10/03/2025
ডক্টর ইউনুস সরকার থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিএনপি:- যেমন খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়ার বিভিন্ন মামলা থেকে অব্যাহতি, মির্জা আব্বাস, বাবর সহ অনেক নেতার কারামুক্তি, সালাহউদ্দিন আহমেদের দেশ ফিরতি, চট্রগ্রামের মেয়র, বেশিরভাগ প্রসিকিউটর, সচিব অর্থাৎ আমলাদের প্রায় ৮০%ধরতে গেলে বিএনপির, তবুও শুরু থেকেই এই সরকারের সবচেয়ে বেশি বিরোধীতা করে আসছে বিএনপি। দেশে বিশৃঙ্খলা, লুটপাট চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দখলদারিত্ব নিয়ে বিএনপি ব্যস্ত।
পক্ষান্তরে, জামায়াতের নিবন্ধন, প্রতীক সবকিছু এখনও ঝুলে আছে, এমনকি এটিএম আজহারুল ইসালাম এখনও জেলখানায়। তবুও এই সরকারকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
যাইহোক! সবার উচিৎ বর্তমান সরকারকে সহযোগিতা করা। দেশের এই ক্রান্তিলগ্নে সবার একতা একান্ত কাম্য। ন্যায্য অধিকার চাই।✊