01/10/2025
বিএনপির স্থায়ী কমিটির সদস্য #ড. #মঈন খান বলেন, বিএনপি সংখ্যা লঘু ও সংখ্যাগুরু এ কথায় বিশ্বাস রাখেনা।আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই বংলাদেশি। আমরা সবাই সমান। এই কথা মনে রেখে ভবিষ্যতে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দুর হবার পরে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পিরে আসবে।
#ড.আব্দুল মঈন খান।