
07/07/2025
কখনো কখনো ইমার্জেন্সি মেসেজ চলে আসে আমরা তা টের ই পাই।
একজন অপরিচিত আপু ,গত শুক্রবার আমাকে ৫০০ টাকা সেন্ড করে । আমি পোস্ট ও দিয়েছিলাম,এই নাম্বারে কল দেওয়ার পর কল রিসিভ করে নি , আমার কাস্টমারেরা বিকাশ করেছে ,বাট তাদের সাথে লাস্ট ডিজিট মিলছে না আর এই ৫০০ টাকা অর্ডার কনফার্ম নেওয়ার পর ও বেশি হচ্ছিলো।
যাই হোক, শনিবার বাসায় মেহমান ও সারাদিন কারেন্ট ছিলো না।সব মিলিয়ে অনলাইনে ছিলাম না। রবিবার সন্ধ্যায় হুট করে ফোন হাতে নিয়ে দেখি এই মেসেজ।
বিশ্বাস করুন অনেক খারাপ লাগছিলো ,
এতো দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য আমার লজ্জা লাগছিলো।
একটা মানুষ কে আমি যদি ভুল করে টাকা পাঠিয়ে দিতাম ,, আমার ও এমন অস্বস্তিকর অবস্থায় পড়তে হতো ।
আমি আসলেই আন্তরিক ভাবে দুঃখিত যে এতো দেরিতে তার মেসেজ গুলো আমার চোখে পড়েছে ।হয়তো এর মধ্যে দুই দিন তিনি ভেবেছিলেন টাকা টা তিনি আর পাবেন না।
এজন্যই শত ব্যস্ততার মাঝেও ৫ মিনিটের জন্য হলেও আমাদের অনলাইনে চোখ বুলানো উচিত,, 🥹