টারের টহল চলছে। বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ।
◾ রাজধানীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর চেকপোস্ট। সেনাসদস্যরা রাস্তায় সাধারণ মানুষের পরিচয়পত্র যাচাই করে দেখছেন এবং মাইকিং করে সবাইকে ঘরে অবস্থান করতে বলছেন। এখন পর্যন্ত রামপুরা ও শনির আখড়া ব্যতীত রাজধানীতে সেনাসদস্যদের মারমুখী/আক্রমণাত্মক অবস্থানে দেখা যায়নি।
◾ গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আটকের পর তাদের পরিবারের কয়েকজন সদস্যকেও “জিম্মি করে রাখা হয়েছে” বলে অভিযোগ করেছেন নাহিদ ও নুরের নিকটজন ও সহকর্মীরা।
ধানমণ্ডি মোহাম্মদপুরে মুল রাস্তায় বিক্ষোভকারীরা ঢোকার
চেষ্টা করছে। অলিগলিতে তারা সমবেত হয়েছে। অন্যান্য জায়গায় বিক্ষিপ্তভাবে মারাত্মক সংঘাত হচ্ছে। আজকে কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি তবে এখন মুলত ক্যাজুয়াল্টি হচ্ছে পুলিশের, বিক্ষোভকারীরাও মারা যাচ্ছে। বিজিবি অফ হয়ে গেছে। আর্মি কোথাও গুলি করছে না।
ঢাকায় রেজিস্টেন্সে ব্যাপকভাবে শ্রমজীবী মানুষ যুক্ত হয়েছে বিশেষ করে গার্মেন্টস শ্রমিকেরা।
লড়াই ছড়িয়ে গেছে সারাদেশে, এমনকি মফস্বল শহরগুলোতে।
অসংখ্য থানা ভস্মীভূত হয়েছে।
ঢাকায় অবস্থানরত কুটনীতিকরা শীত নিদ্রায় আছে। বাংলাদেশবাসী চায় পশ্চিমে আমরা চাপ প্রয়োগ করি যেন আন্তর্জাতিক সম্প্রদায় সরব হয় এই গনহত্যার বিরুদ্ধে।