CHANNEL R24

CHANNEL R24 News, Sports, And Entertainment, Programs..

এখানে ২৪ জন! এরাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারক!এরাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কল কাঠি নিয়ে নাড়াচাড়া করে।এদের মধ্...
24/05/2024

এখানে ২৪ জন!
এরাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারক!
এরাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কল কাঠি নিয়ে নাড়াচাড়া করে।
এদের মধ্যে হাতেগোনা কয়েকজন ছাড়া বাকিরা কি কখনো ক্রিকেট বেট ছুয়ে দেখেছে....?

এরাই মুলত ক্রিকেট কে নিয়ে বাণিজ্য করে এবং ফিক্সিং নামক শব্দটার সাথে বেশ পরিচিত🙂

কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন!

মোহাম্মদ রফিক
মাশরাফি বিন মুর্তজা
আতাহার আলি খান
মোহাম্মদ আশরাফুল
খালেদ মাসুদ পাইলট
আমিনুল ইসলাম বুলবুল
মোহাম্মদ ফারুক খান
তারেক আজিজ খান
মেহরাব হোসেন অপি
জাবেদ ওমর বেলিম

এসব অভিজ্ঞ সাবেক ক্রিকেটারদের কোন মূল্যায়ন নাই এই বিসিবি তে😭

বাংলাদেশ ক্রিকেট ধ্বধ্বংসের পথে!!!

আজব শহর হচ্ছে সিলেট। এই শহরের রাস্তায় যদি আপনি হাটাহাটি করেন তাহলে ২০-২৫ বছরের ছেলেদের খুব কমই দেখবেন। লাস্ট ২ বছরের ব্য...
14/05/2024

আজব শহর হচ্ছে সিলেট। এই শহরের রাস্তায় যদি আপনি হাটাহাটি করেন তাহলে ২০-২৫ বছরের ছেলেদের খুব কমই দেখবেন। লাস্ট ২ বছরের ব্যবধানে এই শহরে তরুণ - তরুণী দের সংখ্যা সিগনিফিক্যান্টলি ডিকলাইন হয়েছে।
পুরো দুনিয়ায় যেভাবে ভারতীয়রা থাকে ঠিক তেমনি পুরো ইউরোপের আনাচে কানাচে সিলেটিদের পাবেন। অল্প যে কয়জনকে এখনো রাস্তাঘাটে দেখতে পাবেন এদের সবার প্রসেসিং চলতেছে অথবা এরা এদের সর্বচ্চো দিয়ে IELTS এর একটা ভালো স্কোর পেয়ে দেশ ছাড়তে চাচ্ছে।

সিলেটিদের রাস্তায় আন্দোলনে পাবেন না, মিডিয়া কভারেজে পাবেন না, নিজেদের বিশ্ববিদ্যালয়েও এদের পাবেন না, সিনেমা-নাটকেও পাবেন না, এদের রাজনীতির মাঠেও পাবেন না।

এরা শুধু ইউরোপ বুঝে, এরা বুঝে এডুকেশন একটা স্ক্যাম, এরা ধরে নিয়েছে ৭০ বছরের ছোট্ট একটা জীবনে বাজে কোনো এক্সপেরিয়েন্স নেওয়ার সুযোগ নেই, এরা বুঝে অর্থনীতি, এরা বুঝে সুখ, এরা বুঝে ফ্যামিলির প্রয়োরিটি মিট করা, এরা খুঁজে নেয় ডলার,ইউরো,পাউন্ডে সুখ।

আপনি আমার জীবন থেকে ৩০ বছর কেড়ে নিয়ে আমার সিভি ডাস্টবিনে ফেলে দিবেন একজন সিলেটি এই সুযোগই দিতে চায়না। এরা জীবনকে একটু বেশিই ভালোবাসে, এরা আসলে অপচয়ে নেই।
©

29/02/2024
মহান মুক্তিযুদ্ধে ৭ জন বীরশ্রেষ্ঠের সংক্ষিপ্ত পরিচয়
23/02/2024

মহান মুক্তিযুদ্ধে ৭ জন বীরশ্রেষ্ঠের সংক্ষিপ্ত পরিচয়

20/02/2024

অমর একুশে বইমেলা ২০২৪। বঙ্গবন্ধু পৌর পার্ক,নরসিংদী। আয়োজনে : জেলা প্রশাসন, নরসিংদী।
#নরসিংদী বইমেলা
#বঙ্গবন্ধু পৌর পার্ক
#নরসিংদী সরকারি কলেজ
#বইমেলা ২০২৪

মাশরাফিকে ক্রীড়া মন্ত্রীসাকিব আল হাসানকে বিসিবির সভাপতি এবংব্যারিস্টার সুমনকে বাফুফের সভাপতি হিসেবে দেখতে চান           ...
08/01/2024

মাশরাফিকে ক্রীড়া মন্ত্রী
সাকিব আল হাসানকে বিসিবির সভাপতি এবং
ব্যারিস্টার সুমনকে বাফুফের সভাপতি হিসেবে দেখতে চান

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার, বয়স ৩৩, সিরাজুল্লাহ খাদিম (নিপু) এখন পর্তুগালের হয়ে খেলছেন। 2021 সালের পর্তুগাল ত্রি-দে...
30/12/2023

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার, বয়স ৩৩, সিরাজুল্লাহ খাদিম (নিপু) এখন পর্তুগালের হয়ে খেলছেন। 2021 সালের পর্তুগাল ত্রি-দেশীয় সিরিজ টুর্নামেন্টের জন্য পর্তুগাল স্কোয়াডে নাম লেখার পর খাদিম 19শে আগস্ট, 2021 তারিখে মাল্টার বিপক্ষে পর্তুগিজ দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক করেন।

তার প্রথম দিনগুলোতে, নিপু বাংলাদেশ ক্রিকেটে: টাইগারদের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০০৬ সালের অনূর্ধ্ব-১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং তামিম ইকবালের সাথে উপস্থিত হন। ঘরোয়া সার্কিটে, 33 বছর বয়সী সিলেট বিভাগের হয়ে খেলেন এবং 18 বছর বয়সে মোহামেডান স্পোর্টিং ক্লাব সহ ঢাকা প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবের হয়ে খেলেন।

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গ...
26/12/2023

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। (আমরা সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করার উদ্যোগ নিয়েছি)
২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন
৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম
৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ দেখলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন
৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনার ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন
৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবে এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. খোলা পরিবেশে, ও অপরিস্কার স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. কক্সবাজার বিচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকা এভয়েড করাই উত্তম।
১৫. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় একান্তই কাম্য।
কক্সবাজার এ ট্যুর সংক্রান্ত যে কোন তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের গ্রুপে:
Cox's Bazar - কক্সবাজার (Tourist Help Update)কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। (আমরা সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করার উদ্যোগ নিয়েছি)
২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন
৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম
৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ দেখলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন
৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনার ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন
৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবে এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. খোলা পরিবেশে, ও অপরিস্কার স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. কক্সবাজার বিচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকা এভয়েড করাই উত্তম।
১৫. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় একান্তই কাম্য।
কক্সবাজার এ ট্যুর সংক্রান্ত যে কোন তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের গ্রুপে:
Cox's Bazar - কক্সবাজার (Tourist Help Update)

ঢাকা-কক্সবাজার রুট প্রসঙ্গে কিছু কথা না বললেই নয়।১/ ভাড়া হওয়ার কথা ছিলো ৫৫০ সেখানে হলে ভ্যাটসহ ৭১৫ টাকা (একটুও অবাক হইনি...
05/12/2023

ঢাকা-কক্সবাজার রুট প্রসঙ্গে কিছু কথা না বললেই নয়।

১/ ভাড়া হওয়ার কথা ছিলো ৫৫০ সেখানে হলে ভ্যাটসহ ৭১৫ টাকা (একটুও অবাক হইনি)

২/ উক্ত ভাড়ায় কক্সবাজার এক্সপ্রেসকে ননস্টপ'র আওতায় এনে কীভাবে চট্টগ্রামে টিকিট বরাদ্দ থাকে মাথায় আসে না।

৩/ ট্রেনের রানিং টাইম ৮:৫০ মিনিট (আপনি কি মনে করেন ৮:৫০ মিনিটে পৌছাতে পারবে?? রানিং টাইম এভারেজ ১০ ঘন্টার মতো হয়ে যাবে)

৪/ ঢাকা-কক্সবাজার রুটে ননএসি বাসে ৯০০/১১০০ টাকায় যাওয়া। কিছু কিছু ইকোক্লাস এসিবাসে ১১০০/১২০০ টাকায় অনায়াসে ভ্রমন করা যায় এবং আরো মজার কথা হলো ১২০০/১৪০০ টাকায় স্লীপার বাসে যাতায়াত করা যায় আর সেখানে ট্রেনে ননএসি ৭১৫ টাকা ও এসিতে ১৩৪৫ টাকা।

৫/ বাসে রানিং টাইম ৮-৯ঘন্টার মতো সময় লাগে সেখানে ট্রেনে প্রায় ১০ ঘন্টা লেগে যাবে।

তবে যেই ভাড়া প্রকাশ করেছিলো তার থেকে ৪০% ভাড়া বৃদ্ধি করা হয়েছে । post copy

বাংলাদেশ রেলওয়ের প্রস্তাবিত সময়সূচি-৫৩ অনুয়ায়ী ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী সকল আন্ত:নগর ট্রেনের সময়সূচি।
21/11/2023

বাংলাদেশ রেলওয়ের প্রস্তাবিত সময়সূচি-৫৩ অনুয়ায়ী ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী সকল আন্ত:নগর ট্রেনের সময়সূচি।

বাংলাদেশ ক্রিকেট বাঁচাতে হলে,নতুন করে বিসিবি গঠন করতে হবে...মোহম্মাদ আশরাফুল(সাবেক অধিনায়ক )সভাপতি:- মাশরাফিমেন্টর:- নাজ...
02/11/2023

বাংলাদেশ ক্রিকেট বাঁচাতে হলে,
নতুন করে বিসিবি গঠন করতে হবে...

মোহম্মাদ আশরাফুল(সাবেক অধিনায়ক )

সভাপতি:- মাশরাফি
মেন্টর:- নাজমুল আবেদীন ফাহিম
নির্বাচক:- মোহাম্মদ রফিক
কোচ:- মোহাম্মদ সালাউদ্দিন

আপনি কি,আশরাফুলের কথার সাথে একমত.!?

Address

Narsingdi
1602

Alerts

Be the first to know and let us send you an email when CHANNEL R24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share