Sajib Popular

Sajib Popular ভোগে নয়,ত্যাগেই প্রকৃত সুখ।

19/06/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

03/05/2025

"হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল"
- আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট....!
"আলহামদুলিল্লাহ"

28/02/2024

আগামীকাল থেকে ২০২৪ সালের ১ম পর্বে এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু হবে ইনশাআল্লাহ।
ইস্যু: ২৯ ফেব্রুয়ারী :
০১,০৪,০৫,০৬,০৭,০৮ মার্চ ২০২৪
অতিরিক্ত ইস্যুঃ ১৯, ২০ মার্চ ২০২৪ ইং।
সকলের মনের আশা পুরনো হোক ;
সেই কামনা করি 🤲🥰।

Everyone

16/02/2024

জরুরি নোটিশ

ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ারি নির্ধারিত জব রোস্টারে অন্তর্ভুক্ত জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সম্পন্ন করা হবে। প্রার্থীর যোগ্যতা নিম্নরূপ:

১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ ফেব্রুয়ারি ১৯, ১৯৮৪ থেকে ফেব্রুয়ারি ১৮, ২০০৬ এর মধ্যে হতে হবে);
৪। পাসপোর্ট-এর মেয়াদ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। উৎপাদন, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৯। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে;
১০। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১৩। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৪। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

নিবন্ধনের পদ্ধতি
এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২ (তেতাল্লিশ হাজার বায়ান্ন) জন প্রার্থী নিম্নবর্ণিত দুই ধাপে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। সম্ভাব্য প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:
১। কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প-১৭৪৬০, মৎস্য-৭৭৬০ ও কনস্ট্রাকশন-৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪);
২। লটারি পদ্ধতিতে ১২,৪০০ (উৎপাদন শিল্প) জন।
৩। প্রার্থীর যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।
৪। কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। যথা শিঘ্রই এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ বোয়েসেল ওয়েবসাইট ও এ পেইজে প্রচার করা হবে।

সংশ্লিষ্ট সকলকে বহুল প্রচারের জন্য শেয়ার করার প

 #আসুন আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখে নেওয়া যাক: ১। চিত্র(১), যদি বিভাজিত, মাঝে মাঝে কাটা কাটা সাদা দাগ থাকে তাহলে বুঝ...
28/01/2024

#আসুন আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখে নেওয়া যাক:

১। চিত্র(১), যদি বিভাজিত, মাঝে মাঝে কাটা কাটা সাদা দাগ থাকে তাহলে বুঝবেন আপনি ওভারটেক করতে পারবেন।

২। চিত্র(২), যদি দাগ এক টানা হয়ে থাকে তাহলে বুঝবেন ওভার টেক করা ঝুঁকিপূর্ণ।

৩। চিত্র(৩), যদি দাগ ডাবল ভাবে দেওয়া থাকে তাহলে ভুলেও ওভারটেক করার চেষ্টা করবেন না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, বিপদজনক এবং আইনত দণ্ডনীয়।

15/12/2023

কোরিয়াতে ই-৯ কর্মীদের কোম্পানি পরিবর্তনের হার কমাতে আরও কঠোর হচ্ছে কোরীয় সরকার।
আগামী বছর সরকার একটি টিম তৈরি করবে যে টিম যাচাই বাচাই করে প্রত্যয়ন পত্র দিলেই কেবল রিলিজ হবে তার আগে নয়।

বর্তমানে মালিক পক্ষ রিলিজ পেপার জব সেন্টারে ফ্যাক্স করলেই রিলিজ হয়ে যায় সামনে ফ্যাক্স পাঠানোর পর অভিজ্ঞ টিম এটি তদন্ত সাপেক্ষে সত্য মিথ্যা যাচাই করে অনুমতি দিলেই কেবল রিলিজ হবে অন্যথায় নয়।

এতে করে মালিকেরও মনগড়া রিলিজ কমবে শ্রমিকদেরও ইচ্ছাকৃত রিলিজের হার কমতে পারে ধারণা করা হচ্ছে।

11/06/2023

আলহামদুলিল্লাহ

29/01/2023

Address

West Bangla

Telephone

+8801673789996

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajib Popular posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sajib Popular:

Share