16/09/2025
দুনিয়া আমার জন্য না
আসলে কিছুই না আমার জন্য।
এই সঙ্গীত সঙ্গত কারণে বিরহ
বিভূঁই পাখির মতো
আমাকে ডেকেই গেলো
আমি শুনি-নি সেই মুহূর্ত—
মাহুত বন্ধু, কোন ইশারায়
কোনদিকে যে চলে যায়!
সে অদৃশ্য
হাওয়ার দুল।