Ratul Hasan

Ratul Hasan This page can be create more content for Entertainment

16/06/2025

Chere jabena kokhono

15/06/2025
"বৃষ্টির দিনে কফির কাপে ভিজে থাকে স্মৃতি, আর জানালার ধারে বসে লেখা হয় না বলা গল্প। 🌧☕📖  #বৃষ্টি  #মনভেজানোদিন"
29/05/2025

"বৃষ্টির দিনে কফির কাপে ভিজে থাকে স্মৃতি, আর জানালার ধারে বসে লেখা হয় না বলা গল্প। 🌧☕📖 #বৃষ্টি #মনভেজানোদিন"

আজকাল চাকরির ব্যস্ততায় দিন কেটে যায় হিসেব কষে...তবু কখনো কখনো একটা ছবি তোলা হয় ঠিক সেভাবেই, যেভাবে স্কুলজীবনে তোলা হতো।ক...
16/05/2025

আজকাল চাকরির ব্যস্ততায় দিন কেটে যায় হিসেব কষে...
তবু কখনো কখনো একটা ছবি তোলা হয় ঠিক সেভাবেই, যেভাবে স্কুলজীবনে তোলা হতো।
কৃষ্ণচূড়ার নিচে দাঁড়িয়ে যেন আবারও হারিয়ে গেলাম সেই বৃষ্টির আগে বিকেলের স্মৃতিতে—
যেখানে ছিল না কোনো টেনশন, শুধু হাসি আর স্বপ্ন।”

#স্মৃতিময় #স্কুলজীবন #কৃষ্ণচূড়া_ভালোবাসা #হারিয়ে_যাওয়া_দিন

যেখানে নিজের এক পয়সা হলেও ইনকাম হবে, আর্নিং হবে সেখানে যুক্ত হোন। নিজে না পারলে অন্যরা কিভাবে করছে  শিখুন, সেটা ফলো করুন...
14/05/2025

যেখানে নিজের এক পয়সা হলেও ইনকাম হবে, আর্নিং হবে সেখানে যুক্ত হোন। নিজে না পারলে অন্যরা কিভাবে করছে শিখুন, সেটা ফলো করুন। দিন শেষে আপনিও পারবেন। দুনিয়ায় ভালোভাবে বেঁচে থাকতে চাইলে আপনাকে আমাকে পারতেই হবে। কিছুই করছেন না,পারছেন না! তাহলে ফেসবুকটা ভালো করে চালনা শিখুন। তাতেও লাভের পাল্লায় ডলার থাকবে। আজাইরা থাকার দিন শেষ করুন নিজ উদ্যোগে 😊

13/05/2025

অপমানিত স্থানে কখনও দ্বিতীয়বার ফিরবেন না, যোগাযোগের তৃষ্ণায় শেষ হয়ে যাবেন তবুও যোগাযোগ করবেন না। আবারো বলছি কখনোই না।🌸

নতুন যারা ইন্স্যুরেন্স পেশায় যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য কয়েকটি বিষয় উল্লেখ করছি। এই বিষয়গুলো গুরুত্ব সহকারে নিবেন, তাহ...
07/05/2025

নতুন যারা ইন্স্যুরেন্স পেশায় যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য কয়েকটি বিষয় উল্লেখ করছি।
এই বিষয়গুলো গুরুত্ব সহকারে নিবেন,
তাহলে শুরুর দিকের ধাপগুলো সহজেই অতিক্রম করতে পারবেন।
১.
ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতে হলে নিয়মকানুন নিজে শিখতে হয় জানতে হয়, নিজেই ডিসিশন নিতে হয়।
২.
পাড়াপড়শি, বন্ধুবান্ধব সহ এমনকি আপন মানুষের কাছেও পরামর্শ নিতে যাবেন না। কারণ এরা বীমা বিষয় নিয়ে কিছুই জানেনা।
৩.
পরামর্শ নিতে হলে অবশ্যই একজন ভালো বীমাকর্মীর কাছ থেকে পরামর্শ নিবেন।
৪.
ইন্স্যুরেন্স কোম্পানিতে জয়েনিং করার আগে ভালো কোম্পানি এবং ভালো টিম লিডার দেখে জয়েনিং করবেন।
৫.
নাম্বার-1 (TOP-5) এর মধ্যে তথ্যপ্রযুক্তি নির্ভর ইন্স্যুরেন্স কোম্পানিতে জয়েনিং করবেন।
৬.
ফুল টাইম কাজ করার মানুষিকতা নিয়ে জয়েনিং করবেন।
৭.
ইগু লজ্জা ভয় চড়া মেজাজ থাকলে ঝেড়ে ফেলে জয়েনিং হবেন। এগুলো ভেতরে থাকলে এগুতে পারবেন না।
৮.
যুগযুগ কাজ করতে হবে এমন আত্মবিশ্বাস নিয়ে জয়েনিং করবেন।
৯.
হাজার জনের কটুকথা হজম করার শক্তি নিয়ে জয়েনিং করবেন।
১০.
কোম্পানির দেওয়া হোক কিংবা নিজের কেনায় হোক পরিপাটি পোশাকে থাকাটাকে ইমেজ মনে করতে হবে।
-বাংলাদেশের মানুষ বীমার আওতায় ৭% চেয়ে কম রয়েছে। সম্ভাবনাময় বীমা সেক্টরে সু-দক্ষ কর্মীর খুব প্রয়োজন। আপনিও বেঁছে নিতে পারেন এই পেশাটাকে। আর হ্যাঁ অবশ্যই আপনাকে সৎ এবং নির্ভেজাল মানুষ হতেই হবে....
চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন Alpha Islami Life Insurance Limited

29/04/2025

🍲 মাটির তৈরি করাই – প্রাকৃতিক স্বাদে রান্নার নতুন অভিজ্ঞতা! 🍲

"Mati Ghar"-এ এসেছে হাতে তৈরি প্রাকৃতিক মাটির করাই, যা আপনার খাবারে যোগ করবে মাটির ঘ্রাণ আর অতুলনীয় স্বাদ। 🌿

💡 বিশেষত্ব:

খাঁটি মাটির তৈরি, কোনো কেমিক্যাল বা রঙ ছাড়াই

খাবারে থাকবে প্রাকৃতিক ফ্লেভার

স্বাস্থ্যকর এবং পরিবেশবান্ধব

চুলায় সরাসরি রান্নার উপযোগী

🥘 তরকারি বা স্পেশাল রেসিপি – মাটির করাইয়ে রান্না করলেই আসবে এক অন্যরকম ঘ্রাণ আর স্বাদ!

📩 এখনই অর্ডার করুন বা বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন।
প্রাকৃতিক জীবনধারায় এক নতুন ছোঁয়া আনুন "Mati Ghar" এর সঙ্গে। 🌸

19/04/2025

✨ Mati Ghar – আমার স্বপ্ন, আমার শখ ✨

শুধু পণ্য নয়, প্রতিটা টুকরো মাটির মাঝে লুকিয়ে আছে আমার ভালোবাসা, যত্ন আর শেকড়ের টান।
"Mati Ghar" আমার শখের একটি উদ্যোগ – যেখানে আমি চেষ্টা করছি প্রাকৃতিক, হাতে তৈরি মাটির পণ্যের মাধ্যমে আমাদের সংস্কৃতি আর মাটির ঘ্রাণকে সবার কাছে পৌঁছে দিতে।

🌿 এখানকার প্রতিটি আইটেমই মাটি, শিল্প আর হৃদয়ের এক অপূর্ব মিশ্রণ।

আমি বিশ্বাস করি—প্রাকৃতিক জিনিসের মাঝে একটা আলাদা শান্তি থাকে, একটা ঘরের মতো উষ্ণতা থাকে।
আপনাদের ভালোবাসা আর সঙ্গই আমার অনুপ্রেরণা। পাশে থাকবেন 🌸

📍 সব পণ্য দেখতে ভিজিট করুন পেজে। পছন্দ হলে ইনবক্সে জানান।

19/04/2025

Address

Dhaka
Narsingdi
1640

Alerts

Be the first to know and let us send you an email when Ratul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ratul Hasan:

Share