19/06/2025
"গরীব ও অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব "
এই পৃথিবীতে আমরা সবাই সমান সুযোগ নিয়ে জন্মাই না ? কেউ কেউ প্রতিদিন তিন বেলা মাছ মাংস দিয়ে পেট ভরে খায় ? আবার কেউ দিন শেষেও এক মুঠো খেতে পায়না? তাদের মুখে হাসি ফোটানো জন্য বেশি কিছুর প্রয়োজন হয়না আমরা সবাই সবার যায়গা থেকে যদি সামান্য কিছু অর্থ তাদের কে দেই তাহলেই তারা খুশি? আপনার আমার সহযোগিতায় হতে পারে কারো জীবনের বেচেঁ থাকার আলো !