Mishrat Jahan

Mishrat Jahan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mishrat Jahan, Video Creator, Narsingdi.

"কুন ফায়া কুন"ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ (একটি সত‍্য ঘটনা) একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ ...
26/05/2025

"কুন ফায়া কুন"

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ
(একটি সত‍্য ঘটনা)
একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।
যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল।
নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল:
“একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে।”
এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল।
কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়… কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না। প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল!
অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল:
“মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।”
কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
হঠাৎ… খবর এলো, প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে!
প্লেন ফিরে এলো, মেরামত করা হলো… কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না।
অফিসার আবার বলল:
“হয়তো তোমার ভাগ্যে নেই।”
কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা। সে বলল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
প্লেন আবার উড়ে গেল… কিছুক্ষণ পর আরেকটি খবর এলো:
প্লেনে আবারও সমস্যা হয়েছে!
এবার নিজেই পাইলট বললেন:
“আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।”
শেষ পর্যন্ত… আমের প্লেনে উঠল, সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল —
তার আনন্দ ছিল বর্ণনার বাইরে!

“আল-কাহّহার” — এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি।
এর অর্থ:
তিনি কারণগুলোকেও পরাস্ত করেন।
আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য।

তাই “কীভাবে”, “কখন” — এসব নিয়ে বেশি চিন্তা কোরো না…
যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান,
বিশ্বাস করো…
তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন,
এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন।
শর্ত একটাই:
নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।
শায়েখ আবু বকর হাফিঃ র পোস্ট থেকে নেওয়া।
Falah - ফালাহ

👉👉জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল ….১।  খাস করে নিয়ত করা । ✅২। চাঁদ দেখা ( চাঁদ  দেখার দোয়া পরা)   ২৮  তারিখের মধ্যেই হ...
25/05/2025

👉👉জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল ….

১। খাস করে নিয়ত করা । ✅

২। চাঁদ দেখা ( চাঁদ দেখার দোয়া পরা) ২৮ তারিখের মধ্যেই হাত পায়ের নক কাঁটা গোপন অঙ্গের লোম পরিষ্কার করা ও পরিবারের সবাই কে এই আমল টা করানো। ✅

৩। খাস করে তওবা করা। আল্লাহর নাফরমানি না করা। আল্লাহ হুকুমের বাহিরে কিছু না করা। ✅

৪। সম্ভব হলে ১ থেকে ৯ জিলহজ্জ পর্যন্ত রোযা রাখা,,, আর সম্ভব না হলে ৮/৯ জিলহজ্জ ২ দিন রোযা রাখতেই হবে ইনশাআল্লাহ। ✅

৫। ৫ ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করা মনযোগের সাথে সুন্নত বাদ না দেওয়া। ✅

৬। তাহাজ্জুদ ইশরাত দোহার নামাজ আদায় করা এছাড়া সকল নফল নামাজে আদায় করা। ✅

৭। প্রতিদিন অন্তত ৩ পারা কোরআন তেলাওয়াত করা সম্ভব না হলে ১ পারা পরা ( অর্থ সহ তাফসির পরা)✅

৮। বেশি বেশি দান সদকা করা। ✅

৯। আল্লাহ তায়ালার কাছে চারটি বাক্য অধিক প্রিয়,,, সুবাহানআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পরা। ✅

১০৷ তাকবিরে তাশরিক পাঠ

জিলহজের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে তের তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজের পর পুরুষদের জন্য উচ্চস্বরে আর মহিলাদের জন্য নিম্নস্বরে তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব।

(আল্লাহু আকবার, আল্লাহু আকবার; লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার; ওয়া লিল্লাহিল হামদ)✅

১১। সমর্থ অনুযায়ী কুরবানি দেওয়া। ছোট বড় সকল গুনা ত্যাগ করা। ✅

১২ । সব সময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করা এবং ওযুর আগে মেসওয়াক করা৷ ✅

১৩। নিয়ত করা ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা চাইলে আমিও জিলহজ্জ মাসে আল্লাহ তায়ালার ঘর তাওয়াফ করবো ইনশাআল্লাহ । ✅

১৪। প্রতিদিন কম করে হলেও ৫০০ বার দরূদ শরীফ পাঠ করা (যে কোন দরূদ) ✅

১৫। অনলাইন মেইনটেইন জরে চলা অযথা কথা না বলা সময় অপচয় না করা।✅

19/05/2025

হুদাই হুদাই 😑☹️🙄

12/05/2025

ইয়া আল্লাহ তুমি উওম পরিকল্পনা কারী😊

08/05/2025

আল্লাহ আমাদেরকে সকল গুনাহ থেকে মাফ করো

04/05/2025

#🦋🦋🦋🦋🦋

02/05/2025

🌸তওবা🌸
"আস্তাগফিরুল্লাহ্-হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম"-🌸
-পড়া শেষে আলহামদুলিল

29/04/2025

28/04/2025

😊😊

28/04/2025

আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য

28/04/2025

আল্লাহ তুমি যা ভালো মনে করো তাই করো

25/04/2025

আল্লাহ সবাইকে মাফ করো

Address

Narsingdi

Website

https://www.youtube.com/@Mishratjahan-o5r

Alerts

Be the first to know and let us send you an email when Mishrat Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category