P Sarker

P Sarker আমি সৃষ্টি তাই স্রষ্টায় ভালোবাসি
নেশা কে না বলি নেশা মোক্ত সমাজ গড়ি
To Create a Drug-Free Society 🚭
(1)

আমি শান্তি খুঁজি আর দুঃখ আমায় খুজে 💥
31/07/2025

আমি শান্তি খুঁজি আর দুঃখ আমায় খুজে 💥

29/07/2025
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -৩ শিবপুর আসনে 'এমপি' হিসেবে দেখতে চাই৷
27/07/2025

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -৩ শিবপুর আসনে 'এমপি' হিসেবে দেখতে চাই৷

Yellow Diamond 🥰
27/07/2025

Yellow Diamond 🥰

২৬ জুলাই ২০২৪ আজ থেকে এক বছর আগের কথা, স্যোশাল মিডিয়া ভরে যায় ‘নাটক কম করো পিও'
26/07/2025

২৬ জুলাই ২০২৪ আজ থেকে এক বছর আগের কথা, স্যোশাল মিডিয়া ভরে যায় ‘নাটক কম করো পিও'

লিজেন্ড ভাইয়া 🤣
25/07/2025

লিজেন্ড ভাইয়া 🤣

 #অভাবী নাকি অভাবনীয় সংসার? আহারে বেচারা!পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আলিশান ফ্ল্যাটে জব্দ তালিকার ২৪...
23/07/2025

#অভাবী নাকি অভাবনীয় সংসার? আহারে বেচারা!
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আলিশান ফ্ল্যাটে জব্দ তালিকার ২৪৬টি আইটেমের মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করলেই পুরো চিত্র পাওয়া যাবে। শুধু একটি ভবনের ফ্ল্যাটেই পাওয়া তাঁদের ব্যবহৃত সামগ্রীর মধ্যে রয়েছে:

শার্ট: ১২২
প্যান্ট: ২৬৬ টি
ব্লেজার: ৩০ টি
স্যুট: ৮ টি
টি-শার্ট: ৭২২ টি
পাঞ্জাবি: ২২৪
পায়জামা: ৪৭ টি
স্যান্ডেল: ৮৮ জোড়া
কেডস: ৩৫ জোড়া
জুতা: ৩৮ জোড়া
শাড়ি: ৪৯৪ টি
থ্রি–পিস: ২৫০ সেট
সালোয়ার-কামিজ: ৪৯৬ টি
ব্লাউজ: ৬৫ টি
জামা: ২১২ টি
জ্যাকেট: ৫৬ টি
বেডশিট: ১০৯ টি
লেডিস ভ্যানিটি ব্যাগ: ৭৫ টি
লেডিস টপস: ৬২২ টি
সোয়েটার (পুরুষ) : ১১ টি
সোয়েটার (লেডিস) : ৩৪ টি
লেডিস প্যান্ট: ৩৫৫ টি
লেডিস টি-শার্ট: ২৮ টি
নাইট ড্রেস: ৫৮ টি
ওড়না: ৩৪৭ টি
শাল চাদর: ৮৯ টি
শীতের জামা: ১৩২
লেহেঙ্গা: ১৬ টি
সানগ্লাস: ৩৪ টি
ট্রাউজার: ৬৭ টি

এ ছাড়া বডি স্প্রে ও পারফিউম, ড্রয়িংরুম, বৈঠকখানা, থিয়েটার রুম, করিডর বৈঠকখানা, কিচেন রুম, মাস্টার বেডসহ অন্যান্য বেডরুমের ব্যবহৃত জিনিসপত্রেও একটা দীর্ঘ তালিকা রয়েছে।

গুলশানের র‍্যানকন টাওয়ারের চারটি আলিশান ফ্ল্যাটকে একত্রিত করে বেনজীর দম্পতি এই ডুপ্লেক্স ফ্ল্যাটটি তৈরি করেন। এতে সুইমিং পুল, মিনি থিয়েটার রুম, অতিথি বিনোদন বৈঠকখানাসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। অনুসন্ধান টিম জানিয়েছে, পুরো ফ্ল্যাটে ১৯টি ফ্রিজ এবং প্রায় ১০০ টন এসি রয়েছে। সুইমিংপুলে ব্যবহৃত আধুনিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীও ফ্ল্যাটে পাওয়া গেছে। 🤣

22/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

বহুল আলোচিত শিল্পপতি থার্মেক্স গ্রুপের মালিক আব্দুল কাদির মোল্লা বাড়ি গাড়ি মিল কারখানা সব বিক্রি করে দিচ্ছেন। এই মর্মে ম...
17/07/2025

বহুল আলোচিত শিল্পপতি থার্মেক্স গ্রুপের মালিক আব্দুল কাদির মোল্লা বাড়ি গাড়ি মিল কারখানা সব বিক্রি করে দিচ্ছেন। এই মর্মে মেসার্স রিদিশা কর্পোরেশন এন্ড কনস্ট্রাকশন এর মালিক জয়নাল আবেদিন শামীমকে পরামর্শক হিসেবে দায়িত্ব প্রদান করেছেন।
ঋণী জর্জরিত নারী ও ব্যাংক কেলেংঙ্কারির এই মহানায়ক হঠাৎ করে অতি গোপনে যে চুক্তি করেছে তা দেশবাসীর সামনে তুলে ধরা হলো।

আমি মোঃ আব্দুল কাদির মোল্লা এই মর্মে ঘোষণা করছি যে, সংযোজিত পাতায় উল্লিখিত ৯০০৪,৫৪,০০,০০০/= (নয় হাজার চার কোটি চুয়ান্ন লক্ষ) টাকা মূল্যের প্রতিষ্ঠানটি প্যাকেজ মূল্য ৮০০০,০০,০০,০০০/= (আট হাজার কোটি) টাকায় বিক্রয় করিতে মেসার্স রিদিশা কর্পোরেশন এন্ড কনস্ট্রাকশন এর মালিক জয়নাল আবেদিন শামীমকে পরামর্শক হিসেবে দায়িত্ব প্রদান করিলাম।

উল্লিখিত মূল্যে ক্রেতা পক্ষ ক্রয় করিতে রাজি থাকিলে কোম্পানি আইন অনুযায়ী/ উভয় পক্ষের আলোচনা মোতাবেক গঙট চুক্তি সম্পাদন করিতে আমার আপত্তি থাকবেনা।

উল্লেখ থাকে যে, উল্লিখিত মালামাল হইতে মালিক পক্ষের ব্যবহৃত ৪টি ফ্ল্যাট, নরসিংদীর একটি বাড়ি, ব্যবহৃত ১৪টি গাড়ি এবং নিজ গ্রামের বাড়িতে আনুমানিক ৭৩ শতাংশ জমি ও সড়ক ও জনপথ কর্তৃক ধার্যকৃত ক্ষতিপূরণের টাকার অনুকূলে ১৮ কোটি টাকা আমি বিক্রেতার অনুকূলে থেকে যাবে।

এছাড়া আরেকটি চুক্তি নামায় লেখা রয়েছে। আমি মোঃ আব্দুল কাদির মোল্লা এই মর্মে ঘোষণা করছি যে, প্রস্তাব পত্রে উল্লিখিত মূল্য ৮০০০,০০,০০,০০০/= (আট হাজার কোটি) টাকায় বিক্রয়ের নিমিত্তে গঙট চুক্তি সম্পাদন করিলে মেসার্স রিদিশা কর্পোরেশন এন্ড কনস্ট্রাকশনকে তার কনসালটেন্সি ফি/ কমিশন হিসেবে ১% টাকা প্রদান করিব। এতে আমার কোন আপত্তি থাকিবেনা।

এ বিষয়ে একজন ব্যাংকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকে দেয়া সম্পত্তি ব্যাংকের অনুমতি ছাড়া কোন ভাবেই বিক্রি করতে পারবে না।

Address

Shibpur
Narsingdi
1620

Alerts

Be the first to know and let us send you an email when P Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to P Sarker:

Share

Category