Sakib Fit Journal

Sakib Fit Journal

17/07/2025
কচ্ছপ গতির বিচার ববেস্থা আর চাই না
15/07/2025

কচ্ছপ গতির বিচার ববেস্থা আর চাই না

15/07/2025

গতবছর এই দিনে, ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
সেদিন প্রতিরোধের ডাক দিয়েছিলেন একদফার ঘোষক নাহিদ ইসলাম।
ঠিক এক বছর পর, আজকের এই দিনে, ১৪ জুলাইয়ের সেই ঐতিহাসিক রাতের স্লোগান আবারও শোনা গেল তার দরাজ, দৃপ্ত কণ্ঠে

আপনারা জনগণের পুলিশ হয়ে উঠন, কোনো দলের পুলিশ হয়ে উঠলে আগামীর বাংলাদেশে আপনাদের জায়গা হবে না।
15/07/2025

আপনারা জনগণের পুলিশ হয়ে উঠন, কোনো দলের পুলিশ হয়ে উঠলে আগামীর বাংলাদেশে আপনাদের জায়গা হবে না।

এনসিপির পদযাত্রায় ট্র্যাডিশনাল মিডিয়ার সাপোর্ট নাই বললেই চলে। হাতেগোনা কয়েকটা মিডিয়া প্রতিদিন কাভারেজ দেয়।এর বাহিরে অধিক...
03/07/2025

এনসিপির পদযাত্রায় ট্র্যাডিশনাল মিডিয়ার সাপোর্ট নাই বললেই চলে। হাতেগোনা কয়েকটা মিডিয়া প্রতিদিন কাভারেজ দেয়।এর বাহিরে অধিকাংশ মিডিয়া মানুষের চোখের আড়াল করার চেষ্টা করছে। বাংলাদেশের তরুণদের প্রতি সারা দেশের মানুষের অভূতপূর্ব সাড়া, ভালোবাসা আর সমর্থন তারা আড়াল করার চেষ্টা করছে। বিশেষত এনসিপির নারীদের গ্রামে-গঞ্জের মানুষ যেভাবে গ্রহণ করে নিয়েছে বাংলাদেশে এই ঘটনা বিরল। এরপরও মিডিয়াতে নারীদের নিয়ে কোনো নিউজ নাই।

কোটা আন্দোলনেও সেইম ঘটনা ঘটেছিলো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কল্যাণে মিডিয়ার মাফিয়াগিরি হাসিনাকে মসনদে রাখতে পারেনি।

মিডিয়ার কাজ নিরপেক্ষতা বজায় রাখা। সবার জন্য সমান স্পেস রাখা। ক্ষমতার তাবেদারি করে কিছুদিন ভালো থাকলেও লং টাইমে ভালো কিছু দাড়ায় না।

মিডিয়ার মালিক ও হর্তাকর্তাদের মনে রাখা দরকার যে, গত ১০ বছরে হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় তিনটা আন্দোলন ১৮ এর কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ও হাসিনা পতন আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে হয়ে গেছে। তাদের বিরোধিতা সত্বেও এই আন্দোলনগুলো সফল হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে বহু বড় ঘটনা ট্যাডিশনাল মিডিয়া ছাড়া হবে।

আজকে পঞ্চগড়ের পথসভার ছবি। প্রথম আলোর ওয়েবসাইটে গেলে আপনার মনেই হবে না বাংলাদেশে এমন কিছু হচ্ছে। অথচ এমন সমাবেশ প্রতিদিন ৩/৪টা হয়। ©️

সারজিস আলম এর নিজ জেলা পঞ্চগড়ে গণজমায়েত।
03/07/2025

সারজিস আলম এর নিজ জেলা পঞ্চগড়ে গণজমায়েত।

নীলফামারী পোস্ট অফিসের সামনে পথসভায় উৎসুক জনতার ভিড় -
03/07/2025

নীলফামারী পোস্ট অফিসের সামনে পথসভায় উৎসুক জনতার ভিড় -

জুলাই পদযাত্রার তৃতীয় দিনে নীলফামারীর সৈয়দপুরে শহীদ মোঃ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন এনসিপি'র নেতৃবৃন্দরা। শহীদের গর্...
03/07/2025

জুলাই পদযাত্রার তৃতীয় দিনে নীলফামারীর সৈয়দপুরে শহীদ মোঃ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন এনসিপি'র নেতৃবৃন্দরা। শহীদের গর্বিত পিতার সাথে দোয়ায় অংশ নেন।

জুলাই বিপ্লবের অকুতোভয় বীর শহীদ সাজ্জাদ সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গত বছর পাঁচ অগাস্টে সাভারে গুলিবিদ্ধ হন এবং ৬ অগাস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে সমাহিত আছেন।

জুলাইয়ের পরে প্রত্যেকে যার যার এজেন্ডায় চলে গেছে।- নাহিদ ইসলাম, আহ্বায়ক, এনসিপি
03/07/2025

জুলাইয়ের পরে প্রত্যেকে যার যার এজেন্ডায় চলে গেছে।

- নাহিদ ইসলাম, আহ্বায়ক, এনসিপি

21st July. Madrasah Students Resistance Day.
02/07/2025

21st July.

Madrasah Students Resistance Day.

লালমনিরহাটে বিপ্লবী জনতার সঙ্গে যুক্ত হয়ে শেষ হল 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' এর দ্বিতীয় দিন। নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি...
02/07/2025

লালমনিরহাটে বিপ্লবী জনতার সঙ্গে যুক্ত হয়ে শেষ হল 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' এর দ্বিতীয় দিন। নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি পৌঁছে গেল চারটি জেলায়।

বিদায় কুড়িগ্রাম এবং লালমনিরহাট। দেখা হবে বিজয়ে।

28/06/2025

পিআর সিস্টেম কীভাবে কাজ করে?
• জনগণ রাজনৈতিক দলের পক্ষে ভোট দেয়।
• প্রতিটি দল যত শতাংশ ভোট পায়, তত শতাংশ আসন তারা পায়।
• ব্যক্তি প্রার্থীর বদলে দলই বেশি গুরুত্ব পায়।
• কখনো কখনো দল নিজের তালিকা থেকে সংসদ সদস্য মনোনয়ন দেয়।

🧮 উদাহরণ:

ধরি একটি সংসদে মোট 100টি আসন আছে, এবং ভোট পড়েছে এভাবে:
দলভোটের হারপ্রাপ্ত আসন (PR অনুযায়ী)দল

A. 40% 40টি আসনদল

B. 35% 35টি আসনদল

C. 25% 25টি আসনদল

এখানে প্রত্যেক দল তার প্রাপ্ত ভোট অনুযায়ী আসন পাবে। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট সরকার গঠনের প্রয়োজন হয়।

✅ পিআর সিস্টেমের সুবিধা:
• জনগণের মতামত বেশি প্রতিফলিত হয়।
• ছোট দলগুলোও সুযোগ পায়।
• একচ্ছত্র শাসনের ঝুঁকি কমে।

Address

Dhaka
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakib Fit Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sakib Fit Journal:

Share

Category