23/09/2025
                                            সুর্যকুমার যাদবের বক্তব্যে বিতর্ক!
👉 সুরিয়া বলেছেন – “India Pakistan match is not a rivalry anymore”
আসলেই কি তাই?
না, বরং এই মন্তব্য স্রেফ অজ্ঞতা আর ইতিহাস না জানার ফল।
📌 ইনজামাম উল হক-এর সঠিক জবাব:
👉 “Call your seniors, they will tell you when we used to beat you for fun.”
(তোমার সিনিয়রদের জিজ্ঞেস করো, তারা বলে দেবে যখন আমরা মজা করে তোমাদের হারাতাম।)
🏏 তথ্য যা সুরিয়াকে লজ্জায় ফেলবে:
1. ওয়ানডে রেকর্ড (ODI)
পাকিস্তান: ৭৩ জয়
ভারত: ৫৬ জয়
➝ পাকিস্তানের জয় অনেক বেশি।
2. টেস্ট রেকর্ড
পাকিস্তান: ১২ জয়
ভারত: ৯ জয়
3. ১০ বছর আগেও (২০১৩ পর্যন্ত)
পাকিস্তান ভারতের চেয়ে ওয়ানডে ম্যাচে প্রায় ২০+ ম্যাচ বেশি জিতেছিলো।
আইসিসি টুর্নামেন্ট ছাড়া প্রায় সব জায়গায় পাকিস্তানই ছিলো ভারতের আতঙ্ক।
4. মোট মুখোমুখি লড়াই (সকল ফরম্যাট মিলিয়ে)
পাকিস্তান: ৮৬ জয়
ভারত: ৭৩ জয়
➝ পরিষ্কার বোঝা যাচ্ছে ইতিহাস পাকিস্তানের পক্ষেই কথা বলে।
সুরিয়া, ক্রিকেট ইতিহাস না জেনে বড় কথা বলা মানায় না। ভারত আজ কিছু ম্যাচ জিতছে ঠিকই, কিন্তু পাকিস্তানই দীর্ঘদিন ভারতকে আধিপত্যে রেখেছিলো। তোমার সিনিয়রদের কাছে গিয়ে শিখো, তারপর মন্তব্য করো।