দ্বিতীয় সত্তা ツ

দ্বিতীয় সত্তা ツ এই আমি আসল আমি নই🎭
এই আমি কেবল আমার ভিতরের স্নায়ুযুদ্ধে হার না মানা "দ্বিতীয় স্বত্তা"👥 আমি বহুরূপী, আমি মিছে মায়া, আমি আপনাদের ভালোবাসায় সৃষ্ট দ্বিতীয় সত্তা।🙂
(2)

তোমরা আমাকে ভুলে গেলে কেনো.?
10/05/2025

তোমরা আমাকে ভুলে গেলে কেনো.?

10/05/2025

কিছু মানুষ আন্তরিকতা দেখায়,
সামাজিকতা রক্ষার জন্য অথচ মনের মধ্যে প্রতিহিংসার পাহাড়।🙂

10/05/2025

কি অবস্থা তোমাদের.?🤔

29/01/2025

খুব কাছের একজন মানুষ দেখাও 🥰

29/01/2025

জীবনে একটা নিজের মানুষ থাকা খুব দরকার, যার সাথে অন্য কারো যোগাযোগ থাকবেনা। অন্য কারো গল্পও তাকে স্পর্শ করতে পারেবেনা। মানুষটা থাকবে একান্তই নিজের!'🌸

29/01/2025

জীবনটারে এমন বানাও ক্যান?
জীবন যেমন হওয়ার কথা, যেমনে চলার কথা তেমনে চলতে দিলে কী খুব দোষ হয়?
একটা ছোট্ট পাখির জীবনরে খাঁচায় বন্দী করার অভিশাপ আর মাথায় নিও না।
একটা নদীর মতো বহতা জীবনরে আর বাঁকে বাঁকে বাঁধ দিও না।
জীবনটারে বইতে দাও -
জলের মতো ছলছলাইয়া।
ক্লান্ত হইলে আছড়াইয়া পড়তে দাও ঢেউয়ের মতো।
জীবনটারে উড়তে দাও ডানা মেইলা,
যেমনে ওরে ছোট্ট পাখি সবটা পিছুটান ছুঁইড়া ফালাইয়া।
জীবনটারে জীবনের মতো চলতে দাও, বইতে দাও, উড়তে দাও।

29/01/2025

আমি ভুল মানুষ ছাড়া কাউকে তেমন একটা বিশ্বাস করি না। 🙂

29/01/2025

প্রশ্ন করেন❓

29/01/2025

Send a message to learn more

18/01/2025

কারোর সাথেই আমার স্বার্থের সম্পর্ক নেই। অনেকের সাথে আমি নিজে থেকেই যোগাযোগ রাখিনি। আবার অনেকে আমার সাথেও রাখে না। এই রাখা, না রাখা নিয়ে ও কোন অভিযোগ নাই আমার। কারণ কারো সাথে চাওয়া-পাওয়ার স্বার্থ নাই।

বলতে পারেন এভাবে আমাদের অনেকের সাথে শেষ কথা, শেষ দেখা, শেষ পথচলা, শেষ যোগাযোগ হয়ে গেছে।

13/01/2025

এক শব্দে নিজেকে বর্ণনা করুন।😊

Address

Narsingdi
1613

Alerts

Be the first to know and let us send you an email when দ্বিতীয় সত্তা ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্বিতীয় সত্তা ツ:

Share