অসমাপ্ত উপন্যাস..シ︎

অসমাপ্ত উপন্যাস..シ︎ বড় রাজ্যের প্রজা না হয়ে ছোট রাজ্যের রাজা হয়ে থাকাটা শ্রেয়।(Broken Dream)

08/08/2025

দুঃসময় কারো চিরদিন থাকেনা, কিন্তু এই দুঃসময়ে কে পাশে ছিলো কে দূরে সরে গিয়েছে তা মনে থেকে যায়..!

30/07/2025

তবে কি, আমার জন্মই হয়েছিল তোমাকে না-পাওয়ার আক্ষেপ বয়ে বেড়ানোর জন্য? তুমি এলে না, অথচ আমি অপেক্ষা করলাম সময় থেমে থাকল, দিন বদলাল, মানুষ বদলাল, "শুধু বদলায়নি আমার ভালোবাসার ঠিকানা। তোমার নামটা মুছে ফেলতে পারিনি, হয়তো চেষ্টাও করিনি কখনো, কারণ এই কষ্টের মধ্যেই ছিল এক অদ্ভুত শান্তি... তোমায় না-পাওয়ার কষ্ট!! জীবন অনেক কিছু দিয়েছে, কিন্তু যাকে চেয়েছিলাম, সে ছিল সব কিছুর বাইরে, সেটা একমাত্র 'তুমি'। তোমার হাসি, তোমার অনুপস্থিতি, সব কিছু যেন মিশে গেছে আমার অস্তিত্বে; তুমি না থেকেও রয়ে গেছো, আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা স্বপ্নে, প্রতিটা না বলা কথায়। কখনো মনে হয়, আমি জন্মই নিয়েছিলাম সেই একটামাত্র উদ্দেশ্যে- তোমাকে গভীরভাবে ভালোবাসা আর সারাজীবন তোমাকে না-পাওয়ার বেদনায় বাঁচা..!!❤️‍🩹

যারা মনে করে ভয় দেখিয়ে বাঙালিদের দমিয়ে রাখা যাবে,তারা হয়ত বাঙলার মানুষের ইতিহাস সম্পর্কে ধারণা রাখে না।ছাত্ররা এখনো ঘরে ...
12/07/2025

যারা মনে করে ভয় দেখিয়ে বাঙালিদের দমিয়ে রাখা যাবে,
তারা হয়ত বাঙলার মানুষের ইতিহাস সম্পর্কে ধারণা রাখে না।
ছাত্ররা এখনো ঘরে যায় নি। জুলাই বিপ্লব আবার ফিরে আসবে।👿👿

10/07/2025

🖋️সব কিছু ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে৷ নিজে কেই আর চিনে উঠতে পারি না৷ কিছু অনুভব করি না _না কষ্ট, না ভালোবাসা, না আশা৷
যার পাশে থাকতাম ভরশা নিয়ে,সে এখন চোখ মেলে দেখে না আমাকে!!😅🙃 চাইলেও আর কিছু বলি না -কারণ এখন কার নীরবতাই সব চেয়ে নিরাপদ৷
সব কিছু ঠিক হয়ে যাবে -এই মিথ্যা বিশ্বাস করতে করতে আমি নিজের সত্যটাই হারিয়ে ফেলেছি৷৷ 💔😅

28/06/2025

চলিয়া গেলা ভুলিয়া গেলে রাইখা গেলায় আমায়......!
আমার দেহটাইয় তো বেঁচে আছে........!
আমার আত্মাটা তো কবর দেশে ঘুমায়.......💔😅

27/06/2025

উদ্দেশ্য নিয়ে কোথায় গিয়ে দাঁড়াতে হবে,তাও জানি না,শুধু এটাই জানি সামনে দিকে এগিয়ে যাওয়াটা জরুরি আমার জন্য.😅

17/06/2025

যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে-প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ-অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয়, মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে, তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারও সাথে বেশি মিশলে হিংসে হওয়া-সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে, প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে না। বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যাই। এই সত্যটা খুব নির্মম-যে যত গভীরভাবে ভালোবাসে, তার কষ্টটাও হয় গভীর। আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে, সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয়, আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায়-নির্বাক, নিঃশব্দে, কোনোরকম উপলব্ধি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্কের শেষ হয়। ভালোবাসা থাকলেও, বোেঝাপোড়ার অভাবে। ভয় থাকলেও, ভাষাহীনতার কারণে। আর সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি-যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম.!💔😌

15/06/2025

খুব জানতে ইচ্ছে করে,,,ছেড়ে যাওয়া মানুষ গুলো কি কখনো আমাদের মনে করে না 💔 তারা কি আমাদের মনের হাহাকার বুঝতে পারে 😅💔

14/06/2025

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবরস্থান কোথায় জানো? কোন কবরস্থানে নয়, এটি আমাদের নিজস্ব মস্তিষ্কে লুকিয়ে আছে। এই মাথার ভেতরেই আমরা ক্রমাগত অসংখ্য স্বপ্ন, অন্তহীন শখ, অসম্পূর্ণ ভালোবাসা, অপমানের বিষাক্ত স্মৃতি এবং ভাঙা মনকে কবর দিয়ে রাখি। প্রতিটি আঘাত সেখানেই নীরবতায় লুকিয়ে থাকে, কেউ বোঝে না, কেউ দেখে না, তবুও আমরা সবকিছু বহন করি। প্রতিদিন আমরা একটু একটু করে মারা যাই, কখনও কারও কথায়, কখনও নিজের অসহায়ত্বে। তবুও আমরা মুখে হাসি ফোটাই, সমাজের কাছে নিজেদের প্রমাণ করার জন্য ছুটে যাই। কিন্তু ভেতরে, আমরা জানি কতবার সবকিছু ভেঙে গেছে, কতবার আমাদের নিজেদেরকে নীরবতার মধ্যে রাখতে হয়েছে। এই মস্তিষ্কে শত শত মুহূর্ত জমা হয়েছে যা কাউকে বলা হয়নি, এমনকি বলা হয়নি। কারণ সবাই কেবল সাফল্য দেখতে চায়, কেউ ব্যর্থতার কবর দেখতে চায় না। একটি যুদ্ধ যেখানে আমি সৈনিক, আমি অস্ত্র, এবং আমি আহত লাশ। এই নীরব সংগ্রাম আমাদের বলে যে বেঁচে থাকা কেবল শ্বাস নেওয়ার বিষয় নয়, বরং প্রতিদিন নিজেকে হারানো এবং আবার ফিরে আসা।😅😅😅😅

Address

Narsingdi Sadar
Narsingdi
1600

Website

Alerts

Be the first to know and let us send you an email when অসমাপ্ত উপন্যাস..シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share