27/08/2022
রায়পুরায় বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগ ও পুলিশের বাঁধার অভিযোগ
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী সারাদেশে একযোগে কর্মসূচী হিসেবে রায়পুরায় উপজেলা ও পৌরসভা বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশ করতে আসলে পুলিশ ও আওয়ামীলীগ নেতাকর্মীরা এসে বাঁধা দিলে তা পন্ড হয়ে যায় বলে অভিযোগ করেছে দলের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দরা জানায়, খুন, গুম ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সহ ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার (২৬ আগষ্ট) জুম্মার নামাজের পর দলের নেতাকর্মীরা তাদের পূর্বঘোষিত সমাবেশস্থল শ্রীরামপুর গরু বাজার মাঠে সমাবেশ করার কথা থাকলেও সেখানে একই সময়ে ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ছাত্রলীগের প্রতিবাদ সভা থাকায় বিএনপির সমাবেশটি পৌর এলাকার জগির মোড়ে স্থানান্তর করা হয়।
নেতাকর্মীরা আরোও জানায়, সেখানে বিএনপি নেতৃবৃন্দরা সমাবেশ শুরু করতে গেলে প্রথমে প্রশাসনের লোকেরা বাঁধা দেয় এবং পরে ছাত্রলীগের কর্মীরা আসলে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল থেকে ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে রায়পুরার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে বিকালে রায়পুরা বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্তভাবে সমাবেশ পালন করে দলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীরা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সহ সরকার পরিবর্তনের ডাক দেন।
অপরদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুক্রবার রাতে উপজেলা বিএনপির পক্ষ থেকে পিরিজকান্দি এলাকায় সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতাকর্মীরা।
এর আগে দলীয় কর্মসূচীকে সফল করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা বিএনপি সভাপতি একে নেছার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধূরী, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, উপজেলা বিএনপি সাবেক সভাপতি এমএন জামান, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাদল, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আ: কুদ্দুস মিয়া, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহম্মদ চৌধূরী মানিক, নরসিংদী জেলা যুবদলের অন্যতম নেতা রায়পুরা পৌর জোট সভাপতি এস.এম রফিক, জেলা যুবদল সহ সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ সামু, পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সুহেল, সদস্য সচিব ইঞ্জিনিয়ার সুমন নেওয়াজ, মির্জাপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিন্টু সহ আরোও অনেকে।
#আওয়ামীলীগ
#বিএনপি
#পুলিশ
#বিক্ষোভ_মিছিল