BBC News Narsingdi

BBC News Narsingdi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BBC News Narsingdi, Media/News Company, Narsingdi.

18/09/2025

নরসিংদী আলোকবালীতে আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ, শাহ আলম চৌধুরী, ও সমীর বাহিনীর হামলায় ইদন মিয়া নামে একজন খু*ন আহত ৫_____

নরসিংদীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির হাতে হামলার স্বিকা/র যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকারের শারীরিক অবস্থার খোঁ...
18/09/2025

নরসিংদীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির হাতে হামলার স্বিকা/র যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকারের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তার বাড়িতে যান আলহাজ্ব মাওলানা শওকত হোসাইন সরকার ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

নরসিংদীতে পাইকারচর ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধননরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়ন পরিষদের বর্তমা...
17/09/2025

নরসিংদীতে পাইকারচর ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন

নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল হাশেমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। একই সঙ্গে তাকে পদ থেকে অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবি জানানো হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, চেয়ারম্যান আবুল হাশেম দীর্ঘদিন ধরে ইউনিয়নের উন্নয়নমূলক কাজের অর্থ আত্মসাৎ, কাবিখা, ভিজিএফ, টিআর, এডিপি ও থোক বরাদ্দের টাকা লুটপাটসহ নানা অনিয়ম করে আসছেন। দুঃস্থ মহিলাদের জন্য বরাদ্দকৃত ভিজিডি ও ভাতা কার্ড টাকা-পয়সার বিনিময়ে বিতরণ, প্রতিবন্ধী ভাতা কার্ড বাণিজ্য এবং পাশ্ববর্তী ইউনিয়নের বাসিন্দাদের কার্ড প্রদানসহ একাধিক অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এমনকি ইউনিয়নের এলজিএসপি বরাদ্দকৃত ভ্যান ব্যক্তিগত কাজে ব্যবহার করারও প্রমাণ রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

অভিযোগকারীরা আরও জানান, প্রায় এক বছর যাবৎ চেয়ারম্যান অফিসে অনুপস্থিত থাকায় জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদসহ সাধারণ সেবা থেকে ইউনিয়নের জনগণ বঞ্চিত হচ্ছেন।

এ ঘটনায় পাইকারচর ইউনিয়নের সচেতন নাগরিকরা মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মইনুল ইসলাম ভূঁইয়া। পাইকারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী হানিফ সরকার ্ পাইকারচর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহব্বায়ক হাজী মোঃ সিরাজুল ইসলাম ্ রতন মিয়া ্ প্রিন্টও ইলেকট্রনিক সাংবাদিক বৃন্দ সহ এলাকার গন‍্যমান‍্য ব‍্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা অভিযোগ তদন্তপূর্বক চেয়ারম্যান আবুল হাশেমকে পদ থেকে অপসারণ এবং ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের দাবি জানান।

মানববন্ধনে এলাকার ভুক্তভোগী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তারা বলেন, “একজন জনপ্রতিনিধির কাছে জনগণ সেবা পাবে—এটাই স্বাভাবিক। কিন্তু আবুল হাশেম দীর্ঘদিন ধরে দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষকে বঞ্চিত করছেন। এ পরিস্থিতি চলতে দেওয়া যায় না।”

স্থানীয়রা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজ পোর্টাল অপরাধ কণ্ঠ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর নরসিংদী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে নজরপুর ইউনিয়...
16/09/2025

নিউজ পোর্টাল অপরাধ কণ্ঠ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর নরসিংদী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল চেয়ারম্যান, তার ভাই হেলাল সরকার এবং সদস্য সচিবসহ কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়কদের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে একটি সাংগঠনিক কার্যক্রম স্থগিতের চিঠি পাঠানো হয়েছে।
​চিঠিতে স্বাক্ষর করেছেন সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. তোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। এতে নজরপুর ইউনিয়ন বিএনপির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবর্ধনা পেল ডাকসু নির্বাচনে বিজয়ী পলাশের এশাঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ এর (ডাকসু) বিজয়ী পলাশ...
16/09/2025

সংবর্ধনা পেল ডাকসু নির্বাচনে বিজয়ী পলাশের এশা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ এর (ডাকসু) বিজয়ী পলাশের মুনতাহা ইসমাইল এশা কে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অফ পলাশ এর পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

নরসিংদীর শিবপুরে বিএনপি’র ৪ নেতার বিরুদ্ধে  মব সৃষ্টি করে জমি দখলের অভিযোগশিবপুর প্রতিনিধি ঃনরসিংদীর শিবপুরে বিএনপি’র না...
15/09/2025

নরসিংদীর শিবপুরে বিএনপি’র ৪ নেতার বিরুদ্ধে মব সৃষ্টি করে জমি দখলের অভিযোগ
শিবপুর প্রতিনিধি ঃ

নরসিংদীর শিবপুরে বিএনপি’র নাম ভাঙিয়ে চারজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রতিদিন অনলাইনে প্রকাশিত সংবাদের পর এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, এস. এম. হুমায়ুন কবির, কামাল মিয়া, আজিজুল ও আবু বক্কর সিদ্দিক নামের চার ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে সন্ত্রাসী কার্যকলাপ, জমি দখল ও মব সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এলাকাবাসীর দাবি, এ চারজন বিএনপি’র পরিচয় ভাঙিয়ে ত্রাস সৃষ্টি করছে এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এতে করে গ্রামীণ শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে।

তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী।

"চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে নরসিংদী জেলা পুলিশের চলমান অভিযান"𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅...
15/09/2025

"চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে নরসিংদী জেলা পুলিশের চলমান অভিযান"

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[14 𝑺𝒆𝒑𝒕𝒆𝒎𝒃𝒆𝒓 2025]

চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধসহ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং নিয়মিত মামলা/পরোয়ানাভুক্ত আসামী, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে জেলার সকল থানা/ইউনিটের ইনচার্জসহ সবাইকে মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী মহোদয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত, প্রিভেন্টিভ এবং পরোয়ানামূলে সর্বমোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়।

মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবা উদ্ধারসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

অপরাধ ও অপরাধীর তথ্য দিন,
জেলা পুলিশের সেবা নিন।

15/09/2025

নরসিংদী মাধবদীতে ৭ মৃত্যু ব্যক্তিকে জীবিত দেখিয়ে আদালতের মামলা ঘটনাটি প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন করেন এডভোকেট ফয়সাল সরকার ।।

‘‘নরসিংদীতে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে সরেজমিনে পরিদর্শনে পুলিশ সুপার, নরসিংদী’’আজ শনিবার (১৩ সেপ্টেম্বর, ২০২৫) নরসিংদী...
14/09/2025

‘‘নরসিংদীতে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে সরেজমিনে পরিদর্শনে পুলিশ সুপার, নরসিংদী’’

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর, ২০২৫) নরসিংদী জেলার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মোড় ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ কলিমুল্লাহ, টিআই (প্রশাসন) জনাব মোল্যা তাসলিম হোসেন ও ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

যেখানে বদলি সেখানেই বিয়ে করেন বন কর্মকর্তা বিস্তারিত কমেন্টে
14/09/2025

যেখানে বদলি সেখানেই বিয়ে করেন বন কর্মকর্তা
বিস্তারিত কমেন্টে

13/09/2025

নরসিংদী (২) পলাশ আসনের সাবেক এমপি ও মন্ত্রী ড ,আব্দুল মঈন খান এর নির্বাচনী পথসভা বক্তব্য রাখছেন গজারিয়া ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা সবুজ মৌশান ও প্রধান অতিথির বক্তব্য রাখছেন ড, আব্দুল মঈন খান

নরসিংদীতে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে সরেজমিনে পরিদর্শনে নরসিংদীর নবাগত পুলিশ সুপার। আজ শনিব নরসিংদী জেলার ট্রাফিক ব্যবস...
13/09/2025

নরসিংদীতে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে সরেজমিনে পরিদর্শনে নরসিংদীর নবাগত পুলিশ সুপার।

আজ শনিব নরসিংদী জেলার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মোড় ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী মোঃ মেনহাজুল আলম, পিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ কলিমুল্লাহ, টিআই (প্রশাসন) মোল্যা তাসলিম হোসেন ও ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Address

Narsingdi
1600

Website

Alerts

Be the first to know and let us send you an email when BBC News Narsingdi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share