21/06/2025
বই- মুক্ত বাতাসের খোঁজে
◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍
∎ বইটি কী নিয়ে লেখা?
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
-কি লাভ ওপথে হেঁটে?যে পথে হাঁটতে গেলে জাহান্নামের পথটা আরও স্পষ্ট হয়ে ওঠে আর জান্নাতের পথটা আরও ঘোলাটে,আরও ঝাপসা থেকে ঝাপসাতর হয়ে যায়...নীল অন্ধকারে নিজের অস্তিত্ব, নিজের সুখ গুলো হাড়িয়ে যায় চিরকালের জন্য,
এসময় প্রয়োজন এমন একজন অভিভাবকের যে আপনাকে হাতটা ধরে নিয়ে আসবে নীল অন্ধকার হতে আলোতে,প্রাণভরে নিঃশ্বাস নিতে পারবেন মুক্ত বাতাসে,শান্তি পাবেন খুব,যা এতদিন পাননি। মনে হবে,,,,নাহ,এখনো দেরি হয়নি খুব বেশি,আরেকটু সামনে,আরেকটু সামনে হাটতে হবে,পথটা সহজ হবে না,কিন্তু অসম্ভব ও না... আমাকে পারতেই হবে,আমি পারব,ঈন শা আল্লাহ!
এমন ই এক নীল "দানব" নিয়ে বইটি, যা বর্তমান সমাজের আনাচে কানাচে গ্রাস করে নিচ্ছে হাজার হাজার প্রাণকে কিন্তু কেউ মুখফুটে কিছু বলতে পারছে না,সাহায্য চাইতে পারছে না, ইচ্ছে করছে মরে যেতে,কিন্তু সেই আর্তনাদ কেউ শুনছে না....
এই নীল দানবের নাম- ❝পর্ণোগ্রাফি ও হস্তমৈথুন❞
∎ কী কী পাবেন বইতে?
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
- পর্ণ ও অশ্লীলতার আসক্তি থেকে বাচার গাইডলাইন,অনুপ্রেরণা, উৎসাহ।
- যারা এ অন্ধকার পথে হেঁটে শেষ করে দিয়েছে নিজেদের জীবন তাদের কিছু সত্যিকারের গল্প ও হাহাকার।
- পর্ণ ও হস্তমৈথুন কেন ক্ষতিকর এর ইসলামিক ও বৈজ্ঞানিক দিক ও এর আলোকে ভরপুর স্ট্যাটিস্টিক্স।
∎ কাদের পড়তে সাজেস্ট করবো?
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
- নিজে এ দমবন্ধ জীবন থেকে বেরিয়ে আসতে অবশ্যই পড়বেন,পথ খুঁজে পাবেন ঈন শা আল্লাহ!
- আপনি আসক্ত না হলেও পড়বেন নিজের সঙ্গী, ভাই,বোন,সন্তানকে এ পথ থেকে বেড় করে আনতে,এ বইতে এই পথগুলো ও বলে দেয়া আছে।
∎ বেস্ট পার্ট কী?
▔▔▔▔▔▔▔▔▔
যারা এ অদৃশ্য মহামারী তে আক্রান্ত, যে রোগ আছে কিন্তু চিকিৎসা পাব কোথায় তা আমাদের জানা নেই,তাদের সব প্রশ্ন এবং হতাশার উত্তর স্পষ্ট করে দেবে,শিখে যাবেন অনেক টেকনিকও।
∎ কিছু সমালোচনা--
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
বইতে ভাইদের উদ্দেশ্য করে কথাগুলো বলা,আমার দেখা এমন অনেক বোনেরাও আছে যাদের জন্য কিছু বিশেষ নাসিহাহ-র প্রয়োজন ছিল।
∎ মন্তব্য
▔▔▔▔▔
বইটা কিনবেন,নিজে এ ব্যধিতে আক্রান্ত না হলেও কিনবেন,ডেস্কের এমন জায়গায় রাখবেন যাতে সবার চোখে পরে। হতে পারে আপনার ঘরেই এমন কেউ আছে যে অনেক প্রশ্নের উত্তর খুঁজছে আর দিনে দিনে ধুকে ধুকে মরছে,আপনি হয়তো জানেন না তার খবর। তার হাতে বইটা পরলে পাল্টে যাবে তার জীবনও, আল্লাহ চাইলে...