
28/07/2025
আলহামদুলিল্লাহ! অন্তত সুন্দর ভাবে শেষ হয়েছে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ, নরসিংদী জেলার অন্তর্গত বাগহাটা খন্দকার বাড়ি জামে মসজিদ শাখার উদ্যোগে আয়োজিত মাসিক আলোচনা সভা ২০২৫ এর ১ম পর্ব।
আলোচক ছিলেন:
• শায়খ আবু আমিনাহ আমিন মাদানী
ভাইস প্রিন্সিপাল, মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ্ , পাঁচরুখী ও এমফিল গবেষক, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, জেদ্দা, সৌদি আরব।
• শায়খ আবু আব্দুল্লাহ মাসুদুর রহমান Masudur Rahman
সাবেক সভাপতি, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ, নরসিংদী জেলা ও প্রিন্সিপাল, মাদরাসা দারুত তা'লীম সালাফিইয়াহ , কান্দাইল, নরসিংদী।
• শায়খ হাসানুজ্জামান বিন সুলাইমান
ইমাম ও খতিব, বাগহাটা খন্দকার বাড়ি জামে মসজিদ।
আরো উপস্থিত ছিলেন:
জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ, নরসিংদী জেলার সম্মানিত সভাপতি শায়খ তরিকুল ইসলাম মাদানী Tarikul Islam
সহ-সভাপতি, শায়খ আমানুল্লাহ Aman Ullah