01/03/2025
❣️আলহামদুলিল্লাহ 🤲
❣️আলহামদুলিল্লাহ 🤲
❣️আলহামদুলিল্লাহ 🤲
👉আজকের সোদি আরব প্রথম রোজা 🥰
🕋আল্লাহ তাআলা কাছে লাখ কোটি শুকরিয়া,,💟
আল্লাহ তাআলা যেন সবাই গোনাহ মাফ করে দেন।
সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক আমিন ।
জুম্মা রাতে রোজা দিয়েছেন,, মহান আল্লাহ পাক। হে আল্লাহ তুমি আমাদের সবাই কে মাফ করে দাও। মাবুদ গো তুমি যদি মাফ না করো । আমরা কার কাছে যাবো। ও মাবুদ এই রোজা উসিলায় মাফ করে দিও। আল্লাহ জানি না কতো গোনাহ করছি।।মাবুদ কি নিয়ে তোমার সামনে দাড়াবো,, আমি তো গোনাহগার ,, আমার পাপের তো হিসাব নাই। মাবুদ আমার সমস্ত গোনাহ মাফ করে দাও।
""আল্লাহ তুমি না রহমান ,,, তুমি না সর্বশক্তি মান,, তাহলে তোমার এই পাপি বান্দা কে মাফ করে দাও না গো মাবুদ । আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও,
আল্লাহ সবাইকে নামাজি বানাইয়া দেও। "আল্লাহ যারা এই দুনিয়ায় মায়া ত্যাগ করে"' ।
অন্ধ কার কবরে চলে গেছে তাদের কবর টা জান্নাতে বাগান বানিয়ে দাও।
হে আল্লাহর জানি না তারা অন্ধ কার কবরে কি ভাবে আছে,, যে ঘড়ে ,লাইট নাই, আলো নাই ,বিছানায় নাই। চারপাশে শুধু মাটি আর মাটি । আল্লাহ তুমি রহমান ,,, আল্লাহ তুমি সর্বশক্তিমান,, তোমার দয়া শেষ নাই,,, হে আল্লাহ তোমার তো কোনো কিছু জানা বাকি নাই।।
:"""আল্লাহ সবাইকে মাফ করে দাও"""
আমিন আমিন আমিন
#আল্লাহ
#রোজা
#নামাজ