The creations of Farzana

The creations of Farzana নান্দনিকতা ও সৃজনশীলতার সমাহার
(8)

কখনো কখনো ইমার্জেন্সি মেসেজ চলে আসে আমরা তা টের ই পাই।একজন অপরিচিত আপু ,গত শুক্রবার আমাকে ৫০০ টাকা সেন্ড করে । আমি পোস্ট...
07/07/2025

কখনো কখনো ইমার্জেন্সি মেসেজ চলে আসে আমরা তা টের ই পাই।
একজন অপরিচিত আপু ,গত শুক্রবার আমাকে ৫০০ টাকা সেন্ড করে । আমি পোস্ট ও দিয়েছিলাম,এই নাম্বারে কল দেওয়ার পর কল রিসিভ করে নি , আমার কাস্টমারেরা বিকাশ করেছে ,বাট তাদের সাথে লাস্ট ডিজিট মিলছে না আর এই ৫০০ টাকা অর্ডার কনফার্ম নেওয়ার পর ও বেশি হচ্ছিলো।
যাই হোক, শনিবার বাসায় মেহমান ও সারাদিন কারেন্ট ছিলো না।সব মিলিয়ে অনলাইনে ছিলাম না। রবিবার সন্ধ্যায় হুট করে ফোন হাতে নিয়ে দেখি এই মেসেজ।
বিশ্বাস করুন অনেক খারাপ লাগছিলো ,
এতো দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য আমার লজ্জা লাগছিলো।
একটা মানুষ কে আমি যদি ভুল করে টাকা পাঠিয়ে দিতাম ,, আমার ও এমন অস্বস্তিকর অবস্থায় পড়তে হতো ।
আমি আসলেই আন্তরিক ভাবে দুঃখিত যে এতো দেরিতে তার মেসেজ গুলো আমার চোখে পড়েছে ।হয়তো এর মধ্যে দুই দিন তিনি ভেবেছিলেন টাকা টা তিনি আর পাবেন না।

এজন্যই শত ব্যস্ততার মাঝেও ৫ মিনিটের জন্য হলেও আমাদের অনলাইনে চোখ বুলানো উচিত,, 🥹

06/07/2025

হেন্ড পেইন্ট শাড়ীর অর্ডার নেওয়া হবে জুলাই এর ১৫ তারিখ পর্যন্ত।এর পর কয়েক মাসের জন্য আবারো হেন্ডপেইন্ট শাড়ির অর্ডার নিতে পারবো না আপুরা 🥹

05/07/2025

গতকাল কে বা কারা বিকাশে টাকা পাঠিয়েছেন, লাস্ট ডিজিট বলে অর্ডার কনফার্ম করুন। অনেকেই অর্ডার পেন্ডিং রাখে ,তো এক্ষেত্রে বুঝার কোন উপায় নেই।

হাতে আঁকা হিজাব । আলহামদুলিল্লাহ গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত,🥰
03/07/2025

হাতে আঁকা হিজাব । আলহামদুলিল্লাহ গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত,🥰

✨স্টক আউট! আলহামদুলিল্লাহ✨আপনাদের ভালোবাসা ও চাহিদার জন্য কৃতজ্ঞ 💛চাহিদার উপর ভিত্তি করে আবারো স্টক করবো ইনশাআল্লাহ!📦 আগ...
02/07/2025

✨স্টক আউট! আলহামদুলিল্লাহ✨

আপনাদের ভালোবাসা ও চাহিদার জন্য কৃতজ্ঞ 💛
চাহিদার উপর ভিত্তি করে আবারো স্টক করবো ইনশাআল্লাহ!
📦 আগ্রহ থাকলে ইনবক্সে জানাবেন
🔔 আপডেট পেতে পেইজে চোখ রাখবেন।
ধন্যবাদ ❤️

বলেন তো কী তৈরি করতেছি 🥰ছবি গুলো রাতের তুলা তাই এমন ডিপ দেখাচ্ছে।
01/07/2025

বলেন তো কী তৈরি করতেছি 🥰
ছবি গুলো রাতের তুলা তাই এমন ডিপ দেখাচ্ছে।

29/06/2025

"ফজরের সিজদা, মানে দিনের সব ঝড়ের আগেই মাথা নত করে ফেলা।"
Start your day in sujood — before the world brings storms, surrender to peace.

এই প্রশ্ন টির উওর হলো .....নেট দুনিয়ায় কোন কনটেন্ট বা ভিডিও সামনে আসলে দেখবো???? নাকি দেখবো না !!!ফেসবুক স্ক্রলিং ওয়ার...
29/06/2025

এই প্রশ্ন টির উওর হলো .....
নেট দুনিয়ায় কোন কনটেন্ট বা ভিডিও সামনে আসলে দেখবো???? নাকি দেখবো না !!!

ফেসবুক স্ক্রলিং ওয়ার্ল্ডে মানুষ ১ সেকেন্ডেই সিদ্ধান্ত নেয় আপনার ভিডিও বা কনটেন্ট দেখবে , নাকি ধাক্কা দিয়ে সরিয়ে দিবে ।

যদি ভিডিওর শুরুতে কিছু eye-catching, dramatic না থাকে—অনেকেই আপনার কনটেন্ট স্কিপ করে দেয়।
সুতরাং ভিডিও এর প্রথম ১-৩ সেকেন্ড আরো Attractive করার চেষ্টা করতে হবে।

আমি ও ট্রাই করলাম অবশেষে।ভিডিও আপলোড দিবো ইনশাল্লাহ,
27/06/2025

আমি ও ট্রাই করলাম অবশেষে।
ভিডিও আপলোড দিবো ইনশাল্লাহ,

25/06/2025

আপনি যত মানিয়ে নিবেন, মানুষ তত আপনার উপর চাপিয়ে দিবে ।
তাই ,
অতিরিক্ত ভালোমানুষী দেখাতে গেলেই বিপদ।

Straight-forward এবং স্পষ্টবাদী হোন। কেউ আপনাকে Rude বলবে, কেউ আপনাকে Arrogant বলবে, কেউ বলবে বেয়াদব। বলুক!
মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু Rude, Arrogant,বেয়াদব হওয়া ভালো।
দুনিয়ার সব কিছুর সাথে আপোষ চলে, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে না।

আমার মতে ,
মানুষের কাছে ভালো হওয়ার চেয়ে নিজের কাছে ভালো থাকাটা অনেক বেশি দরকার।
নিজের আত্ম সম্মানটুকু বিসর্জন দিয়ে লোক দেখানো ভালো হওয়ার আদৌ কোন প্রয়োজন আছে কী ???

আপনার ভালোমানুষীর যোগ্য সবাই না। নরম মানুষকে সবাই পেয়ে বসে। যে যেমন ব্যবহারের যোগ্য তাকে তার প্রাপ্য বুঝিয়ে দিন, দিনশেষে আপনি ভালো থাকবেন।
.

"বুকের বাঁ পাশে জমে থাকা অনুভূতিগুলোই কখনও কখনও রঙ হয়ে ওঠে।হাতে আঁকা পাঞ্জাবি— The Creations of Farzana."
25/06/2025

"বুকের বাঁ পাশে জমে থাকা অনুভূতিগুলোই কখনও কখনও রঙ হয়ে ওঠে।
হাতে আঁকা পাঞ্জাবি— The Creations of Farzana."

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when The creations of Farzana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The creations of Farzana:

Share