03/08/2024
আমি লজ্জিত আজকে কারণ আমি বাংলাদেশি। আমার ভাই বোনদের হত্যা করে তাদের মায়ের বুক খালি করে রাজপথগুলো রক্তে রঙিন করে আপনি কিভাবে বলেন আপনার সাথে আমাদের ছাএ সমাজ আলোচায় বসবে।কোন মুখে আপনি তাদের আলোচনায় বসতে বলছেন।সেখানে ১৯৭১ সালে দেশ স্বাধীন করার লাড়াই এ আপনার বাবা শহিদ হওয়া ভাই বোনদের তাজা রক্তের ওপর হেটে গিয়ে পাকিস্তানদের সাথে আলোচনায় বসে নি,সেখানে আমাদের জন্মভূমি বাংলাদেশ।আমার হাজারো ভাই-বোন রক্তের বিনিময়ে পাওয়া আমাদের জন্মভূমি সেখানে আমার ভাই বোনদের রক্ত দিয়া রাজপথ রাঙ্গানোর পর আমরা কিভাবে আপনার সাথে আলোচনায় বসবো বলতে পারেন। আপনি আপনার বাবার অসম্পূর্ণ কাজগুলো করতে ব্যর্থ ঠিক যেমন ব্যর্থ রাষ্ট্র পরিচালনায়। আপনার বাবার দেওয়া আদশ ভুলে গেলেও আমারা লাখো কোটি বাঙালি কখনোই ভুলবো না।হাজারো ইতিহাস এর পাতায় আপনার বাবা যে আদশ রেখে গেছেন তা আমরা ভুলবো না।১৯৫২ এ শহিদ এর রক্ত যেমন বৃথা যায়নি ঠিক তেমনি ২০২৪ এ জুলাই এ শহিদের রক্ত আমরা বৃথা যেতে দিবো না।রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিবো বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। ১৯৭১ এ একটা মুজিব ছিল২০২৪ হাজার টা মুজিব লড়াই করবে ইনশাআল্লাহ। হ্যা আমি আজ লজ্জিত কারন আমি বাঙালি!🙏