Abu Yousuf Noman

Abu Yousuf Noman I am a professional digital marketer I am Noman. I am a professional digital marketer.

"Growth doesn't happen overnight, but every step counts.📈 From then to now — swipe to see the progress. Grateful for eve...
02/06/2025

"Growth doesn't happen overnight, but every step counts.📈 From then to now — swipe to see the progress. Grateful for every follower and every moment. The journey has just begun! 🚀💪
"

আলহামদুলিল্লাহ ❤❤শ্রদ্ধেয় বড় ভাই মুফতী Md Oliullah Madani সাহেবের নতুন বিজনেসের জন্য পেইজ ক্রিয়েট এন্ড ফুল সেটাপ করে দিল...
20/08/2024

আলহামদুলিল্লাহ ❤❤
শ্রদ্ধেয় বড় ভাই মুফতী Md Oliullah Madani সাহেবের নতুন বিজনেসের জন্য পেইজ ক্রিয়েট এন্ড ফুল সেটাপ করে দিলাম। পাশাপাশি আচারের জারের ডিজাইনটাও।

ভাই বিজনেস শুরু করেছেন গরুর মাংসের আচার😋 দিয়ে।

আল্লাহ্ তাআলা ভাইয়ের বিজনেসে ভরপুর বারাকাহ দিন।

সবাই পেইজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন। 👉👇
www.facebook.com/shaderutsho

**Instagram Marketing**Instagram marketing uses the platform to promote a brand, product, or service through visual cont...
01/07/2024

**Instagram Marketing**

Instagram marketing uses the platform to promote a brand, product, or service through visual content.

**Key Elements:**

1. **Profile Optimization**: Professional profile picture, compelling bio, and a link to your website.
2. **Content Strategy**: High-quality visuals, consistent branding, and varied content types (posts, stories, reels, IGTV).
3. **Audience Engagement**: Respond to comments and messages, use polls, and engage with followers.
4. **Hashtags**: Use relevant hashtags to reach a broader audience.
5. **Influencer Collaboration**: Partner with influencers to expand reach.
6. **Advertising**: Use Instagram ads to target specific audiences.
7. **Analytics**: Monitor performance with Instagram Insights to refine strategies.

These elements help in building brand awareness, engaging with customers, and driving sales.

#ফ্রিল্যাংসিং

👉Instagram is a social media platform where users can share photos and videos, primarily through a mobile app.👉It can be...
27/06/2024

👉Instagram is a social media platform where users can share photos and videos, primarily through a mobile app.

👉It can be used for various purposes such as:

✅Brand Promotion: Enhances brand visibility and presence.

✅Customer Engagement: Facilitates easy communication and

✅interaction with customers.

✅Marketing: Boosts product or service promotion and sales.

✅Trend Awareness: Helps in staying updated with the latest trends and market demands.

✅Community Building: Creates a community of like-minded individuals.

These factors make Instagram essential for both businesses and personal use.

👉Our services on the Instagram platform

✅Increase account reach.
✅Increase engagements.
✅Remove account all issues.
✅Research SEO hashtags.
✅Daily posting.
✅increase followers

25/06/2024

➡️মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট (MS Power point) কি?
👉মাইক্রোসফট PowerPoint হলো মাইক্রোসফট Corporation এ তৈরিকৃত একটি Presentation Design Software যার মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির কোন বিষয়কে দর্শকদের কাছে বড় পর্দায় প্রেরণ করার জন্য Slide তৈরি করে Slide Show করা হয়।
👉এটি এমন একটি কম্পিউটার প্রোগ্রাম যা গতিশীল দৃশ্যমান প্রেজেন্টেশন তৈরী ও গঠণ করতে পারে এবং যার মধ্যে নিম্নলিখিত বিষয়বস্তুগুলো অন্তর্ভুক্ত করা যায়।
যেমনঃ রঙিন ছবি বা ইমেজ, শব্দ, সচল চিত্র বা এনিমেশন, চার্ট ও গ্রাফ।
👉প্রেজেন্টেশনের প্রতিটি স্লাইড নিজ কম্পিউটারের সাহায্যে চালানো যাবে। Microsoft PowerPoint এগুলো সবই করতে সক্ষম।
➡️পাওয়ার পয়েন্টের উপকারিতা কী?
1. স্লাইডগুলি একটি ছোট কম্পিউটার স্ক্রীন থেকে একটি বড় পর্দায় দর্শকদের কাছে দেখানো যায়।
2. টেলিভিশনের মতো গণমাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য স্লাইডগুলিতে অ্যানিমেশন প্রভাব তৈরি করা যায়।
3. নির্দিষ্ট ডেটার উপর ভিত্তি করে সহজ চার্ট উপস্থাপনা করা যায়।
4. নির্দিষ্ট পাঠ্য, শিরোনাম এবং গ্রাফিক্স দিয়ে স্লাইড তৈরি করা যায়।
5. মুভি এবং সাউন্ড স্লাইডে যোগ করা যায়।
6. স্লাইডে বিভিন্ন ধরনের ছবি যোগ করা যায়।
7. মিটিং মাইন্ডারের সাহায্যে মিটিংয়ের বিষয়, সময়সূচী ইত্যাদি তৈরি করা যায়।
8. তৈরিকৃত এ ধরনের রিপোর্ট, প্ল্যান (plan)-কে PowerPoint Presentation Design এর ইফেক্ট দেয়া যায় এবং অ্যানিমেটেড করে বিভিন্ন শব্দের অ্যাফেক্ট দিয়ে মনোমুগ্ধকরভাবে উপস্থাপনা করা যায়।
9. সাধারণ প্রজেক্টরের মাপমতো 35 mm সাইজের করে Slide তৈরি করে প্রজেক্টরে সহজে ব্যবহার করা যায় । Microsoft PowerPoint এর slide সমূহ যে কোন স্ক্রিনে দেখানো যায়।
10. PowerPoint এ তৈরিকৃত বিভিন্ন ডকুমেন্ট অন স্ক্রিনে শো করা ছাড়াও প্রিন্টারের সাহায্যে ডকুমেন্ট হিসেবে প্রিন্ট করা যায় ।
11. Slide show করার সময় যেকোন বিষয়কে মার্ক করার জন্য PowerPoint এর ইলেক্টিক কলম ব্যবহার করা এবং স্পীকার নোট তৈরি করা যায়। এখানে ওয়ার্ড বা এক্সেল হতে ফাইল সরাসরি ব্যবহার করা যায় ।
12. প্রেজেন্টেশন আকর্ষনীয় করতে এতে ডিজিটাল ভিডিও এবং সাউন্ড যোগ করা যায় ।
13. Presentation টিকে Internet এর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায়।
14. স্লাইড গুলি একত্রে একটি ফাইলে store করা যায়।
15. Slide গুলি প্রয়োজনে Edit বা Delete করা যায়।
👉পাওয়ার পয়েন্ট সংক্রান্ত যে কোন হেল্পের জন্য যোগাযোগ করুন।
📞 +8801628089844 (imo+WhatsApp)
📩 [email protected]

#ফ্রিল্যাংসিং

👉মাইক্রোসফট এক্সেল কি?👉What is Microsoft Excel?Excel শব্দের আভিধানিক অর্থ শ্রেষ্ঠতর হওয়া। গুণ, কৃতিত্ব প্রভৃতি বিবেচনায় ...
24/06/2024

👉মাইক্রোসফট এক্সেল কি?
👉What is Microsoft Excel?
Excel শব্দের আভিধানিক অর্থ শ্রেষ্ঠতর হওয়া। গুণ, কৃতিত্ব প্রভৃতি বিবেচনায় শ্রেষ্ঠতর বা উৎকৃষ্টতর হওয়া। বিশ্বখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরী ও বাজারজাতকৃত এ প্রোগ্রামটি এক সাথে অনেক সমস্যা সামাধানে অন্যান্য অনেক প্রোগ্রামের থেকে শ্রেষ্ঠতর। তাই এর নামটি যথার্থ হয়েছে। উইন্ডোজ ভিত্তিক এ Application প্রোগ্রামটির সাহায্যে জটিল গাণিতিক পরিগণনা, তথ্য ব্যবস্থাপনা, তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনা, নিখুঁত ভাবে চার্ট বা গ্রাফ তৈরী করা সহ আরও অনেক জটিল কাজকে সহজে সমাপন করা যায়। এক্সেলের সুবিশাল পৃষ্ঠাটি কলাম ও সারিভিত্তিক সেলে বিভক্ত হওয়ায় এতে বিভিন্ন তথ্য সন্নিবেশ করে তথ্য বিশ্লেষণ করা যায় বলে একে স্প্রেডশীট এনালাইসিস প্রোগ্রাম বলা হয়। আক্ষরিক অর্থে "স্প্রেডশিট" হলো ছককাটা বড় মাপের কাগজ, যেখানে হিসেবাদির কাজ সম্পন্ন হয়। কাগজের স্প্রেডশিটের ঠিক অনুরূপ হচ্ছে মাইক্রোসফট এক্সেল।
👉মাইক্রোসফট এক্সেলের উপকারিতা কি?
মাইক্রোসফট এক্সেল এর দক্ষতা একাডেমিক বা কর্পোরেট লাইফের যেসব কর্মক্ষেত্রে কাজে আসবে তা হলো:
👉 ডেটা এন্ট্রি, ডেটা ম্যানেজমেন্ট এবং তথ্য সংরক্ষণে আপনার প্রডাকটিভিটি বৃদ্ধি করবে।
👉এক্সেল এর ওয়ার্কশীট ডেটা এনালাইসিস, ডেটা ফিল্টার, চার্ট তৈরিসহ আরও বিভিন্ন ফিচার ব্যবহার করে সময় সাশ্রয়ী হওয়া যায়।
👉 এডভ্যান্স এক্সেল ফর্মুলা ব্যবহার করে খুব সহজেই জটিল গাণিতিক কাজ, প্রতিষ্ঠানের স্টুডেন্ট কিংবা কর্মীদের উপস্থিতি এবং গ্রেড নির্ধারনের কাজ খুব সহজেই করা যায়।
👉 ডেটা স্টোরেজ: এক্সেল বেশ ভাল ডেটা স্টোরেজ, এর মধ্যে তথ্য ও ডেটা তালিকা তৈরি করে রাখা যায়।
👉 চার্ট এবং গ্রাফিক্স: এক্সেলে চার্ট ও গ্রাফিক্স তৈরি করা খুব সহজ, যা ডেটা প্রদর্শনে সাহায্য করে এবং তথ্য স্পষ্টভাবে দেখায়।
👇✋এক্সেল সংক্রান্ত যে কোন হেল্পের জন্য নক দিতে পারেন আমাকে👇✋
📞 Phone:01628089844
📩 E-mail: [email protected]

#ফ্রিল্যাংসিং #ফ্রিল্যাংসিং

👉MS Word বা মাইক্রোসফট ওয়ার্ড কী ?মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়ার, যার মাধ্যমে যেকোন ধরনের...
23/06/2024

👉MS Word বা মাইক্রোসফট ওয়ার্ড কী ?
মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়ার, যার মাধ্যমে যেকোন ধরনের কম্পোজ টাইপ, প্রজেক্ট, ড্রয়িং, ছোটখাট ডিজাইনের কাজ, প্রোফাইল তৈরির কাজ, দলিল লেখা, প্রশ্নপত্র টাইপ, অফিশিয়াল কাজ, বিভিন্ন ডকুমেন্ট তৈরি এবং প্রিন্ট দেওয়াসহ যাবতীয় কাজ সম্পন্ন করা যায়। সংক্ষেপে এটিকে MS Word বলা হয়।
মার্কিন যুক্তরাষ্টে মাইক্রোসফট কর্পোরেশন কোম্পানী অবস্থিত। মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক এই সফটওয়্যার তৈরি হয়েছে।
👉কেন মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা হয়?
MS Word ব্যবহার করে সহজেই ডকুমেন্ট তৈরি করা,ডকুমেন্ট Save বা সংরক্ষণ করা, বানান ও ব্যাকরণ জনিত ভুল সংশোধন করা, লেখা ছোট-বড় করা প্রভৃতি কাজ করা যায়।
এবং আরো বিভিন্ন কাজ করা যায় যেমন:
• আবেদনপত্র/দরখাস্ত/চিটিপত্র টাইপ এবং প্রিন্ট করা যায়।
• যেকোন প্রকারের ডকুমেন্ট অথবা টেক্সট টাইপ করা যায়।
• স্কুল-কলেজের প্রশ্নপত্র টাইপ এবং প্রিন্টের কাজ করা যায়।
• দলিল টাইপ করা যায়।
• শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট টাইপ করা যায়।
• শিক্ষকরা ক্লাস তৈরি করতে পারবেন।
• সীমিত আকারে ডিজাইনের কাজ করা সম্ভব।
• প্রয়োজনীয় প্রজেক্ট ফাইল এবং প্রোফাইল তৈরি করা যায়।
• ড্র, ড্রয়িং, ডায়াগ্রামসহ টেবিলের কাজ করা যায়।
👉এ সংক্রান্ত যে কোন সহযোগিতার জন্য যোগাযোগ করুন আমার সঙ্গে।
Contact:
📞 Phone: +8801628089844
📩 E-mail: [email protected]

#ফ্রিল্যাংসিং

অনেকেই ভাবেন.......🤔ফ্রিল্যাংসিং কি ?🤔আউটসোর্সিং কি?🤔ডিজিটাল মার্কেটিং কি? 🤔অনলাইনে কিভাবে আয় করা হয়? 🤔আবার কেউ জিজ্ঞেস ...
22/06/2024

অনেকেই ভাবেন.......
🤔ফ্রিল্যাংসিং কি ?
🤔আউটসোর্সিং কি?
🤔ডিজিটাল মার্কেটিং কি?
🤔অনলাইনে কিভাবে আয় করা হয়?
🤔আবার কেউ জিজ্ঞেস করেন "কাজটা কী আসলে?"
🤔মার্কেটপ্লেস কী?
👉 হ্যাঁ,আপনার জন্যই এই পোস্ট।
👉পৃথিবীর বুকে একেকজন একেক ধরণের কাজ করে থাকে। কেউ কোন পণ্য বিক্রি করে ইনকাম করে, আবার কেউ কোন সেবা দিয়ে তার বিনিময় গ্রহণ করে, এ সবই হচ্ছে মূলত মার্কেটিং। তার মানে, যারাই যে কোন উপায়ে ইনকাম করছেন তারাই মার্কেটিং করছেন। চাই সেটা হালাল পন্থায় হোক কিংবা হারাম পন্থায়।
👉ফিজিক্যালি মানুষ যে কাজগুলো করে ইনকাম করে থাকে, ঠিক এই কাজগুলোই অনলাইনে করাকেই বলা হয় অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং।
যেমন একজন কাঠ মিস্ত্রি তার দক্ষতাকে কাজে লাগিয়ে, একজন ইঞ্জিনিয়ার তার দক্ষতাকে কাজে লাগিয়ে, একজন মুদি দোকানদার তার পণ্য বিক্রি করে ইনকাম করছেন ঠিক তেমনই অনলাইনের বিভিন্ন বিষয়ের দক্ষতাকে কাজে লাগিয়ে, নিজের পণ্য বা সেবা অনলাইনে সেল করে ইনকাম করাই হলো ডিজিটাল মার্কেটিং।
👉অতএব, বাস্তবে যেমন হালাল ও হারাম উভয় পন্থায় ইনকাম করা যায় ঠিক তেমনই অনলাইনেও হালাল ও হারাম উভয় পন্থায় ইনকাম করা যায়।
👉এবার আসুন আউটসোর্সিং ও ফ্রিল্যংসিং কী?
মনে করুন, আরব আমিরাতের একজন বায়ার অনলাইনে তার বিজনেস কে প্রমোট করার জন্য একজন মার্কেটার কে হায়ার করতে চাচ্ছেন। এখন এই কাজটি যদি তার দেশের কোনো মার্কেটার কে দেয় তাহলে উদাহরণস্বরূপ তার খরচ পড়বে $200 ডলার (২১,৭৬৬ টাকা)। আর এই কাজ যদি বাংলাদেশের কোন মার্কেটারকে দেয় তাহলে $100 ডলারে করিয়ে নিতে পারবে। ফলে তারও সাশ্রয় হলো এবং বাংলাদেশী ব্যক্তির জন্যও লাভ হলো। কারণ $100 ডলার বায়ারের কাছে কম হলেও বাংলাদেশী টাকায় তার মূল্য আসে ১০,৮৮৩ টাকা। এবার আসি মূল কথায়, আরব আমিরাতের বায়ার তার কাজ অন্যের মাধ্যমে করিয়ে ইনকাম করছেন একে বলা হয় "আউটসোর্সিং"। আর বাঙ্গালী যে ব্যক্তি আরব বায়ারের কাজ করে দিয়ে ইনকাম করছেন একে বলে "ফ্রিল্যাংসিং"।
😶😶মার্কেটপ্লেস কি তাহলে??😶😶
এর উত্তর অনেকেই জানেন। আবার অনেকেই এই পোস্ট পড়ে হয়তো ধারণা পেয়েছেন। যারা এখনো এর উত্তর পাননি বা জানতে আগ্রহী অথবা ফ্রিল্যাংসিং করে ইনকাম করতে চান তারা দ্রুত ইনবক্সে যোগাযোগ করুন।
💕ধন্যবাদ💕

মন খারাপ থাকলে বসে বসে যা করি এই আরকি।
20/06/2024

মন খারাপ থাকলে বসে বসে যা করি এই আরকি।

19/06/2024

I am a professional digital marketer.

Address

Shibpur
Narsingdi
1620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Yousuf Noman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share