Sm mobarak

Sm mobarak স্বপ্নের ভূবনে আপনাকে স্বাগতম।

19/12/2024

তাবলীগের চলমান সমস্যা নিয়ে দারুন একটি ভিডিও। ভিডিওটি দেখলে আশা করি তাবলীগের সমস্যা নিয়ে আপনার বুঝতে কিছু বাকী থাকবেনা। তাই সময় নিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইলো।

27/10/2024

নজরুল ইসলাম কাসেমী হুজুরের গুরুত্বপূর্ণ বয়ান।

27/10/2024

নজরুল ইসলাম কাসেমী হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত।

27/10/2024

ফিলিস্তিনের মানুষের কষ্টের কারন। নজরুল ইসলাম কাসেমী।

12/05/2024

ফেরেস্তারা কার জন্য ক্ষমা চায়? কারুণের ধ্বংসের কাহিনি। মুফতি আরিফ বিন হাবিব।

m***i arif bin habib new waz. New waz Arif bin habib Bangla. Viral waz. Islamic motivation video.

30/04/2024

ভাই বোনের মধ্যে বিবাহ প্রচলিত ছিলো যে সম্প্রদায়ের মাঝে। #ওয়াজ

বর্তমানে গাছ লাগানোর হিড়িক পড়ে গেছে আমাদের দেশে। কম দামের কারণে এখন অনেকেই ইউক্যালিপটাস গাছ লাগানোর প্রতি মনোযোগী হয়েছ...
28/04/2024

বর্তমানে গাছ লাগানোর হিড়িক পড়ে গেছে আমাদের দেশে। কম দামের কারণে এখন অনেকেই ইউক্যালিপটাস গাছ লাগানোর প্রতি মনোযোগী হয়েছেন । কিন্তু আপনি কি জানেন এই গাছ পরিবেশের জন্য কতটা ক্ষতিকর ?

ডালপালা বিস্তার ছাড়াও গাছটির মূল থাকে ১৫ মিটার গভীরে। পানি ও খনিজ লবণ শোষণ ছাড়াও এরা অতিরিক্ত পানি শুষে ডালপালায় জমা রাখে। ফলে যে জায়গায় গাছটি লাগানো হয়, সে স্থানটি হয়ে পড়ে পানিশূন্য ও কমে যায় উর্বরতা শক্তি। এতে পানির স্তর নিচে নামাসহ অন্য প্রজাতির গাছের স্বাভাবিকতা নষ্ট হয়ে পরিবেশ হুমকির মুখে পড়ে। এসব জানার পরও উত্তরাঞ্চলে ইউক্যালিপটাস গাছ লাগানোর হিড়িক পড়েছে। এতে এ অঞ্চল একদিন মরু অঞ্চলে পরিণত হতে পারে।

জমির আইল, কৃষিজমি ও পতিত জমিতে লাগানো এ গাছ উপকারের পরিবর্তে ক্ষতিই বেশি করে। ইউক্যালিপটাসের পাতা ও ডালপালা অজৈব পদার্থের মতো কাজ করে কৃষিজমিকে অনুর্বর করে। ফলে ফসলের উৎপাদন কমে যায়। এত কিছু জানার পরও কেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত??

এ বিষয়ে কৃষকরা জানান, অন্যান্য গাছের তুলনায় ইউক্যালিপটাস গাছ দ্রুত বড় হয়। এ কাঠের চাহিদা বেশি, কাঠে ঘুণ ধরে না, দামও বেশি। তাই ইউক্যালিপটাস গাছ রোপণ করেন তারা।
তবে আবাদি জমির আইলে ইউক্যালিপটাস রোপণ করায় দিন দিন ফসলের উৎপাদন কমে যাচ্ছে, সেটিও স্বীকার করেছেন তারা।

কৃষি অফিসার এবং পরিবেশ বিজ্ঞানীদের মতে, সাধারণ গাছ প্রকৃতি ও পরিবেশের ভারাসাম্য রক্ষার পাশাপাশি প্রাণিকুলের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে নাইট্রোজেন গ্রহণ করে আর অক্সিজেন সরবরাহ করে সহায়তা করে। কিন্তু ইউক্যালিপটাস তা করে না। বরং এ গাছ অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই-অক্সাইড ত্যাগ এবং নাইট্রোজেন নির্গমন করে। আবাদি জমির আইলে এ গাছ থাকলে খেতে পোকামাকড় ও রোগবালাই বেড়ে যায়। ইউক্যালিপটাস গাছ জমির উর্বরতা শক্তি কমিয়ে দেওয়াসহ কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতিসাধন করে।

কৃষি বিভাগ মাঠপর্যায়ে এ গাছ না লাগাতে এবং এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরে কৃষকদের নিরৎসাহিত করে যাচ্ছে।

সুতরাং আসুন ইউক্যালিপটাস গাছ, রেইন ট্রি এর মত ক্ষতিকারক গাছ না লাগিয়ে ফল গাছ লাগাই, বট,পাকুর এর মত ছায়া দেয় এমন গাছও লাগালো যেতে পারে।

সংগৃহীত

এই গরমে শীতের ছবি। ইউরোপের হিমশীতল আবহাওয়ায় ভালো থাকুন প্রিয় শ্বশুরমশাই।
27/04/2024

এই গরমে শীতের ছবি। ইউরোপের হিমশীতল আবহাওয়ায় ভালো থাকুন প্রিয় শ্বশুরমশাই।

27/04/2024

এই উচ্চ তাপমাত্রায় আল্লাহ সকলকে সুস্থ রাখুন।

Address

Narsingdi
Narsingdi
1630

Telephone

+8801739160253

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sm mobarak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sm mobarak:

Share