Muhammad Raju53907

Muhammad Raju53907 Muhammad Raju53907

02/11/2024

ভা'র'তে ২২—২৫% মুসলমান, সরকারি চাকরি ১%-এর নিচে। বাংলাদেশে ৭—৮% হিন্দু, সরকারি চাকরি ৩৬%+ তবুও তারা নাকি বৈষম্যের শিকার সবার আইডি থেকে প্রচার করুন

28/07/2024

প্রবাসীরা যেভাবে বলতে শুরু করেছে রেমিটেন্স দেশে পাঠাবে না এক সময় এমন হবে দেশের সাধারণ জনগণ থেকে নিয়ে ব্যবসায়ী চাকরিজীবী এবং গার্মেন্টস কর্মীরা কৃষক শ্রমিক রিস্কা বা যে কোনো গাড়ি চালকরা মাঠে নিজে থেকেই বেরিয়ে আসবে এই সরকারের বিরুদ্ধে যখন নাকি প্লেটে খাবার থাকবে না তখন নিজ নিজ জায়গা থেকে তারা রাজপথে নেমে আসবে শুধু প্রবাসীদের একটাই কাজ রেমিটেন্স শাটডাউন করে রাখা আরো শিক্ষার্থীদের কাজ হল আন্দোলন চালিয়ে যাওয়া সেটা হোক বড় করে বা ছোট করে

21/07/2024

জামায়াত ও বিএনপির নাম দিয়ে ছাত্র ছাত্রীদের হয়রানি ও গ্রেফতার এবং আন্দোলন দমন করতে চাইতেছে এই ব্যাপারে সজাগ থাকুন সবাই

20/07/2024

Breaking
শনিবার অন্তত ২৫ জনের মৃ*ত্যু,সর্বমোট ১৩৮(সরকার)।
সমন্বয়করা বলছে ১৯০+।

20/07/2024



সোর্স√ Ks Kibria ❤️‍🩹


*ঢাকায় কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ চলছে, বিভিন্ন স্থানে সংঘর্ষ-গুলিবর্ষণ*

◾ দুপুর ১২টা পর্যন্ত কারফিউ চলার পর দুই ঘন্টার বিরতি — দুপুর ২টা থেকে আবার কারফিউ শুরু।

◾ কারফিউ উপেক্ষা করে রাজধানী ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, বাড্ডা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ব্যাপক বিক্ষোভ অব্যাহত আছে। কিছু জায়গায় আগের দিনগুলোর তুলনায় বিক্ষোভকারীদের সংখ্যা বেড়েছে।

◾মিরপুর-১০ এলাকায় পুলিশ ও বিজিবির সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ।

◾ উত্তরা ও গাবতলীতে বিক্ষোভকারীদের হাতে একাধিক পুলিশ সদস্য নিহত। উত্তরার একটি থানায় বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ এবং মোহাম্মদপুরে একটি থানা ঘেরাও।

◾ উত্তরায় সেনাবাহিনীর উপস্থিতিতে সাদাপোশাকধারী একদল অজ্ঞাতপরিচয় লোক বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ করলে অন্তত তিনজন নিহত।

◾ কয়েক হাজার বিক্ষোভকারীর নিয়ন্ত্রনে রামপুরা এলাকা। হেলিকপ্টারের টহল চলছে। বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ।

◾ রাজধানীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর চেকপোস্ট। সেনাসদস্যরা রাস্তায় সাধারণ মানুষের পরিচয়পত্র যাচাই করে দেখছেন এবং মাইকিং করে সবাইকে ঘরে অবস্থান করতে বলছেন। এখন পর্যন্ত রামপুরা ও শনির আখড়া ব্যতীত রাজধানীতে সেনাসদস্যদের মারমুখী/আক্রমণাত্মক অবস্থানে দেখা যায়নি।

◾ গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আটকের পর তাদের পরিবারের কয়েকজন সদস্যকেও “জিম্মি করে রাখা হয়েছে” বলে অভিযোগ করেছেন নাহিদ ও নুরের নিকটজন ও সহকর্মীরা।



ধানমণ্ডি মোহাম্মদপুরে মুল রাস্তায় বিক্ষোভকারীরা ঢোকার
চেষ্টা করছে। অলিগলিতে তারা সমবেত হয়েছে। অন্যান্য জায়গায় বিক্ষিপ্তভাবে মারাত্মক সংঘাত হচ্ছে। আজকে কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি তবে এখন মুলত ক্যাজুয়াল্টি হচ্ছে পুলিশের, বিক্ষোভকারীরাও মারা যাচ্ছে। বিজিবি অফ হয়ে গেছে। আর্মি কোথাও গুলি করছে না।

ঢাকায় রেজিস্টেন্সে ব্যাপকভাবে শ্রমজীবী মানুষ যুক্ত হয়েছে বিশেষ করে গার্মেন্টস শ্রমিকেরা।

লড়াই ছড়িয়ে গেছে সারাদেশে, এমনকি মফস্বল শহরগুলোতে।

অসংখ্য থানা ভস্মীভূত হয়েছে।

ঢাকায় অবস্থানরত কুটনীতিকরা শীত নিদ্রায় আছে। বাংলাদেশবাসী চায় পশ্চিমে আমরা চাপ প্রয়োগ করি যেন আন্তর্জাতিক সম্প্রদায় সরব হয় এই গনহত্যার বিরুদ্ধে।

20/07/2024
20/07/2024

শেখ মুজিবুর রহমানকে আটক করে যদি স্বাধীনতার চেতনাকে থামানো যায় তো তাহলে আজকে আমরা পাকিস্তানি থাকতাম

20/07/2024

শেখ মুজিবুর রহমানকে আটক করে যদি স্বাধীনতার চেতনাকে থামানো যায় তো তাহলে আজকে আমরা পাকিস্তানি থাকতাম মনে রাখবেন আমাদের একজন জিয়াউর রহমান ও ছিলো ঠিক তেমনি ভাবে নাহিদ ইসলাম ও নুরুল হক নুরকে আটক করে কোনো লাভ নেই আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীরা একেকজন শহীদ জিয়াউর রহমান কয়জনকে আটক করবে হে স্বৈরাচার বিজয় ইনশাআল্লাহ ছাত্র ছাত্রীদেই হবে ইনশাআল্লাহ

Address

Narsingdi
4055

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Raju53907 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Raju53907:

Share