শেষের অপেক্ষাシ

শেষের অপেক্ষাシ Sad and happy caption video��

আপনার চাওয়া প্রিয় মানুষটাকে, কেউ একজন না চেয়েই পেয়ে গেল🙂💔
07/12/2024

আপনার চাওয়া প্রিয় মানুষটাকে, কেউ একজন না চেয়েই পেয়ে গেল🙂💔

Mention,,, Mim😂
22/10/2024

Mention,,, Mim😂

23/09/2024

কষ্ট 😥😐

GF: কি করো...?BF : ট্রাফিক সামলাই। রাস্তায় নজর রাখি।GF: খবরদার নজর যেন কোন মেয়ের দিকে না যায়..!!🤣
09/08/2024

GF: কি করো...?
BF : ট্রাফিক সামলাই। রাস্তায় নজর রাখি।
GF: খবরদার নজর যেন কোন মেয়ের দিকে না যায়..!!
🤣

ভাই তো পুরা গনভবনই নিয়ে চলে আসছে 😂
05/08/2024

ভাই তো পুরা গনভবনই নিয়ে চলে আসছে 😂

আমার নরসিংদী ❤️🇧🇩
03/08/2024

আমার নরসিংদী ❤️🇧🇩

02/08/2024

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য "সর্বাত্মক অসহযোগ" আন্দোলনের ডাক দেওয়া হলো।

সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা যাচ্ছে।

সমন্বয়ক
রিফাত রশিদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

এখন শুধু এক দফা,এক দাবি🇧🇩
02/08/2024

এখন শুধু এক দফা,এক দাবি🇧🇩

সকাল আটটায় ক্লাস ছিলো। মুগ্ধ কাক ভেজা হয়ে আসছে ক্লাস করতে। এসে শুনে স্যার আসেনি। তারমানে ক্লাসটা ক্যান্সেল। বৃষ্টির কারণ...
24/07/2024

সকাল আটটায় ক্লাস ছিলো। মুগ্ধ কাক ভেজা হয়ে আসছে ক্লাস করতে। এসে শুনে স্যার আসেনি। তারমানে ক্লাসটা ক্যান্সেল। বৃষ্টির কারণে আসতে পারেন নি স্যার ঐদিন। আমরা খুব হাসাহাসি করতেছিলাম ঐদিন ওরে নিয়ে। ও নাকি ক্লাস করবেই!

যাইহোক, পরে দুজন মিলে বাইকে করে গেলাম খান জাহান আলী হলের ২২৯ নাম্বার রুমে। আমার একটা জার্সি দিলাম পড়তে আর ওর শার্টটা বারান্দায় মেলে দিলাম। গামছা দিলাম ভেজা চুলগুলো মুছতে। বলতেছে, "আরে এইসব লাগবে না!" পরে আমি ই জোর করে মুছে দিলাম ভেজা চুলগুলো। বারান্দায় ঐদিন মুগ্ধর যে শার্টটা আমি মেলে দিয়েছিলাম ঐ শার্টটা পরেই মুগ্ধর নিথর দেহটা আজ মাটিতে পরে আছে। গু*লি লাগার পর রক্তভেজা সেই শার্টটা দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে।

মুগ্ধ আমার ইউনিভার্সিটি লাইফের প্রথম বন্ধু একই সাথে প্রথম রুমমেট ছিল। তখন দুজন স্বপ্নপুরী আবাসিক এলাকায় থাকতাম। ২০১৯ সালের জানুয়ারি মাস। শীতকাল ছিলো তখন। আমাদের রুমের উপরে টিনশেড। সারারাত টিনে কুয়াশা জমে জমে ফোটায় ফোটায় বৃষ্টির মত পড়ে পড়ে ল্যাপ তোষক ভিজে যাইতো।

সকাল হইলে আর মুগ্ধর দেখা পাওয়া যেত না। সারাদিন এখানে ওখানে ঘুড়ে বেড়াবে। ইউনিভার্সিটিতে এমন কেউ নেই যে কি-না মুগ্ধর বন্ধু নয়। আড্ডা, ছোটাছুটি আর দূরন্তপানা নিয়ে এতই ব্যস্ত থাকতো ল্যাপ তোষকটা যে একটু রোদে দেয়া দরকার এইসব ভাবার সময় কোনোদিন ই মুগ্ধর হয়নি।

আমি ই দিতাম দুজনেরটা, রুমে নিতামও আমি। এসে যখন দেখতো এইসব, হেসে দিয়ে বলতো "আমাকে দিয়ে এইসব জীবনেও হবে না"। পরে অবশ্য দুজন মিলে পলিথিন বেধে দিছিলাম রুমে যেন পানি না পরে নিচে।

আন্টিকে ফোনে এইসব কথা বলতো। মুগ্ধর কাছ থেকে নাম্বার নিয়ে আমার সাথে প্রায়ই কথা বলতেন আন্টি। আন্টি অনেক স্নেহ করতেন আমাকে। কি সুন্দর করে বাবা ডেকে ডেকে কথা বলতেন। আমি যেন মুগ্ধকে দেখে রাখি এইসব বলতেন। যখন এইসব ওরে বলতাম "আন্টি আমাকে বলছে তোরে যেন দেখে রাখি"। এইসব শুনে হেসে গড়াগড়ি দিতো। বলতো ❝আমি এখন যথেষ্ট বড় হইছি রবিউল❞।

এভাবেই কেটে গিয়েছিল আমাদের ইউনিভার্সিটি লাইফ। কত শত স্মৃতি জমে আছে এখনো মনে। খুলনা ছেড়ে চলে যাওয়ার কিছুদিন আগেও গেলাম একসাথে জবদ হোটেলে খেতে। একসাথে ঘুরাঘুরি,আড্ডা, সিনিয়রদের সাথে রাতের মিটিং, খেলাধুলা, ট্যুরের সেই ৭ টা দিন আরও কত কি! এমন অসংখ্য স্মৃতি ভুলব কিভাবে মুগ্ধ?

হ্যাঁ, সত্যিই মুগ্ধ বড় হইছে। বড় হইছে বলেই সে পুরো ব্যাচটাকে আগলে রেখেছিলো। শুধু ব্যাচ নয় পুরো ইউনিভার্সিটিটাকেই। আর এখন তো পুরো ইউনিভার্সিটির সীমানা ছাড়িয়ে পুরো বাংলাদেশটাকেই আগলে রাখতে চেয়েছিলো।

খুলনা ইউনিভার্সিটির সব কাজে পাওয়া যেত ওকে। এমন কোনো প্রোগ্রাম নেই যেখানে মুগ্ধ দায়িত্ব নেয়নি। আর ঠিক এই কারনেই ক্যাম্পাসে মুগ্ধর জনপ্রিয়তা গগনচুম্বী। মুগ্ধর মুগ্ধতা ছড়িয়ে গিয়েছিলো ক্যাম্পাসের প্রতিটি ব্যাচমেট সিনিয়র জুনিয়রের হৃদয়ে। আর এখন তো সারা দেশজুড়ে। হয়তো একদিন মুগ্ধতা ছড়াতো দেশের গন্ডি পেরিয়ে বিদেশে। একটা বুলেটের গু*লিতে সব শেষ হয়ে গেলো। আমাদের মুগ্ধর মুগ্ধতা ছড়ানোকে নিশ্চিহ্ন করে দিলো।

But you are always in our hearts 💔

©Swbav Chowdhury

©️

17/07/2024

Proud of you brother💝

Address

Narsingdi

Alerts

Be the first to know and let us send you an email when শেষের অপেক্ষাシ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share