মীর জুবায়ের

মীর জুবায়ের বিভিন্ন প্রকার মজার ভিডিও ও পোষ্টের মাধ্যমে আপনাদের বিনোদন দেওয়াই আমার পেজ এর মূল লক্ষ।

"মীর জুবায়ের " পেজ এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি এই পেজের মাধ্যমে বিভিন্ন প্রকার-

🔰- শর্ট ভিডিও ,
🔰- ফানি ভিডিও ,
🔰- কমেডি ভিডিও
🔰- পার্সোনাল ব্লগ ভিডিও ,
🔰-টিক টক ভিডিও ,
🔰- স্নেক ভিডিও ,
🔰-রিলস ভিডিও ,
🔰-পোষ্ট করব।

" মীর জুবায়ের " পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
❤ ধন্যবাদ সবাইকে ❤

শিক্ষণীয় ( অভিজ্ঞতা) এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে বৃদ্ধ একাই যাচ্ছিলো।হঠাৎ ১২ জন যুবক চলন্ত ট্রেনের ঐ বগিতে উঠেই...
30/03/2024

শিক্ষণীয় ( অভিজ্ঞতা)
এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে
বৃদ্ধ একাই যাচ্ছিলো।
হঠাৎ ১২ জন যুবক চলন্ত ট্রেনের
ঐ বগিতে উঠেই চিৎকার করে গান গাচ্ছিলো।
ছুরি দিয়ে আম কেটে কেটে খাচ্ছিলো ।
হঠাৎ একটি যুবক বলে উঠলোঃ "চল আমরা ট্রেনের চেইনটা টেনে ট্রেনটাকে
থামিয়ে দেই।"

➡️ ২য় যুবকঃ "না দোস্ত, লেখা আছে পাঁচ শত টাকা জরিমানা অন্যথায় ছয় মাস জেল।"
➡️ ১ম যুবকঃ "আমরা একশো টাকা করে চাঁদা তুলি। তাহলে বারোশো টাকা হবে, বাকী সাত শো টাকা দিয়ে লাঞ্চ করবো।
( চলো আমরা মজা করি বলেই বারোশো টাকা তুলে ১ম যুবকের পকেটে রাখা হলো )
➡️ ৩য় যুবকঃ "দোস্ত, আমরা চেইন টেনে ঐ বুড়োটাকে দেখিয়ে দিলে পাঁচশত টাকাও বাঁচলো আবার মজা করাও হলো। আমরা ১২
জনে সাক্ষী দিলে টিটি মেনে যাবে।
বৃদ্ধ কাঁদতে কাঁদতে হাত জোড় করে
বললোঃ "বাবা, তোমরা আমার ছেলের
বয়সী। কেনো আমাকে বিপদের মধ্যে
ফেলবে।

যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে
চেইনটা টান দিতেই টিটি চলে এসে
জিজ্ঞাসা করলোঃ "কে চেইন টেনেছে?"
যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বললোঃ
"ঐ চাচা মিয়া টেনেছে।"
টিটি বৃদ্ধকে বললোঃ "অকারনে চেইন
টানলে পাঁচ শত টাকা জরিমানা অথবা
ছয় মাস জেল।"যুবকগুলো চিৎকার
করে বললোঃ "স্যার, বুইড়া অকারনেই
টেনেছে। হো হো হো হো হা হা করে যুবকগুলো হাসতে লাগলো।

বৃদ্ধ একটু দাঁড়িয়ে বললোঃ "টিটি সাহেব আমি বিপদে পড়েই চেইন টেনেছি।"
টিটি বললোঃ "কি বিপদ?"
বৃদ্ধ বললোঃ "ঐ যুবকগুলো আমার
গলায় ছুরি ধরে আমার বারো শো টাকা
ছিনতাই করেছে।"
টিটি বললোঃ "কি সর্বনাশ?"
বৃদ্ধ বললোঃ "১ম যুবকটিকে দেখিয়ে, দেখুন ঐ যুবকটির পকেটে আমার
টাকা আর ঐ ব্যাগে ছুরি।"
টিটি পুলিশে কল করে ১২জন যুবককে
গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলো,
তখন বৃদ্ধ তার পাকা চুল/দাড়ি দেখিয়ে
যুবকগুলোকে বললোঃ "এইগুলো বাতাসে পাকে নাই।
(কালেক্টেড)

৯০ দশকের ইমোশন'ঈদকার্ড'রমজানের ফ্লেভার বললে যে কয়টা বিষয় মাথায় আসতো তার মধ্যে ঈদকার্ড অন্যতম,,অনেকের জীবনের প্রথম স্টার্...
27/03/2024

৯০ দশকের ইমোশন

'ঈদকার্ড'
রমজানের ফ্লেভার বললে যে কয়টা বিষয় মাথায় আসতো তার মধ্যে ঈদকার্ড অন্যতম,,অনেকের জীবনের প্রথম স্টার্টআপ বিজনেস ও এটা,,,বিজনেস কি,,,বলতে গেলে গোটা একটা জেনারেশনের ইমোশন এই ঈদকার্ড,,
শবে বরাতের পর থেকেই এলাকার প্রতি গলিতে,মোড়ে একটা একটা করে ঈদকার্ড এর দোকান দিয়ে কানায় কানায় ভরে যাইতো,,আর এখন প্রত্যেক অলি গলি তো দুরের কথা পুরা এলাকা খুজেও ১ টা ঈদকার্ড এর দোকান পাওয়া যায় না,,,💔💔

Address

বনাইদ, মীরবাড়ি, আমদিয়া, মাধবদী, নরসিংদী
Narsingdi

Alerts

Be the first to know and let us send you an email when মীর জুবায়ের posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share