
11/05/2025
অনেক না পাওয়ার মাঝে ও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বলবো যে,,,জীবনে যা পেয়েছি সেটাই অনেক কিছু ( একটা ভালো মা আর একজন ভালো শাশুড়ি ) মায়েরা তো সব সময় ভালই হয় আবার কারো ক্ষেত্রে সেটা হানিকারক হয়,,, আর বর্তমানে ভালো শাশুড়ি পাওয়া লটারি পাওয়ার সমান 😜সেই দিক থেকে আমি সত্যিই লাকি So,
Happy Mother,s Day