11/09/2025
বাবার ছু রি কা ঘা তে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের মৃ ত্যু...
পৃথিবীতে নাকি খারাপ বাবা একটাও হয় না!!
চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার হাতে মোহাম্মদ শাহেদ (২৪) খু-_'''''''''''-_ন হয়। বুধবার সন্ধ্যা সাতটার দিকে শাহেদের নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। তিনি চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
নি হ ত শাহেদের মা কামরুজ্জাহান বলেন, ‘দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে আমার সংসার ছিল। শাহেদের বাবা সৌদিপ্রবাসী। কিছুদিন আগে তিনি বাড়িতে এসেছেন। কারণ আমার ছোট মেয়ে সুমির বিয়ে ছিলো।
সে বিয়ের দিন একটা মহিলার সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় এবং বলে সে সিলেটে থাকে, সে তার বন্ধুর বউ।
১৫ বছর ধরে তিনি আমাদের মানসিক নির্যাতন করেছেন। গতকাল তিনি দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে এনেছেন। আসলে ওই মহিলা তার বন্ধু বউ না, ওই মহিলা ছিলো তার বউ।
এর জেরে আমাদের সঙ্গে ঝগড়া-বিবাদ চলছিল। বিকেল চারটায় আমরা মিরসরাই থানায় সাধারণ ডায়েরি করেছি। এরপর সন্ধ্যা সাতটার দিকে ছেলের সঙ্গে বাবার কথা-কা টা কা টির সময় এ ঘটনা ঘটে। এ সময় তাঁর (বাবা) হাতে থাকা ছুমরি দিয়ে আমার ছেলের বুকে সজোর আ ঘা ত করলে ঘটনাস্থলেই ছেলেটা লুটিয়ে পড়ে। কোন অপরাধে আমার ছেলেটাকে খু-_'""""""-_ ন করলো? এমন পা ষ ণ্ড বাবা কি পৃথিবীতে আছে, যে নিজ হাতে ছেলেকে খু ন করতে পারে? আমি আমার ছেলের হ ত্যা র বিচার চাই।’
বাবা নামটার সাথে কিছু ক্যারেক্টার যুক্ত হয়ে যায় নষ্ট দানবদের কারণে।
#বাবাছেলে