Homayun Kabir

Homayun Kabir একটি সুন্দর জীবন কাটাতে গেলে সবসময় বিখ্যাত হওয়ার দরকার নেই।

29/04/2025
14/04/2025

৫০টা ফ্রি AI টুল — আপনার কাজ করবে ১০ গুণ দ্রুত!
এগুলো জানলে আপনি সামনে এগিয়ে থাকবেন, না জানলে পিছিয়ে পড়বেন।
ডিজাইন, কনটেন্ট, ভিডিও এডিট, মার্কেটিং—সব কিছুই অটো!

(সেভ করে রাখুন, কাজে লাগবেই!)👍

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা দেওয়া হলো —

1. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
2. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
3. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
4. Copy. ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
5. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
6. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
7. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
8. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
9. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
10. Remove. bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
11. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
12. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
13. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
14. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
15. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
16. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
17. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
18. Cleanup. pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
19. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
20. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
21. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
22. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
23. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
24. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
25. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
26. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
27. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
28. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
29. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
30. Play. ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
31. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
32. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
33. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
34. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
35. Designs. ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
36. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
37. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
38. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
39. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
40. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
41. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
42. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
43. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
44. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
45. FormX. ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
46. Murf. ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
47. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
48. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
49. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
50. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

Note: একটা কথা মাথায় রাখবেন যে - No tools in this world is completely free. Either they take your data, time, attention, or money. In the list above, you will find free credits for every tools for every month. সুতরাং, ফ্রি ক্রেডিট অথবা ট্রায়াল ইউজ করেন। ভালো লাগলে প্রসিড...অথবা মুভ টু এনাদার টুল।

17/03/2025

হে আল্লাহ! আমি কিছুই নই, আমি তুচ্ছ, আমি নগণ্য!

আমি ধুলোর চেয়েও ক্ষুদ্র, আমি শূন্যের চেয়েও তুচ্ছ।
আপনার বিশাল সৃষ্টি, আকাশ-বাতাস, পাহাড়-সমুদ্রের মাঝে
আমি এক বিন্দুরও কম!
তবু আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে জীবন দিয়েছেন,
আমাকে আপনার রহমতের ছায়ায় রেখেছেন।
হে আল্লাহ! আমি তো এমন কিছুই করিনি যা আমাকে এই দয়া পাওয়ার যোগ্য করে,
তবু আপনি আমাকে ভালোবাসেন,
তবু আপনি আমাকে রিজিক দেন, নিশ্বাস দেন,
আমাকে ক্ষমা করার দুয়ার খোলা রাখেন!

হে আমার রব!
আমি কতবার আপনাকে ভুলে গেছি, আপনি আমাকে কখনো ভুলে যাননি।
আমি কতবার পাপ করেছি, আপনি আমাকে ধ্বংস করেননি।
আমি আপনার দেওয়া নেয়ামতগুলো নিয়ে গাফিলতি করেছি,
তবু আপনি আমার ওপর রহমত বর্ষণ করে গেছেন।
আমি আপনাকে ডাকা ভুলে যাই,
কিন্তু আপনি আমাকে কখনো ডাকতে ভুলেন না!
হে রব, আমি লজ্জিত!
আমি কত পাপ করেছি, কত ভুল করেছি,
কিন্তু এখনো আপনার দরজায় দাঁড়িয়ে আছি,
আপনার কাছে হাত পেতেছি,
আপনার সামনে কাঁদছি!

হে আল্লাহ! আমি নিকৃষ্ট, আমি অপরাধী!
আমি যে পাপ করেছি, তার শাস্তি দিলে আমি ধ্বংস হয়ে যেতাম।
আমি যে গাফিলতি করেছি, তার মূল্য দিলে আমি মাটির সঙ্গে মিশে যেতাম।
তবু আপনি আমার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন!
আপনি তো গাফুরুর রাহিম,
আপনি তো দয়াময়, করুণাময়, পরম মহান!
হে রব! আমি কীভাবে এই দরজা ছেড়ে যাই?
আমি কীভাবে আপনার রহমত ছাড়া বাঁচি?
আমি কীভাবে আপনার ভালোবাসা ছাড়া থাকি?

হে আমার রব!
আমি শুধু কাঁদতে চাই, শুধু বলতে চাই—
"আমার রব, আমি দোষী! আমি পাপী! আমাকে ক্ষমা করুন!"
"আমার রব, আমি অকৃতজ্ঞ! আমি ভুলে যাই! আমাকে হিদায়াত দিন!"
"আমার রব, আমি দুর্বল! আমি ভেঙে পড়ি! আমাকে শক্তি দিন!"
আমি আপনার গোলাম, আপনারই বান্দা,
আমাকে আপনি গ্রহণ করুন, আমাকে আপনি ছেড়ে দেবেন না!

হে আল্লাহ!
যদি আপনি আমাকে ছেড়ে দেন, তাহলে আমার আর কে আছে?
যদি আপনি আমাকে প্রত্যাখ্যান করেন, তাহলে আমি কোথায় যাব?
আপনার রহমত ছাড়া আমি নিঃস্ব,
আপনার দয়া ছাড়া আমি পথহারা,
আপনার ভালোবাসা ছাড়া আমি মূল্যহীন!

হে দয়ালু, হে ক্ষমাশীল!
আমি আজ আপনার সামনে কেঁদে পড়েছি,
আমি আজ আপনার সামনে লজ্জায় মাথা নত করেছি,
আমি আজ আপনার কাছে ফিরে আসতে চাই!
আমাকে গ্রহণ করুন, আমাকে ক্ষমা করুন,
আমাকে আপনার প্রেমে ডুবিয়ে দিন,
আমাকে এমন বানান যেন আমি কখনো আপনাকে ভুলে না যাই!

আমিন!

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:১। তানজানিয়া www.tanzania.go.tz২। কাতার www.moi.gov.qa/site/english৩। কুয়েত www.m...
27/02/2025

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:
১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান www.moitt.gov.pk/
৫। সৌদি আরব www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর: www.mom.gov.sg/
সিঙ্গাপুরের ভিসা চেক করতে: http://singapore.embassyhomepage.com/
১৮। গ্রীস www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা: www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান: www.irimlsa.ir/en
২২। গানা www.ghana.gov.gh/
২৩। থাইল্যান্ড: www.mfa.go.th
২৪। বাহরাইন: www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা: www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া: www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC www.dol.gov/
৪২। স্পেন: www.mtin.es/en
৪৩। ইউক্রেইন www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই: www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন: www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড: english.szw.nl/
৪৯। জামবিয়া: www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া: www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে www.dol.gov/
৫২। ফিলিফাইন: www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া: www.mohr.gov.my
৫৪। রাশিয়া: www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন: www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।UAE ভিসা চেক: http://united-arab-emirates.visahq.com/
৫৭।কানাডা : www.cic.gc.ca/english/index.asp
৫৮।ওমান : www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৫৯। ওমানের ভিসা : www.rop.gov.om/
৬০। Entry Permit চেক করার জন্য www.moi.gov.ae/
৬১। বাহরাইন www.markosweb.com/www/mol.gov.sa/
৬২। সৌদি আরব: www.saudiembassy.net/
৬৩। হাঙ্গেরী: www.huembwas.org/

The United Republic of Tanzania, Government Portal | Jamhuri ya Muungano wa Tanzania, Tovuti kuu ya Serikali

11/10/2024

টাইমলাইনে রেখে দিন..পরবর্তী যে কোন
সময়ে কাজে লাগবে...!!

কোন স্টেশনে নামলে, কোথায় যেতে পারবেন..
১) #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর মতিঝিল থেকে: ১০০ টাকা।
২) #উত্তরা_সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
৩) #উত্তরা_দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন, এয়ারপোর্ট, উত্তরা আজমপুর। উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
৪) #পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৮০ টাকা।
৫) #মিরপুর ১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস, এয়ারপোর্ট, মিরপুর ১১, মিল্কভিটা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৭০ টাকা।
৬) #মিরপুর_১০ (Mirpur 10): বর্তমানে বন্ধ আছে। তারপরও বলে রাখি, মিরপুর গোল চক্কর, সেনপাড়া, মিরপুর-১,২, চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
৭) #কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
৮) #শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, কচুক্ষেত, মাজার রোড, টেকনিক্যাল, গাবতলী, কল্যাণপুর এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।
৯) #আগারগাঁও (Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।
(১০) #বিজয়_সরণী (Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।
(১১) #ফার্মগেট (Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
(১২) #কাওরান_বাজার ( Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
(১৩) #শাহবাগ (Shahbagh) : শাহবাগ, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৪) #ঢাকা_বিশ্ববিদ্যালয় (Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৫) #বাংলাদেশ_সচিবালয় ( Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৬) #মতিঝিল ( Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।
বিঃদ্রঃ ২০০ টাকা বিনিময়ে কার্ড করলে, যাতায়াতে সবসময় ১০% ডিসকাউন্ট পাওয়া যায়।
উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন: সকাল ৭:১০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:০০ ঘটিকায়।
মতিঝিল থেকে প্রথম ট্রেন: সকাল ৭:৩০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:৪০ মিঃ।
প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে: ৩:৩০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:০০ মিঃ।
এবং মতিঝিল থেকে বিকাল ৩:৫০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:৪০ মিঃ।
প্রতি ৮/১০ মিনিট পরপর উত্তরা ও মতিঝিল থেকে মেট্রো রেল ছাড়ে।
..মেট্রোরেল!! 🏵️

25/06/2024

শেরপুর জেলার ৫ থানা নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী,ঝিনাইগাতী সহ প্রায় সবজায়গার সকল বাসের ফোন নাম্বার দেওয়া আছে ।
প্রয়োজন পড়তে পারে শেয়ার দিয়ে রাখতে পারেন ।
এখানে শেরপুর জেলার প্রায় সকল বাসের নম্বর দেয়া আছে।
★★★শেরপুর★★★
⭕সোনার বাংলা (ঢাকা-শেরপুর)
📳শেরপুর কাউন্টার:01771-550020
⭕সাদিকা-১ 1J (ঢাকা-শেরপুর-ঢাকা)🔷ঢাকা থেকে ছাড়ার সময় সকাল ৬.৩০টা
🔻নবীনগর থেকে ছাড়ার সময় দুপুর ১.৩৫ মি.(নবীনগর বাস টার্মিনাল)
📳সুপারভাইজার:০১৭১২১১৯১৮১J

⭕সাদিকা-২ 1J (ঢাকা-শেরপুর-ঢাকা)
🔷ঢাকা থেকে ছাড়ার সময় রাত:১১.৩০ মি.
🔻শেরপুর থেকে ছাড়ার সময় দুপুর:১.৩৫মি.(সোনার বাংলা কাউন্টার)
📳সুপারভাইজার:০১৭৩৬৯৯০১৬১

⭕শেরপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি 1J (শেরপুর-ঢাকা(স্টেডিয়াম মার্কেট)-শেরপুর)
🔷গাড়ী ছাড়ার সময়ঃ শেরপুর থেকে প্রতিরাত ১২ঃ৪৫ মিনিট
🔻ঢাকা স্টেডিয়াম থেকে প্রতিদিন দুপুর ১২ঃ০৫ মিনিট
📳যোগাযোগঃ ঢাকা কাউন্টারঃ ০১৩০০৮২৩৫১৫
📳শেরপুর কাউন্টারঃ ০১৩০০৮২৩৫১৬

⭕শেরপুর চেম্বার অব কমার্স-২ 1J (শেরপুর–ঢাকা–শেরপুর)
🔷গাড়ি ছাড়ার সময়:রাত ১২.৩০মিনিট।
📳শেরপুর বুকিং মোবাইল:০১৭৭৮৫৫৮৮৩৫
🔻ঢাকা বুকিং (গুলিস্তান স্টেডিয়াম মার্কেট)
🔷গাড়ি ছাড়ার সময়:দুপুর ২.০০মিনিট
📳সুপারভাইজার:০১৭৭৮৫৫৮৮৯০

⭕শেরপুর চেম্বার অব কমার্স-১ 1J (শেরপুর–ঢাকা–শেরপুর)
🔷শেরপুরর থেকে গাড়ি ছাড়ার সময়:সকাল ৫ টায়
📳শেরপুর বুকিং মোবাইল:০১৭১৬-৪৮৬৪৬৭
🔷ঢাকা বুকিং (গুলিস্তান স্টেডিয়াম মার্কেট)
🔻গাড়ি ছাড়ার সময়:দুপুর ৩.১৫ মিনিট
📳সুপারভাইজার:০১৭১৫-৮১৪৭২৫

⭕শেরপুর টেনিস ক্লাব 1J ডে-নাইট কোচ
🔷শেরপুর থেকে রাত ১২.৪৫ মিনিট এবং
🔻ঢাকা (বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট) থেকে দুপুর ১.০৫ মিনিট।
📳মোবাইলঃ কাউন্টার ০১৭৬১৭৯৭৯৭৭,
📳সুপারভাইজার ০১৭৭০৭৭৪৭৭৪

⭕এস এ ট্রাভেলস-2 1J (শেরপুর–ঢাকা–শেরপুর)
🔷গাড়ী ছাড়ার সময়: শেরপুর থানা মোড় থেকে সকাল ৬.৫ মি.
🔻ঢাকা(মহাখালী) থেকে দুপুর ১.৩৫ মি.
📳শেরপুর কাউন্টার:০১৭২৪৪৫৪৩৫৭
📳ঢাকা কাউন্টার ও সুপারভাইজার :০১৭২৪১৯১১১৮

⭕কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি (শেরপুর-ঢাকা-শেরপুর)
🔷শেরপুর নিউ মার্কেট থেকে প্রতিদিন সকাল ৫.৩০ মিনিট
🔻ঢাকা স্টেডিয়াম থেকে প্রতিদিন বিকাল ৩.৪৫ মিনিট
📳শেরপুর কাউন্টার(যমুনা মটর,নিউ মার্কেট ২য় গেইট):📳মোবাইল:০১৭৫৫-৪১৮১৪৩/০১৯১২-৫৬৭৫৩০
📳সুপারভাইজার:০১৭২৯-১৪২৮৩১

⭕এসি ডিলাক্স 1J (শেরপুর–ঢাকা–শেরপুর)
🔷গাড়ী ছাড়ার সময়:শেরপুর নিউ মার্কেট মোড় থেকে সকাল ৬:৩০ টায়,
🔻ঢাকা(মহাখালী) থেকে দুপুর ২.০০ মি.
📳শেরপুর কাউন্টার:০১৭২৯৫৯২২৯৪
📳ঢাকা কাউন্টার ও সুপারভাইজার :০১৭৩৪১৯০৬৬৫

⭕এসি সুপার ডিলাক্স 1J (শেরপুর–ঢাকা–শেরপুর)
🔷গাড়ী ছাড়ার সময়: শেরপুর নিউ মার্কেট মোড় থেকে রাত ১২.৩০ মি.
🔻ঢাকা(মহাখালী) থেকে দুপুর ১.১০ মি.
📳শেরপুর কাউন্টার:০১৭২৯৫৯২২৯৪
📳ঢাকা কাউন্টার ও সুপারভাইজার :০১৭৩৫৬২১৭৯৬

⭕শেরপুর জেলা ক্রীড়া সংস্থা(এসি) 1J (শেরপুর-ঢাকা-শেরপুর)
🔷শেরপুর টেনিস ক্লাব বাসের কাউন্টার থেকে প্রতিদিন
🔷সকাল ৫.2০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।।
🔻ঢাকা বঙ্গবন্ধু_স্টেডিয়াম এর ৪ নম্বর গেইট থেকে প্রতিদিন
🔻বিকেল ৩.৩০ মিনিটে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে।।
📳শেরপুর কাউন্টার -০১৭৬১-৭৯৭৯৭৭ // ০১৩১৩-৯৭০১২৮
📳ঢাকা কাউন্টার -০১৩১৩-৯৭০১২৯ (সুপারভাইজার)

⭕বিআরটিসি(এসি) (শেরপুর–ঢাকা)
📳সুপারভাইজার নাম্বার: 01758836943
🔷শেরপুর খড়মপুর মোড় থেকে ঢাকা-মতিঝিল এর উদ্দেশ্যে প্রতিদিন রাত 12:30 মিনিটে ছেড়ে যাবে ৷
🔻মতিঝিল(BRTC) বাস ডিপো থেকে প্রতিদিন বিকাল 3:30 মিনিটে শেরপুর এর উদ্দেশ্যে ছেড়ে আসবে ৷
📳শেরপুর টিকেট কাউন্টার: 01917175052, কনক পেপার হাউজ, খড়মপুর, শেরপুর৷

⭕বিআরটিসি (শেরপুর–ঢাকা>গাজীরখামার-শেরপুর-ঢাকা-মহাখালী ভায়া;
🔷সাতরাস্তা-কাওরান বাজার-ফার্মগেট-আসাদগেট-মোহাম্মদপুর-হাজারীবাগ-কামরাঙ্গীরচর)
🔻গাজীর খামার হতে রাত ৯ঃ৩০ মিনিট
📳ঢাকা হতে সকাল ৭ টা সুপারভাইজারঃ ০১৭৯১৩৬০৭১৪
🔻অগ্রীম টিকিট প্রাপ্তি স্থানঃ বাদশা মিয়ার চা দোকান
📳মোবাইলঃ ০১৭২৭০২৭৯১৫ শেখহাটি বাজার,শেরপুর সদর,শেরপুর

⭕এফ জেড লাইন (ঝিনাইগাতী-তিনানী-শেরপুর-ঢাকা)
📳শেরপুর কাউন্টার-01730-483170
📳সুপারভাইজার-01730-483171

⭕মুন রাজ-2 (শেরপুর-ঢাকা-শেরপুর)
🔷শেরপুর নিউ মার্কেট থেকে রাত ১২.৩০ মিনিট
🔻ঢাকা মহাখালী থেকে দুপুর ১২.২০ মিনিট/১টায়
📳শেরপুর কাউন্টার(যমুনা মটর,নিউ মার্কেট ২য় গেইট)📳মোবাইল:০১৭৫৫-৪১৮১৪৩/০১৯১২-৫৬৭৫৩০
📳সুপারভাইজার:০১৭৫৫-৪১৮১৪২

⭕সুপ্রিম নাইট/ডে কোচ 1J (শেরপুর-ঢাকা-শেরপুর)
🔷শেরপুর নিউমার্কেট থেকে গাড়ি ছাড়ার সময় রাত ১২টা
📳কাউন্টার:নিউমার্কেট চেম্বার কাউন্টার মোবাইল:০১৭১৬-৪৮৬৪৬৭
🔻ঢাকা স্টেডিয়াম থেকে গাড়ি ছাড়ার সময় সকাল ৮ টা
📳সুপারভাইজার:০১৭৭৫-৪১৩৫৪১

⭕মনিমুক্তা-1 (শেরপুর-ঢাকা-শেরপুর)
🔷শেরপুর নিউ মার্কেট থেকে ছাড়ার সময় সকাল ৪.৪০মিনিটে
🔻ঢাকা মহাখালী থেকে ছাড়ার সময় দুপুর ১২.১৫মিনিটে
📳শেরপুর কাউন্টার::০১৭২৫-৩৭১৮১৯
📳সুপারভাইজার নাম্বার:০১৯১৬-৫৯৫১৫১
📳অভিযোগে:০১৭১৬-৯২৬৪৯২/০১৯১৭-০৮০৯১৯

⭕মনি মুক্তা-২ (নন্নী-তিনানী-শেরপুর-গুলিস্তান ভায়া বাংলা মোটর ফার্মগেট শাহবাগ)
🔷নন্নী থেকে ঢাকার উদ্দেশ্যে রাত ১১:২০ মিনিট
🔻শেরপুর থেকে ঢ়াকার উদ্দেশ্যে রাত ১২:২০ মিনিট
🔻ঢাকা থেকে নন্নীর উদ্দেশ্যে সকাল ০৭:১৫ মিনিট
📳নন্নী বাজার কাউন্টার: ০১৭৯২৬১০০২৯
📳তিনানী কাইন্টার: ০১৮১৪৮৪১৬১৭
📳শেরপুর কাউন্টার: ০১৭২৫৩৭১৮১৯
⭕বিআরটিসি (ঢাকা-শেরপুর-ঢাকা ভায়া ময়মনসিংহ)
📳মোবাইলঃ কাউন্টার- ০১৯৮৭৮৮১৫৮০
📳সুপারভাইজার- ০১৭১৪০৬৯২৯৬,০১৭১৪০৬৯২৯৫
⭕বিআরটিসি(নন এসি) (মিরপুর-নালিতাবাড়ী-তিনানী-নন্নী)
📳নন্নী কাউন্টারঃ০১৯২৭-৩৭৮২৪৯
📳ঝুটপট্টি কাউন্টারঃ০১৬৭৭২৭৮৩২৭
📳সুপারভাইজারঃ০১৭১৪৩৪৪৮৬২
📳অভিযোগঃ০১৭৭২১১১৭৩০

⭕প্রতিনিধি 1J (শেরপুর-চট্টগ্রাম-শেরপুর নাইট কোচ ভায়া কুমিল্লা,ফেনী)
🔷শেরপুর থেকে ছাড়ে রাত ৭.৩০মিনিট
🔻চট্টগ্রাম থেকে ছেড়ে আসে রাত ৭.৩০মিনিট
📳শেরপুর কাউন্টারঃ ০১৭২৬-৫৬৪৭৭১
📳নকলা কাউন্টারঃ০১৭১৯-০৭৩৭৮২
📳ফুলপুর কাউন্টারঃ০১৭২৪-৪৫৩২৬৯
📳ঝিনাইগাতী কাউন্টারঃ০১৭১১-৩৩৩৯১৩
🔻চট্টগ্রাম থেকেঃ
📳বায়োজিত কাউন্টারঃ০১৭১২-২১৬৬০৭
📳বিআরটিসি কাউন্টারঃ০১৭১২-০৮৭১১৪/০১৩৬২২৩৪৭
📳অলংকারমোড় কাউন্টারঃ০১৯৪৫-৪৩৭৮৩৭
📳সুপারভাইজারঃ০১৭১৪-৮২২৪৭৩/০১৭৫৫-৫৬৪৪৭৭

⭕শামীম এন্টারপ্রাইজ প্রা: লি: (SEPL) ISUZU MT (শেরপুর-কক্সবাজার)
🔷শেরপুর থেকে সন্ধ্যা ৬:০০টায় এবং
🔻কক্সবাজার থেকে বিকাল ৩:৩০মিঃ
🔷ভাড়াঃ ১১০০ টাকা
📳শেরপুর কাউন্টার ০১৮৬১-৬৫৯৩৪৭
📳কক্সবাজার কাউন্টার ০১৭০১-৬৫৫০৭৪

⭕প্রতিনিধি 1J এসি কোচ (শেরপুর-জামালপুর-চট্টগ্রাম-কক্সবাজার)🔷সময়সূচী:শেরপুর কাউন্টার থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিকেল ৫:৩০ মিনিট🔷জামালপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ মিনিট [যাওয়া]🔻চট্টগ্রাম থেকে শেরপুরের উদ্দেশ্যে রাত ৯:০০ মিনিট🔻কক্সবাজার থেকে শেরপুরের উদ্দেশ্যে বিকেল ৪:৩০ মিনিট📳যোগাযোগ :শেরপুর -০১৭২৬-৫৬৪৭৭১📳জামালপুর -০১৯৭২-৯৪০৩৮০📳সুপারভাইজর -০১৭৮৭-৬৫৫১০৬||০১৭৮৭-৬৫৫১০৭

⭕জনতা মিতালী (শেরপুর-চট্টগ্রাম-শেরপুর ভায়া কুমিল্লা,ফেনী)
🔷শেরপুর পোষ্ট অফিসের সামনে থেকে প্রতিদিন সন্ধ্যা ৭ টায়
🔻চট্টগ্রাম থেকে প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে
📳সুপারভাইজরঃ০১৭৬৭-৬২১৪৪৮/০১৮৩৭-৭১৬৮১৪

⭕শামীম এন্টারপ্রাইজ প্রা: লি: 1J (শেরপুর-চট্টগ্রাম-শেরপুর)
🔷শেরপুর পোষ্ট অফিসের সামনে থেকে প্রতিদিন সন্ধ্যা ৭ টায়
🔻চট্টগ্রাম থেকে প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে
📳শেরপুর কাউন্টার-01861-659347, 01971-659347
📳চট্টগ্রাম কাউন্টার-01954-005162

⭕আয়েশা পরিবহন 1J (বকশীগঞ্জ-চট্টগ্রাম ভায়া(শেরপুর)
📳শেরপুর কাউন্টার : 01311800287,
📳চট্টগ্রাম কাউন্টার : 01918214809
📳সুপারভাইজার : 01311800280,01311800281
🔷বকশীগঞ্জ থেকে বিকাল ৫.৩০,
🔻শেরপুর থেকে সন্ধ্যা ৬.৪৫ এ এবং
🔻চট্রগ্রাম অলংকার মোড় থেকে সন্ধ্যা ৬.৩০

⭕জালালাবাদ পরিবহন (শেরপুর-সিলেট-শেরপুর)🔷শেরপুর জালালাবাদ কাউন্টার থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিট
🔻সিলেট কদমতলী কাউন্টার থেকে রাত ৮:৩০ মিনিট
📳শেরপুর কাউন্টার:01779633340📳নকলা কাউন্টার:01719073782📳ফুলপুর কাউন্টার:01710288685📳সিলেট কাউন্টার:01718538037📳অভিযোগ ও পরামর্শ:01748990488

⭕প্রাইম পরিবহন নাইট কোচ সার্ভিস 1J (বকশীগঞ্জ-শেরপুর-সিলেট)🔷গাড়ী ছাড়ার স্থান ও সময় : গাড়ী ছাড়ার স্থান ও সময় : 🔷শ্রীবরদী বটতলা সন্ধ্যা ৬.৩০ মিনিট📳০১৭১২-৪০০২২০🔷শেরপুর থানা মোড় সন্ধ্যা ৭.৩০ মিনিট📳০১৭৩৪-৬৮২৮৯৪
🔻সিলেট কদমতলী বাস টার্মিনাল, যমুনা মার্কেট রাত ৯.০০ 📳০১৭৩৪-৬৮২৮৯৭ 🔻মৌলভীবাজার কাউন্টার📳০১৭৫১-৯৩৮৩২০🔻শ্রীমঙ্গল কাউন্টার📳০১৭৫৩-৭৬৮৮৮৮🔻শায়েস্তাগঞ্জ কাউন্টার📳০১৭২৭-০১০৯৩৫
⭕বিআরটিসি এসি বাস নাইট কোচ(বকশীগঞ্জ-শেরপুর-সিলেট) 🔷ভায়া নান্দাইল, কিশোরগঞ্জ,ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ,তারাকান্দা,ফুলপুর,নালিতাবাড়ি,নকলা,শেরপুর,শ্রীবর্দী।🔷ছাড়ার সময়ঃ 🔷বকশিগঞ্জ থেকে সন্ধ্যা ৬ টা সিলেট থেকে সন্ধ্যা ৭ টা 📳যোগাযোগঃ বকশিগঞ্জ টিকিট বুকিংঃ 01842761706 📳শেরপুর টিকিট বুকিংঃ 01987881580

⭕এস কে জননী (শেরপুর-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ)
🔷শেরপুর থেকে সকাল ৯ টা🔷রাজশাহী থেকে সকাল ৯ টা
📳সুপারভাইজার:01777966982,01777966983

⭕সিমান্ত এক্সপ্রেস (শেরপুর-জামালপুর-বগুড়া-রংপুর)
📳শেরপুর কাউন্টার-01726-564771
📳রংপুর কাউন্টার-01734-624901
📳সুপারভাইজার-01734-624901

⭕সিমান্ত এক্সপ্রেস (বগুড়া-জামালপুর-শেরপুর)
📳শেরপুর কাউন্টার-01726-564771
📳বগুড়া কাউন্টার-01734-370390
📳সুপারভাইজার-01744-298272
⭕হিমেল সিমান্ত (এসি) 1J (শেরপুর-জামালপুর-যশোর-খুলনা-বেনাপোল)
🔷শেরপুর প্রতিনিধি কাউন্টার থেকে প্রতি রাত ৯.৩০ মিনিটে
🔷জামালপুর বাইপাস কাউন্টার থেকে প্রতি রাত ১০টায়
🔻বেনাপোল ৫নং গেইট কাউন্টার থেকে প্রতি রাত ৭টায়
🔻যশোর মনিহার কাউন্টার থেকে প্রতি রাত ৯টায় ছেড়ে যাবে
⭕শেরপুর থেকে বেনাপোল এর ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা
🔷রুট :শেরপুর-জামালপুর-মধুপুর-সিরাজগঞ্জ রোড-কুষ্টিয়া-ঝিনাইদহ-যশোর-বেনাপোল
📳সুপারভাইজার নাম্বার :০১৭৩০৭৫৩২৮০ ও ০১৭৩০৭৫৩২৮১
📳শেরপুর কাউন্টার :০১৭২৯৫৯২২৯৪
📳জামালপুর কাউন্টার :০১৭১১১৫৯৭৯২
📳বেনাপোল কাউন্টার :০১৭৬০৪৪৬৬৩৩
📳যশোর কাউন্টার :০১৭৮১৯৮৯৮৭২
⭕হিমেল সিমান্ত (শেরপুর-জামালপুর-যশোর-খুলনা)
📳শেরপুর কাউন্টার-০১৭২৯-৫৯২২৯৪
📳জামালপুর কাউন্টার-০১৭১১-১৫৯৭৯১-২
📳খুলনা কাউন্টারঃ০১৯১১-৪৬৭৪১৬
📳যশোর(নিউ মার্কেট) কাউন্টার-০১৭১২-৭৮৭২৭৭
📳সুপারভাইজার-01760-446661-2
⭕হিমেল সিমান্ত (শেরপুর-জামালপুর-যশোর-খুলনা)
🔷শেরপুর নিউ মার্কেট এসি সুপার কাউন্টার থেকে প্রতিদিন সকাল ৭.৩০ মিনিটে
📳শেরপুর কাউন্টার নাম্বারঃ ০১৭২৯-৫৯২২৯৪
🔻জামালপুর বাইপাস হিমেল সিমান্ত কাউন্টার থেকে সকাল ৮ টায়
📳জামালপুর কাউন্টার নাম্বারঃ০১৯৭২-৯৪০৩৮০, ০১৭১১-১৫৯৭৯১
🔻খুলনা রুপসা ঘাট কাউন্টার থেকে প্রতিদিন সকাল ৭.৩০ মিনিটে
📳খুলনা কাউন্টারঃ০১৯১১-৪৬৭৪১৬
🔻যশোর মনিহার কাউন্টার থেকে সকাল ৯.৩০ মিনিটে
📳যশোর কাউন্টারঃ০১৯৭১-৯৮৯৮৭২, ০১৭৮১-৯৮৯৮৭২
📳গাড়ীর সুপারভাইজারঃ ০১৭৪২-০৩৮৫৯৩ (১ম গাড়ী),০১৭৪২-০৩৮৫৯৪ (২য় গাড়ী)
⭕এম ডি সুপার (শেরপুর-আশুলিয়া-শেরপুর)
🔷অস্টমীতলা থেকে ছাড়ার সময় প্রতিদিন সকাল: 10:00 মি
🔻আশুলিয়া থেকে প্রতিদিন রাত : 10:00 মি
📳সুপারভাইজার: 01732317062
🔻অষ্টমীতলা কাউন্টার: দুলাল মেডিকেল হল ৷
📳মোবাইল: 01710012244
⭕এম ডি সুপার (ডে-নাইট কোচ সার্ভিস)🔷(শেরপুর-জামালপুর-টাঙ্গাইল-কালিয়াকৈর-চানধরা-বাইপাইল-সাভার(স্মৃতিসৌধ)-জাবি(কাঠগড়া)-আশুলিয়া-🔷ঢাকা)
🔷শেরপুর থেকে ছাড়ার সময়: শেরপুর অষ্টমীতলা বাস টার্মিনাল থেকে প্রতিদিন রাত11:30 মিনিট
🔷ঢাকা আশুলিয়া থেকে সকাল 6 টা
🔻বাইপাইল থেকে সকাল 6:30 মিনিট
📳সুপারভাইজার: 01306343410
📳অষ্টমীতলা টিকিট কাউন্টার দুলাল মেডিকেল হল-01710012244🔻রকেট শেরপুর টু নারায়ণগঞ্জ শেরপুর এসিডিলাক্স কাউন্টার থেকে প্রতি রাত ১১.৩০মিনিট 🔻নারায়ণগঞ্জ জালকুড়ি কাউন্টার থেকে প্রতি রাত ৯.৩০মিনিটে📳যোগাযোগের নাম্বার :০১৭৭০৬২৩৬৮৬,০১৭৭০৬২৩৬৮৭
⭕নিউ এস বি সুপার ডিলাক্স হিনো ১জে স্লিপিং চেয়ার কোচ সার্ভিস 🔷শেরপুর থেকে জামালপুর মধুপুর হয়ে সিরাজগঞ্জ-কুষ্টিয়া-ঝিনাইদহ-যশোর-খুলনা নিয়মিত চলাচল করছে। 🔷শেরপুর থেকে সন্ধ্যা ৭ টা খুলনা থেকে সন্ধ্যা ৭ টা। 📳শেরপুর কাউন্টারঃ ০১৭০১৩২০৫২০
⭕সীমান্ত পরিবহন🔷শেরপুর-ময়মনসিংহ-ঢাকা-সিরাজদিখান-ইছাপুরা-তালতলা📳কনট্যাক্ট নাম্বার - ০১৯০৮-০৪৭৩০২
⭕নোয়াখালী এক্সপ্রেস (শেরপুর-কুমিল্লা-নোয়াখালী) 🔷গাড়ি ছাড়ার সময় সন্ধ্যা ৭ঃ০০ মিনিট 📳যোগাযোগঃ 01833682685, 01760447152
★★★নালিতাবাড়ী★★★

⭕শেরপুর ট্রাভেলস-এম.ডি সুপার 🔷(ঢাকা-আশুলিয়া-নালিতাবাড়ী-(নয়াবিল-চারালী)-শেরপুর ভায়া-মধুপুর-জামালপুর-শেরপুর)
🔷শেরপুর ট্রাভেলস অস্টমীতলা থেকে ছাড়ার সময় প্রতিদিন বিকাল: 4:00 মি
🔻বাইপাইল থেকে প্রতিদিন সকাল: 8:30 মি
📳সুপারভাইজার: 01730891913
⭕শামীম এন্টারপ্রাইজ (চেয়ারকোচ সার্ভিস) 🔷(নন্নী-তিনানী-পাচঁগাও-চেন্নাখালী-নালিতাবাড়ী-মিরপুর১০(জুটপট্টি))
🔷প্রতিদিন রাত ১১টায় মিরপুর১০(জুটপট্টি)থেকে ছাড়ে
🔻প্রতিদিন সকাল ১০টায় নন্নী,নালিতাবাড়ী থেকে ছাড়ে
📳অগ্রিম টিকেটের জন্য যোগাযোগ:০১৭১৬-২৬০২২২
⭕হাজী (নন্নি>তিনানী>নালিতাবাড়ী>নকলা>ঢাকা)
🔷নন্নি থেকে গাড়িটি ছাড়ে রাত ১১টায়
📳নন্নী কাউন্টার:০১৯২৭৩৭৮২৪৯
🔻মহাখালী থেকে গাড়ীটি ছাড়ে সকাল ১১টায়
📳সুপারভাইজার:০১৭১৫২১৬১৫২
⭕হাজী 1J (ঢাকা-নালীতাবাড়ি-ঢাকা)
🔷নালিতাবাড়ী বাস টামিনাল থেকে ছাড়ে দুপুর ১২.২৫ মি.
🔻মহাখালী থেকে গাড়ীটি ছাড়ে ভোর ৬টায়
📳অগ্রিম টিকেটের জন্য যোগাযোগ:০১৭২০২১৬৮০৭
⭕ভূইয়া পরিবহন 1J (ঢাকা-নালীতাবাড়ি-ঢাকা)
🔷ঢাকা থেকে ছাড়ার সময় সকাল ৬টা২৫ মিনিট এবং
🔻নালীতাবাড়ী থেকে ছাড়ার সময় দুপুর ১২.৫০ মিনিট
📳মোবাইল: 01790265300
⭕সাহা ট্রাভেলস (নালিতাবাড়ী-ঢাকা-নালিতাবাড়ী)
🔷নালিতাবাড়ী থেকে সকাল ৭.৪৫ মিনিট (ফিক্সড টাইম)
🔻ঢাকা থেকে ছাড়ে বিকাল ৩.০০ মিনিট।
📳সুপারভাইজার নাম্বারঃ01719717780
⭕বাবুল (ঢাকা-নালীতাবাড়ি-ঢাকা)
🔷নালিতাবাড়ী থেকে বিকাল ৪ টায়
🔻ঢাকা থেকে সকাল ১০ টায়।
📳যোগাযোগ:০১৭৯৪-৩৯৪৯৭৮
⭕আশিক (ঢাকা-নালীতাবাড়ি-ঢাকা)
🔷ঢাকা থেকে ছাড়ার সময় সকাল ৬.৫০ মিনিট এবং
🔻নালীতাবাড়ি থেকে ছাড়ার সময় দুপুর ১.১৫ মিনিট
📳সুপারভাইজার: 01796296823
⭕হাওলাদার ট্রাভেলস (নন্নী>তিনানী(ট্যাংরাখালি মোড়)>নালিতাবাড়ী-নকলা> ঢাকা(মহাখালী)
🔷সময়ঃ নন্নী থেকে ভোর 4:40 । মহাখালী থেকে দুপুর ১২:০০ মিনিট।
📳টিকিট: 01927378249 (আতিক)
🔻বিকাশে টাকা পাঠিয়ে অগ্রীম বুকিং ও দেওয়া যায়।
🔻এজন্য নালিতাবাড়ী এবং নকলার যাত্রীদেরও সুবিধা।
⭕রাজু (ঢাকা-নালিতাবাড়ী-ঢাকা)
🔷ঢাকা থেকে সকাল ৭.৫০ মিনিট
🔻নালিতাবাড়ী থেকে দুপুর ২.১০ মিনিট
📳সুপারভাইজার নাম্বারঃ ০১৭৪১-৩৭৩০৮৩
⭕ইয়েলো লাইন (নালিতাবাড়ী-ঢাকা-নালিতাবাড়ী)
📳সুপারভাইজার:01729780776
⭕সাদিয়া (তিনানী-ঢাকা-ডেমরা(ভায়া রামপুরা-বাড্ডা-বনশ্রী)
🔷তিনানী থেকে সকাল ৮.৪০ মিনিটে এবং
🔻ডেমরা স্টাফ কোয়াটার থেকে রাত ১০ টায়
📳তিনানী কাউন্টার:০১৭১২-৫৬৪১৮০
📳ডেমরা কাউন্টার:০১৭৭০-৪০৪৩৪৭
📳সুপারভাইজার:০১৯০৬-১২৯২৪৩
⭕বিলাস পরিবহন (নাইট টু নাইট) 🔷(নালিতাবাড়ী- নারায়ণগঞ্জ)-গাউসিয়া,তারাবো,বিশ্বরোড,ডেমরা,চিটাগাং রোড,চাষারা)
🔷নালিতাবাড়ী বাসস্ট্যান্ড থেকে রাত ১০.৩০ মি.।
🔻নারায়ণগঞ্জ থেকে রাত ১০ টায়
📳টিকেট বুকিংঃ ০১৭১৮-১৯৩৭৮৪/০১৭৫০-২৪৫২০৯
⭕নিলয় 1J (ঢাকা-নালীতাবাড়ি-ঢাকা)
🔷ঢাকা থেকে ছাড়ার সময় রাত ১১.২০ মিনিট
🔻নালীতাবাড়ি থেকে ছাড়ার সময় দুপুর ১২ টা
📳সুপারভাইজারঃ 01866102127

★★★ঝিনাইগাতী★★★

⭕তাকিফ(ঢাকা-শেরপুর-ঝিনাইগাতী ভায়া:বনগাও,হলদীবাটা,তিনানীবাজার)
🔷সময়সূচী:
🔷ঢাকা থেকে রাত ১ টা
🔻ঝিনাইগাতী থেকে সকাল ৮.৩০ মিনিট
🔻তিনানীবজার থেকে সকাল ৯.৩০ মিনিট
📳সুপারভাইজার:০১৭৭৮-৫২২৭৮০
📳অভিযোগ নাম্বার:০১৯১১-৫৩২৭১২/০১৬৮১-৩১৬১৫৪
⭕ঝিনাইগাতী ক্ষুদ্র বনিক সমবায় সমিতি(১) 1J
🔻ঝিনাইগাতী থেকে সকাল ৭:২৫ মিনিট!
🔷ঢাকা নাবিস্কো থেকে বিকেল ৩:০০ মিনিট!
📳ফোন:০১৭১৯-৫৩০৬৮
⭕সুর্বণা এক্সপ্রেস (ঝিনাইগাতী-শেরপুর-ঢাকা)
🔷শেরপুর থেকে রাত ১২.০০টায়
🔷শেরপুর কাউন্টার থানামোড়
📳মোবাইল:০১৭৮৬-১৭৮০৫৫
🔻ঝিনাইগাতী কাউন্টার রাত ১১টায়
📳মোবাইল:০১৭৫৭-৩৬৭৪৫৪
🔻তিনানী কাউন্টার রাত ১১.৩০ মিনিট
📳মোবাইল:০১৭৫৭-৩৬৬১৮১
📳সুপারভাইজার:০১৭১৭-০২৮০৫৫
⭕রোহান লাইন (নাইট কোচ সার্ভিস)
🔷(ঢাকা-শেরপুর-তিনানী-ঝিনাইগাতী)-মহাখালী-ফার্মগেট-বাংলামটর-গুলিস্থান
🔷ঝিনাইগাতী থেকে রাত ১১.০০ মিনিট
🔻তিনানী থেকে রাত ১১.৩০ মিনিট
🔻শেরপুর থেকে রাত ১২.০০ মিনিট
🔻ঢাকা থেকে সকাল ১০.০০ মিনিট
🔷অগ্রিম টিকিটের জন্য -
📳ঝিনাইগাতী>০১৭১৫-২৬০১৯৪
📳তিনানী>০১৭১২-৫৬৪১৮০
📳শেরপুর>০১৭৫৪-৮৭৫৪০৬
📳সুপারভাইজার>০১৭৫৪-৮৭৫৪০৫
⭕মাহী এন্টারপ্রাইজ (আশুলিয়া-জামালপুর-টাঙ্গাইল-ঝিনাইগাতী)
🔷ঝিনাইগাতী থেকে ছাড়ার সময় প্রতিদিন সকাল ১১ টায়
🔻আশুলিয়া থেকে ছাড়ার সময় প্রতিদিনভোর৪.১০ মিনিটে
📳ঝিনাইগাতী কাউন্টারঃ ০১৯৫৫-৯৯০৭৪৫
📳সুপারভাইজার নাম্বারঃ ০১৭৩২-৮৫৩৫১৭
⭕মায়ের আঁচল এক্সপ্রেস (নাইট টু নাইট) (শেরপুর-ঢাকা-শেরপুর-ঝিনাইগাতী>তিনানী>আশুলিয়া)
🔷মায়ের আঁচল-১
📳সুপারভাইজার নাম্বারঃ০১৯৮১-৪৬৪১৮৩
🔷মায়ের আঁচল-২
📳সুপারভাইজার নাম্বারঃ০১৯১০-৮৬৪১৬৪
🔷গাড়ী ছাড়ার সময়-
🔻ঝিনাইগাতী কাউন্টার থেকে প্রতিদিন রাত ১০.৪৫ মিনিট
🔻তিনানী কাউন্টার থেকে প্রতিদিন রাত ১১.২০ মিনিট
🔻ঢাকা আশুলিয়া কাউন্টার থেকে ছেড়ে আসে রাত ১০.৩০ মিনিট
🔻গাজীপুর চৌরাস্তা থেকে প্রতিরাত ১২.০০ টাই শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে।
📳ঝিনাইগাতী টু আশুলিয়ার অগ্রিম টিকিটের জন্য কল করুন এই নাম্বারে 📳০১৯১০-৮৬৪১৫৭,০১৯৮১৪৬৪১৮৩
⭕রকেট লাইন (ঝিনাইগাতী-শেরপুর-নারায়নগঞ্জ-মুন্সিগঞ্জ)
📳সুপারভাইজার-01730-483114, 01730-483115
⭕এস বি গৌরব পরিবহন (নাইট কোচ সার্ভিস)
🔷(ঝিনাইগাতী-শেরপুর-ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ)
📳সুপারভাইজার:০১৭৮১-৯০৪৪১১/০১৭৮১-৯০৪৪৩৩
🔻টিকেট কাউন্টার
📳মুন্সীগঞ্জ মুক্তারপুর বাসস্ট্যান্ড:০১৭৮১৯০০৯১৭
📳নারায়ণগঞ্জ খানপুর মেট্রোহলের মোড়:০১৭৮১৯০০৯১৪
📳রংধনু সিনেমা হল:০১৯৮১৯০৯০১৯
📳যমুনা মটরস্ নিউ মার্কেট ২য় গেট,শেরপুর:০১৭৫৫৪১৮১৪৩/০১৯১২৫৬৭৫৩০
📳ঝিনাইগাতী:০১৭৮১৯০৭৯৭৭
⭕অবকাশ এক্সপ্রেস (ঝিনাইগাতী-ঢাকা-ঝিনাইগাতী)
🔷ঝিনাইগাতী থেকে- সকাল ৯.০০মিনিট
🔻ঢাকা থেকে-বিকাল ৫.০০মিনিট
📳সুপারভাইজার ০১৭৩৪-২৭২৯৫৬
⭕সিয়াম এন্টারপ্রাইজ (ঝিনাইগাতী-ঢাকা-ঝিনাইগাতী)
📳ঝিনাইগাতী কাউন্টারঃ০১৭৪১-৯১৪৫২৫
🔷ঝিনাইগাতী থেকে ছাড়ার সময় রাত ১০.৩০ মিনিট
🔻ঢাকা মহাখালী থেকে ছাড়ার সময় সকাল ৬.৩০ মিনিট
📳সুপারভাইজারঃ০১৯৭৪-০২১২২৯
⭕শিবু এক্সপ্রেস (ঝিনাইগাতী-আশুলিয়া-ঝিনাইগাতী)
🔷ঝিনাইগাতী থেকে ছাড়ে দুপুর ১২টায়
🔻আশুলিয়া থেকে ছাড়ে ভোর৪.৪০ এ
📳ঝিনাইগাতী কাউন্টার:০১৮২৮-১২০০৮০
📳সুপারভাইজার:০১৭৩৬-০৩০৪৬২
⭕ইছামতি এন্টারপ্রাইজ (ঝিনাইগাতী- ঢাকা- ঝিনাইগাতী)🔷কাউন্টারঃ ঝিনাইগাতী সোনালী ব্যাংকের নিচে আদিল সরকার কাউন্টার🔻ঝিনাইগাতী থেকে রাত ১০ঃ৪০ মিনিট🔻ঢাকা থেকে সকাল ৬ঃ৩০ মিনিট 🔻যোগাযোগঃ📳ঝিনাইগাতী কাউন্টারঃ 01925269393📳সুপারভাইজারঃ 01925418484📳অভিযোগ এবং পরামর্শঃ 01712379465
⭕ঝিনাইগাতী এক্সপ্রেস (ঝিনাইগাতী-শেরপুর-আশুলিয়া) 🔷ঝিনাইগাতী থেকে ছাড়ার সময় সকাল ১০ টা 🔻আশুলিয়া থেকে ছাড়ার সময় রাত ১০ টা ৩০ মি. 📳কাউন্টার ০১৯২৭-৩৭৮৮০৭ 📳সুপারভাইজার ০১৯৬৫-৬৬০৬৬৯

★★★শ্রীর্বদী★★★

⭕প্রাইম ক্লাসিক (নাইট-ডে কোচ) (বটতলা-শেরপুর-ঢাকা-গুলিস্থান ভায়া শ্রীর্বদী-কুরুয়া)
🔷শেরপুর থেকে ছাড়ে রাত ১২.২০মি.
📳শেরপুর কাউন্টার:০১৯২৯৫৫৩৮২৩
🔷বটতলা কাউন্টার:গাড়ী ছাড়ার সময় রাত ১১টা
📳মোবাইল:০১৯১২৪০০২২০/০১৭১২৪০০২২০
🔻স্থান:এরশাদ এর দোকান,বটতলা বাজার,শ্রীর্বদী
📳ঢাকা কাউন্টার:০১৯২৯৫৫৩৮২২
🔻গাড়ী ছাড়ার সময় সকাল ৭.৩০মি.
🔻স্থান:গুলিস্থান,স্টেডিয়াম মার্কেট,ঢাকা
📳সুপারভাইজার:০১৯২৯৫৫৩৮২২
📳অভিযোগে:০১৯৭৭৭৮৪০২০
⭕জে কে এন্টারপ্রাইজ (ঢাকা-শেরপুর-শ্রীর্বদী-ভায়াডাঙ্গা)
🔷ঢাকা থেকে রাত ৯.৩০ মিনিটে
🔻ভায়াডাঙ্গা থেকে সকাল ৯.৩০ মিনিটে
📳সুপারভাইজারঃ০১৯২৯৬০৮৬০৪
⭕মোরাদ মহিমা (ঢাকা-শেরপুর-শ্রীর্বদী-ভায়াডাঙ্গা)
🔷ভায়াডাঙ্গা থেকে সকাল ৭.১৫মি.
🔻মহাখালী থেকে দুপুর ৩ টায়
📳মোবাইলঃ০১৭০১৪১৬৬৪০
⭕এস জি এস জয়ীতা (কর্ণঝোরা-ঢাকা-কর্ণঝোরা)
🔷কর্ণঝোরা থেকে সকাল ৮ঃ৪৫ মিনিট
🔻ঢাকা থেকে সন্ধ্যা ৭ঃ২৫ মিনিট
📳মোবাইলঃ০১৭২২৭৮৬৮৭৮
⭕শিহাব এক্সক্লুসিভ (ঢাকা-শেরপুর-শ্রীর্বদী-ভায়াডাঙ্গা)
🔷ভায়াডাঙ্গা থেকে রাত 9:00
🔻ঢাকা মহাখালি সকাল 8:00
📳সুপারভাইজার:01937556154
📳অভিযোগ:01717153262
⭕শ্রীবর্দী বহুমূখী শিল্প ও বণিক সমিতি (ঢাকা-শেরপুর-শ্রীর্বদী-ভায়াডাঙ্গা)
🔷ভায়াডাঙ্গা থেকে সকাল ৭.০০ টায়,
🔻মহাখালি থেকে দুপুর ১ টা ৩০ মি
📳সুপারভাইজার-০১৭১৮-১৪৮৫৭৮
⭕জাবির (ঢাকা-শেরপুর-শ্রীবর্দী)
📳সুপারভাইজার-01904992500
⭕নিউ মোজাদ্দাদীয়া (ঢাকা-শেরপুর-বালিজুড়ি-ভায়াডাঙ্গা-শ্রীবর্দী) 🔷ঢাকা থেকে রাত ৯ঃ০০ মিনিট 🔻বালিজুড়ি-ভায়াডাঙ্গা থেকে সকাল ৭ঃ২০ মিনিট 🔻কাউন্টারঃ বালিজুড়ি বাজার-ভায়াডাঙ্গা-শ্রীবর্দী কুরুয়া-খোয়ারপাড়-শেরপুর-ঢাকা 📳সুপারভাইজারঃ 01312149236 📳পরিচালকঃ 01912318369, 01719530727
⭕নাঈম (বালিজুড়ি-ঢাকা দক্ষিণ খান-শেরপুর)🔷বালিজুরি থেকে সকাল ৭.১০ মিনিট🔻ঢাকা দক্ষিণ খান থেকে রাত ৯.৩০ মিনিট📳সুপারভাইজারঃ 01791797747📳অভিযোগঃ 01310657726
⭕মিম এন্টারপ্রাইজ (দিবা/রাত্রী) 🔷(ঢাকা- শেরপুর- খড়ারপাড়- কুরুয়া- শ্রীবর্দী- ভায়াডাঙ্গা) 📳যোগাযোগঃ 01776948134
⭕মোজাদ্দেদীয়া 🔷(ঢাকা- শেরপুর- শ্রীবর্দী- ভায়াডাঙ্গা) 📳যোগাযোগঃ৷ 01733119609
⭕সরকার 🔷(ঢাকা- শেরপুর- শ্রীবর্দী- ভায়াডাঙ্গা- বালিজুড়ি) 📳যোগাযোগঃ01840644867
⭕কনিকা এন্টারপ্রাইজ (ঢাকা- সানন্দাবাড়ী-ঢাকা ভায়া শেরপুর- শ্রীবর্দী-বকশীগঞ্জ) 🔷ঢাকা থেকে ভোর ৫ঃ০০ মিনিট 🔻সানন্দাবাড়ী থেকে রাত ৯ঃ১০ মিনিট 📳যোগাযোগঃ 01742064692
⭕শাহী মনি (বালিজুড়ি-ভায়াডাঙ্গা-শ্রীবর্দী-শেরপুর-ঢাকা) 🔷বালিজুড়ি থেকে সকাল ৬ঃ৪০ মিনিট 🔻ঢাকা থেকে দুপুর ২ঃ৩০ মিনিট 📳সুপারভাইজারঃ 01300823121
★★★বকশিগঞ্জ★★★
⭕ক্রাউন ডিলাক্স (ঢাকা-বকশিগঞ্জ-ঝগড়ারচর ভায়া টানাব্রিজ-নিলক্ষিয়া-শেরপুর)
🔷ঢাকা থেকে রাত ১১টায়,বকশিগঞ্জ থেকে বেলা ১২.১০মি.
📳টিকেটের জন্য:০১৭৯৬-৩৮৮৮০৯
⭕ক্রাউন ডিলাক্স (ঢাকা-সানন্দবাড়ী ভায়া বকশীগঞ্জ-শেরপুর)
🔷ঢাকা থেকে সকাল ৭টায়,সানন্দবাড়ী থেকে রাত ৮.৩০মি.
📳টিকেটের জন্য:০১৭৭৫-৫৩৪১৭৩
⭕মোফাখখার এন্টারপ্রাইজ (বকশীগঞ্জ-ঢাকা-শেরপুর(ভায়া ময়মনসিংহ)
📳বকশীগঞ্জ কাউন্টার:০১৮৪২২০৬৩৮৬
📳ঢাকা কাউন্টার:০১৮৪২২০৬৩৮৭
📳অভিযোগে/পরামর্শ:০১৮৪২২০৬৩৮৮
⭕পলি পরিবহন (ঢাকা-রৌমারী-ঢাকা ভায়া ময়মনসিংহ-শেরপুর-বকশীগঞ্জ)
🔷ঢাকা থেকে সকাল ৭ঃ০০ টা, ৭ঃ৪৫ টা, ৯ঃ০০ টা, রাত ৮ঃ৩০ টা, ৯ঃ৩০ টা, ১১ঃ০০ টা
🔻রৌমারী থেকে সকাল ৮ঃ০০ টা, ৯ঃ০০ টা, রাত ৭ঃ০০ টা, ৮ঃ০০ টা, ৯ঃ০০ টা, ১০ঃ০০ টা
📳গাড়ীর মোবাইলঃ ০১৯৫৮১৫৫৩১৬, ০১৯৫৮১৫৫৩১৭
📳তথ্য ও পরামর্শের জন্যঃ ০১৯৫৮১৫৫৩১৫, ০১৯৫৮১৫৫৩১০
📳কাউন্টার সমূহঃ মহাখালী মূল ভবনের ভিতরে ৬নং কাউন্টারঃ ০১৯৫৮১৫৫৩১১
📳উত্তরা আজমপুরঃ ০১৯৫৮১৫৫৩১২ হোসেন মার্কেটঃ ০১৭৭২৮৪৮৮৯৫
📳সাইনবোর্ডঃ ০১৯৭৭৪২১৩৮৮ গাজীপুর চৌরাস্তাঃ ০১৯৫৮১৫৫৩২৫
📳উপজেলা রোড কৃষি ব্যাংকের নিচে রৌমারীঃ ০১৯৫৮১৫৫৩১৩
📳কর্ত্তিমারীঃ ০১৭৪৫৬১৪৪৩১ সায়দাবাদঃ ০১৯৫৮১৫৫৩১৪
📳রাজিবপুরঃ ০১৯৫৮১৫৫৩১৫ রামরামপুরঃ ০১৭১৪৮৩৫৬৯২
📳কামালপুরঃ ০১৯৩৯৩৪৭৮৯৮
⭕রিফাত (রৌমারী-কুড়িগ্রাম-ঢাকা)
🔷কাউন্টারসমূহ:
📳রৌমারী-০১৭২০৩৬৩৩১৯,কত্তিমারী-০১৭৩৪০১৩৯০১,
📳রাজীবপুর-০১৭২৮০০৩৭৩৪,চিকনছড়া-০১৭৩৩১৪১১৩২
📳ঢাকা-০১৭৩৩৭৩২০৫২,উওরা-০১৭১১০৬২৮৯৮,
📳আব্দুল্লাহপুর-০১৭১১০৭৬৩৩০,
📳গাজীপুর-০১৭৪৫৪৪৬৪৬৫,
📳শিববাড়ী-০১৭৫৯১৯৬১২৯/০১৬১১১৪৩৩৪৭,
📳বড়বাড়ী-০১৭১৬৩৩৩০০৮
📳অভিযোগ:০১৯২৩৯৫৯৭৬১
⭕মোজাদ্দেদীয়া এন্টারপ্রাইজ (ঢাকা-শেরপুর-শ্রীবরদী-বকশীগঞ্জ-সানন্দবাড়ী) 🔷ঢাকা থেকে ছাড়ার সময় সন্ধ্যা ৫:৪৫ মিঃ 🔻সানন্দবাড়ী থেকে সকাল ৯.১০মিঃ 📳সুপারভাইজার নাম্বার -০১৭২৪৫৫১৯৯০
⭕যমুনা এন্টারপ্রাইজ (হিনো ১জে) (ঢাকা-শেরপুর-বকসীগঞ্জ-ঢাকা)
🔷বকসীগঞ্জ কাউন্টারঃ বকসীগঞ্জ চৌরাস্তা আব্দুল হাই ডায়াগনস্টিক সেন্টার (বরি টাওয়ারের সামনে)
📳যমুনা কাউন্টার নাম্বরঃ 01714045163 (অগ্রীম সিট বুকিং এর জন্য যোগাযোগ করুন)
📳সুপারভাইজারঃ 01714045162
🔻বকসীগঞ্জ থেকে রাত ১০.৩০ মিনিট এবং
🔻ঢাকা থেকে সকাল ৬.০০ টায় ছাড়ে
⭕নাহিয়ান এক্সপ্রেস 1J (বকশীগঞ্জ-ঢাকা-বকশীগঞ্জ)🔷বকশীগঞ্জ থেকে রাত ১০ঃ৩০ মিনিট🔻ঢাকা থেকে সকাল ১০ঃ০০ মিনিট📳কাউন্টারঃ 01706800856📳সুপারভাইজারঃ 01706788796
⭕এন.আর সুপার 1J (বকশীগঞ্জ-ঢাকা-বকশীগঞ্জ ভায়া শ্রীবর্দী-শেরপুর)🔷বকশীগঞ্জ থেকে সকাল ৫ঃ৩০ মিনিট🔻ঢাকা থেকে দুপুর ১ঃ০০ মিনিট

তথ্যে সংগ্রহ - Buses of Mymensingh Division (BMD) BUSES OF MYMENSINGH.

Address

Dhaka
Narsingdi
1600

Telephone

+8801923563538

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homayun Kabir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Homayun Kabir:

Share

Category