BirdsEye - পাখির চোখ

BirdsEye - পাখির চোখ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BirdsEye - পাখির চোখ, Video Creator, RAIPURA POWROSHOVA, Narsingdi.
(1)

আমিতো কবি নয়রে
নয় সাহিত্যিক ,নয় যে কোনো ব্লগার।
আমি তোমাদেরই শিপন জামান
পেশায় দোকানদার।

দেশ পরিবার ছেড়ে আমি মালয়েশিয়াতে আছি
দূর প্রবাসে থেকেও আমি দেশকে ভালোবাসি। 🇧🇩💕

আমি দিন আনি দিন খাই
নিজের মতো চলি।
প্রবাসীদের কথা গুলো
ছন্দে ছন্দে বলি।🤗

আমাদের মেয়ে আজ আমাদের রেখে তার দাদুর বাড়িতে বেড়াতে চলে গেছে 😢সেই দুখে আমরাও চলে আসলাম মালয়েশিয়ার পেরাক জেলার এক "থাই কিচ...
21/10/2025

আমাদের মেয়ে আজ আমাদের রেখে তার দাদুর বাড়িতে বেড়াতে চলে গেছে 😢
সেই দুখে আমরাও চলে আসলাম মালয়েশিয়ার পেরাক জেলার এক "থাই কিচেনে " 😆🐠🐙

আলহামদুলিল্লাহ পরিবেশ আর খাবার সবই ভালো 🤗🤗
কাছাকাছি থাকলে আপনারাও আসতে পারেন...... 👌

অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বাংলাদেশের মাথা ও বুকে আঘাত করা হয়েছে যাতে সম্পুর্ণ বাংলাদেশটা ই ধংস হয়ে যায় 😴😴 #বাংলাদেশ
19/10/2025

অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বাংলাদেশের মাথা ও বুকে আঘাত করা হয়েছে যাতে সম্পুর্ণ বাংলাদেশটা ই ধংস হয়ে যায় 😴😴

#বাংলাদেশ

আর মাত্র ১০টা বলের জন্যে সেঞ্চুরি করতে পারলেন না বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান ** তৌহিদ আফ্রিদি **
18/10/2025

আর মাত্র ১০টা বলের জন্যে সেঞ্চুরি করতে পারলেন না বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান ** তৌহিদ আফ্রিদি **

16/10/2025

দিস call ইজ tiktok ব্রীজ 😆

Good Luck Bangladesh ⚽🇧🇩Good Luck হামজা চৌধুরী 💕 #হামজাচৌধুরী
09/10/2025

Good Luck Bangladesh ⚽🇧🇩
Good Luck হামজা চৌধুরী 💕
#হামজাচৌধুরী

প্রতারক হতে সাবধান।  প্রথমে বলে Cash on Delivery তবে বুকিং এর জন্যে ৫৫০ টাকা দিতে হবে অগ্রীম দিলামও। আজ ফোন দিয়ে বলে বাক...
07/10/2025

প্রতারক হতে সাবধান।
প্রথমে বলে Cash on Delivery তবে বুকিং এর জন্যে ৫৫০ টাকা দিতে হবে অগ্রীম দিলামও।
আজ ফোন দিয়ে বলে বাকি টাকা বিকাশ করে তাকে শেষ 6 সংখ্যা বলতে।
সাথে সাথে কল করলাম... বলে Cash on Delivery না chek On delivery আগে টাকা দিতে হবে 😢

মানে ৫৫০ দিয়েছি সাথে আরো ৫০০০ দিতে হবে জলে।

দুঃখ কিন্তু ৫৫০টাকা গেছে তার জন্য না..... দুঃখ বাড়িতে আম্মাকে কল করে বলেছিলাম আজকে স্পেশাল ইলিশ পাঠাবো 🙏🙏

অবশেষে যারা তাদের লোভনীয় ভিডিও দেখে আবেগ প্রবন হয়ে নিজের প্রিয়জনের জন্য মাছ অর্ডার করতে বেকুল হয়ে যান তারা একটু যেন সাবধান হয়ে চিন্তা ভাবনা করে নিজের কস্টের টাকা গুলোর সিদ্ধান্ত নিবেন 🙏🤗💕

https://www.facebook.com/share/1FZqzDQgyB/?mibextid=wwXIfr

Nahid's World-নাহিদ'স ওয়ার্ল্ড
#প্রতারনা

🎉 Facebook recognised me as a top rising creator this week!ভালোবাসা ও কৃতজ্ঞতা আমার সকল ফলোয়ার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি 🙏...
29/09/2025

🎉 Facebook recognised me as a top rising creator this week!

ভালোবাসা ও কৃতজ্ঞতা আমার সকল ফলোয়ার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি 🙏🙏💕

26/09/2025

মিজান মিয়ার দিন শেষ... কেকের পিছে বাংলাদেশ 🤣🤣 #বাংলাদেশ

25/09/2025

FOREST CITY JOHOR BAHRU | ফরেস্ট সিটি , জোহর বাহরু | কেন এত সুন্দর একটা শহর কে ভূতের শহর বলা হয় ?
#প্রবাসিমালায়শিয়া

মালয়েশিয়ার জোহর বাহরু উপকূলে, সিঙ্গাপুরের একেবারে কাছাকাছি এক অসাধারণ পরিকল্পনার শহর। একে বলা হয় “ভবিষ্যতের সবুজ স্মার্ট সিটি।” কিন্তু স্বপ্নের পেছনের গল্পটা অনেক বেশি জটিল। আজ আমরা জানব ফরেস্ট সিটি কী, কিভাবে এটি গড়ে উঠল, এবং এর বর্তমান অবস্থা।

ফরেস্ট সিটি হলো চীনা কোম্পানি কান্ট্রি গার্ডেনের বিশাল প্রকল্প। প্রায় ৩০ বর্গকিলোমিটার জুড়ে চারটি কৃত্রিম দ্বীপে তৈরি হচ্ছে এই শহর। আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব স্থাপত্য আর সবুজায়নের মাধ্যমে প্রকৃতি ও শহরকে একসাথে রাখার লক্ষ্য ছিল এ প্রকল্পের। এখানে থাকবে আবাসিক এলাকা, বাণিজ্যিক জোন, অফিস, হোটেল আর পর্যটন কেন্দ্র।

ফরেস্ট সিটি অবস্থিত ইস্কান্দার মালয়েশিয়া বিশেষ অর্থনৈতিক অঞ্চলে, সিঙ্গাপুরের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। ফলে এটি আন্তর্জাতিক ব্যবসা ও বাণিজ্যের জন্য বিশেষ আকর্ষণীয়। এখানকার “স্পেশাল ফাইনান্সিয়াল জোন” ঘোষণার ফলে বিনিয়োগকারীরা কর ছাড়সহ নানা সুবিধা পেতে পারেন।

প্রকল্পের শুরুতে লক্ষ্য ছিল কয়েক লক্ষ মানুষের বসবাস। ধনী বিদেশি ক্রেতাদের জন্য বিলাসবহুল ফ্ল্যাট ও সমুদ্রতীরবর্তী বাড়ি বিক্রি করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত পরিকল্পনার তুলনায় অল্প অংশই তৈরি হয়েছে। অনেক ভবন খালি, জনসংখ্যা খুবই কম, আর কেউ কেউ এটিকে “ঘোস্ট সিটি” বা ভূতুড়ে শহরও বলেন।
এছাড়াও ভূমি ভরাটের কারণে সাগরের পরিবেশ ও ম্যানগ্রোভ বন ক্ষতিগ্রস্ত হয়েছে—এ নিয়েও সমালোচনা রয়েছে।

বর্তমানে কয়েক হাজারের বেশি স্থায়ী বাসিন্দা নেই। অনেক দোকানপাটও বন্ধ বা খালি। তবে মালয়েশিয়া সরকার কর সুবিধা ও নতুন বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে প্রকল্পটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। ভবিষ্যতে এটি সত্যিকারের স্মার্ট সিটি হবে কিনা, তা সময়ই বলে দেবে।

ফরেস্ট সিটি মালয়েশিয়ার অন্যতম বড় আর সাহসী উদ্যোগ—যেখানে স্বপ্ন, অর্থনীতি, পরিবেশ ও আন্তর্জাতিক রাজনীতির মিশ্রণ রয়েছে। আগামী বছরগুলোই নির্ধারণ করবে, এটি কি সত্যি এক আধুনিক নগরী হবে, নাকি এক অপূর্ণ স্বপ্নের প্রতীক হয়ে থাকবে।

Ford or Toyota 🛻Performance......? Style.........? Comfortness.....? Resale value.....?
23/09/2025

Ford or Toyota 🛻

Performance......?
Style.........?
Comfortness.....?
Resale value.....?

Address

RAIPURA POWROSHOVA
Narsingdi
1630

Alerts

Be the first to know and let us send you an email when BirdsEye - পাখির চোখ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category