Mahadeb Barman

Mahadeb Barman [email protected] Hi I am Mahadeb Chandra Barman. I have completed post graduation of accounting department in Chandpur gov Unveracity and collage.

I have also completed Data entry Digital marketing and graphic design course. So I am professional Data entry expert.

18/04/2024

হাওরে আলপনা!
♦️কেউ কইতাছে অহেতুক টাকা অপচয়!
♦️কেউ কইতাছে কেমিক্যালে ক্ষেত নষ্ট হবে!
♦️কেউ কইতাছে কেমিক্যাল দিয়ে পানি দূষিত হবে!
♦️কেউ কইতাছে মানুষের বাড়ীতে রঙ নাই,রাস্তায় রঙ

আইচ্ছা,
টাকাগুলান কি কেউ আপনার কাছ থেইকা নিছে নাকি আপনার বাপের কাছ থেকে নিছে?এই টাকা সরকারও খরচ করে নাই যে আপনি কইবেন ----আপনার ট্যাক্সের টাকা কি নয় ছয় করছে। সরকার অপচয় করছে।

এই প্রকল্পটা ছিল বাংলালিংক,এশিয়াটিক আর বার্জার পেইন্টস এর যৌথ উদ্যোগে।এখন এনারা কি আপনারে জিগাইয়া কাজ করবে?আপনার টাকা দিয়া কোন কিছু করবার আগে কি আপনি কাউরে জিগান?

এবার আসি দ্বিতীয় আর তৃতীয় ধাপে। মানে পড়ালেখা না করা ব্যক্তিটাও যখন পরিবেশবিদ হইয়া ওঠে।আচ্ছা আপনার কি মনে হয় ---এতো বড় একটা কাজ করবার অনুমতি কি সরকার না বুইঝাই দিছে? কেমিক্যাল দিয়া পরিবেশ ধ্বংসের কথা বলছেন। একবারও কি ভাবছেন যে বৃষ্টিতে এ রঙ ধুয়ে যাবার আগেই রোদে এর টেম্পার নষ্ট হয়ে যাবে।

এবার আসি শেষ ধাপে। মানে মানুষের বাড়ীতে রং নাই, রাস্তায় রং কেন? হাহাহা!আপনার বাড়ীর রং কি বার্জার পেইন্টস আইসা কইরা দিবে? আপনি কোনহানের কোন কুটুম? বাংলালিংক বা এশিয়াটিকেরই কি ঠেকা পড়ছে আপনার বাড়ী রং করে দেয়ার।আপনি কি তার বেয়াই?

--------
-------------------
বুড়িগঙ্গা আর শীতলক্ষ্যা নদী যে রাসায়নিকের প্রভাবে মৃতপ্রায়, সেটা নিয়ে আপনি কি কখনো কথা বলেছেন? হাজার হাজার কোটি টাকা পাচারের কেউকেউ বিদেশে লুকাইয়া আছে। তাদের নিয়া কি কখনো কথা বলছেন? আপনি নিজেও অনেক বাজে খরচ করেন।সেই খরচের লাগাম টেনে কারো কোন উপকার করেছেন কি? নাকি পরিবেশের প্রেমে দশ-বিশটা গাছ আপনি লাগাইছেন?

আমি জানি আপনি কিছুই করেন নাই এবং ভবিষ্যতেও করবেন না। ৭ কোটি কেন, ৭ হাজার কোটি টাকাও যদি অন্য কোন খাতে অপচয় হতো, তখনও আপনি একটা শব্দও করবেন না।

তো হঠাৎ এতো লাগলো কেন?
কারণ বাঙালিয়ানাটা আপনাদের পছন্দ নয়। আপনারা অনুভূতির দোহাই দিয়ে বাঙালিয়ানাটা ঠেকাইতে চান। পহেলা বৈশাখ নিয়ে আপনাদের চুলকানি নতুন নয়।এই চুলকানি আপনারা ফি বছর বছর ছড়িয়ে দিচ্ছেন। তারপরও যখন দেখছেন লোকজন চুলকাচ্ছেনা।তখনই আপনারা আসলেন বৈশাখের এই আলপনার সমালোচনা করতে।

এইসব আমরা বুঝিরে পাগলা!
বাঙালির আবেগ আর সৃজনশীলতাটাকে রোখার সাধ্য আপনাদের নাই। কোন ঔষধেই কাজ হবেনারে পাগলা। পহেলা বৈশাখ আমাদের আবেগ। বাঙালির আবেগকে রুখবার সাধ্য কারো নাই। তোরাতো আগলা চুলকানি।

#সংগৃহীত

25/02/2024

#

নরসিংদী বই মেলা
23/02/2024

নরসিংদী বই মেলা

নরসিংদী বই মেলা নরসিংদী সরকারী কলেজের পাশে পৌরসভা উদ্যানে অনুষ্ঠিত।নরসিংদী বই মেলা জেলা প্রসাশন কর্তৃক আয়োজন ক.....

20/02/2024

#

বাবাই কে নিয়ে একটু ঘুড়াঘুরি মজা ও আনন্দ
18/02/2024

বাবাই কে নিয়ে একটু ঘুড়াঘুরি মজা ও আনন্দ

বাচ্চা যখন বাইক চালক না দেখলে মিস করবেন

শ্যামা মায়ের অন্নপ্রাশন অনুষ্ঠানে আমরা যখন বারদী
18/02/2024

শ্যামা মায়ের অন্নপ্রাশন অনুষ্ঠানে আমরা যখন বারদী

জয় বাবা লোকনাথ। শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রম বারদী । ত্রিকালদর্শী লোকনাথ। বাবা তুমি সবাইকে ভালো রেখো

17/02/2024

বলুন তো এটা কোথায় এবং কিসের মেলা

Address

25/2 Birpur
Narsingdi

Telephone

+8801849360603

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahadeb Barman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahadeb Barman:

Share