17/10/2025
নরসিংদীতে ৫ শিক্ষার্থীকে পড়িয়েছে ১৩ জন শিক্ষক, সবাই ফেইল!
--------
ঘটনা নরসিংদীর রায়পুরা উপজেলার মোছলেহ উদ্দিন ভূইয়া কলেজের। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৫ জন শিক্ষার্থীকে ১৩ জন শিক্ষক মিলে পড়িয়েও ১ জনকেও পাশ করাতে পারলো না। স্থানীয়রা বলছে, লেখাপড়ার বদলে ছাত্র-ছাত্রীরা টিকটক করে। যে কারনে সবাই ফেইল করেছে।