Mohammad Riad

Mohammad Riad Hello, Assalamu Alaikum! Welcome everyone to my page. I write and compose songs, although I am not a professional. Hope you like it. thanks.

But I upload these videos with the help of animations with the help of story based on the meaning of the song.

20/01/2024

Chup mon by Mohammad Riad
Sing 20/01/2024
Write 17/01/2024

শুনে থাকলে কিরকম হয়েছে পারলে বইলেন🙄

14/01/2024

এখনো পরিপূর্ণ ভাবে গানটা গাইতে পারলাম না, লিরিক্স, সুর সব রেডি তবে একটা ভালো পরিবেশ পাচ্ছি না গানটা গাওয়ার জন্য। গানটা সম্ভবত আজ থেকে ২ বছর আগে লিখেছি। এই জানুয়ারী মাসেই, কোনো এক কুয়াশা ঘেরা ভোরে।
কোনো এক ব্যাস্তময় শহরে।
একাকী।
হৃদয়ের কাছে থাকা একটা গান এইটা।

চেহারা দেখাবার ইচ্ছে নেই।

09/01/2024

আপসোস শীতকাল বিলুপ্তপ্রায়। আর এইবার শীতকাল প্রায় শেষ। বসন্ত সন্নিকটে।
কয়েকদিন পরেই বলতে পারব - 'বসন্ত এসে গেছে'

কোনো এক গোধুলি বেলায় সাগর পাড়ে নিভৃতে বসে এই গানটি গাওয়ার অনুভূতি অসাধারণ। তার সাথে হঠাৎ হঠাৎ ঢেউ এসে পায়ে আছড়ে পড়বে।লেখ...
05/01/2024

কোনো এক গোধুলি বেলায় সাগর পাড়ে নিভৃতে বসে এই গানটি গাওয়ার অনুভূতি অসাধারণ। তার সাথে হঠাৎ হঠাৎ ঢেউ এসে পায়ে আছড়ে পড়বে।

লেখায় - মোহাম্মাদ রিয়াদ
নামকরণে আলসেমি রয়েছে। থাক না কিছু কথা বেনামী।

এ শীতল হাওয়া বয়ে যাওয়া
অনুভুতি শূন্যতার।
এযে ঢেউ খেলা, কাটে বেলা
শব্দেরা মুগ্ধতার।
এ গোধুলি বেলা হাজার পাখিদের মেলা।
মন চায় সাগরেতে ভাসিয়ে দিই ভেলা।
অনুভুতি আজ হৃদয়ে বিরাজ করে।
ফেলে রেখে কাজ, সাজিয়ে কোলাজ।

আমি দিন রাত বসে থাকি সাগরের তীরে নিভৃতে।
আজ উপমারা হেরে গেছে, তাই পারছিনা বোঝাতে।

দুহাতে সাদা বালি, রোদ্রের আলো ঢালি।
চিকচিক রাশি রাশি যেন আমি মুক্তোর চাষি।
যেন আকাশের ঐ দিকে
নেমে যায় সাগরের ঝর্ণা।
যেন অলৌকিকতা মেখে
তীরে ঢেউর অভ্যার্থনা।
যেন বালিদের তৃষ্ণা খুব,
তারা দুপুরের পোহায় ধুপ।
আর সাগরের জল আছরে পরে যায়,
দেখে লাগে খুব অপরুপ।

এই ভুলোমনা আর ভুলেছি সংসার। তবু
সাগরের পাড়, ছাড়িনি অধিকার।

আমি দিন রাত বসে থাকি সাগরের তীরে নিভৃতে।
আজ উপমারা হেরে গেছে, তাই পারছিনা বোঝাতে।

রাতে তারার মেলা, সাগরে ঢেউ খেলা,
আকাশে চাঁদের টিপ, লাগবে আলাদিনের প্রদিপ।
যেন সাগরের গভীরে
ডুবে দেখব নতুন পৃথিবী।
যেন মোহময় সাগরে
মুক্তো গুনে হব হিসেবি।
শুনব তিমিদের আর্তনাদ।
বকব অনর্থক প্রলাপ।
আর সাথে যদি থাকত সঙ্গীনি
হত মিষ্টি প্রেমের আলাপ

এই সপ্নের রাত, কি জানি অনুবাদ করে।
যদি উল্কাপাত করে সাগরে আঘাত।

তবু দিন রাত বসে থাকব আমি নিভৃতে।
আজ উপমারা হেরে গেছে তাই পারছিনা বোঝাতে।

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Riad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Riad:

Share

Category