17/09/2025
নরসিংদীতে পাইকারচর ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন
নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল হাশেমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। একই সঙ্গে তাকে পদ থেকে অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবি জানানো হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, চেয়ারম্যান আবুল হাশেম দীর্ঘদিন ধরে ইউনিয়নের উন্নয়নমূলক কাজের অর্থ আত্মসাৎ, কাবিখা, ভিজিএফ, টিআর, এডিপি ও থোক বরাদ্দের টাকা লুটপাটসহ নানা অনিয়ম করে আসছেন। দুঃস্থ মহিলাদের জন্য বরাদ্দকৃত ভিজিডি ও ভাতা কার্ড টাকা-পয়সার বিনিময়ে বিতরণ, প্রতিবন্ধী ভাতা কার্ড বাণিজ্য এবং পাশ্ববর্তী ইউনিয়নের বাসিন্দাদের কার্ড প্রদানসহ একাধিক অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এমনকি ইউনিয়নের এলজিএসপি বরাদ্দকৃত ভ্যান ব্যক্তিগত কাজে ব্যবহার করারও প্রমাণ রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
অভিযোগকারীরা আরও জানান, প্রায় এক বছর যাবৎ চেয়ারম্যান অফিসে অনুপস্থিত থাকায় জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদসহ সাধারণ সেবা থেকে ইউনিয়নের জনগণ বঞ্চিত হচ্ছেন।
এ ঘটনায় পাইকারচর ইউনিয়নের সচেতন নাগরিকরা মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মইনুল ইসলাম ভূঁইয়া। পাইকারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী হানিফ সরকার ্ পাইকারচর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহব্বায়ক হাজী মোঃ সিরাজুল ইসলাম ্ রতন মিয়া ্ প্রিন্টও ইলেকট্রনিক সাংবাদিক বৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা অভিযোগ তদন্তপূর্বক চেয়ারম্যান আবুল হাশেমকে পদ থেকে অপসারণ এবং ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের দাবি জানান।
মানববন্ধনে এলাকার ভুক্তভোগী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তারা বলেন, “একজন জনপ্রতিনিধির কাছে জনগণ সেবা পাবে—এটাই স্বাভাবিক। কিন্তু আবুল হাশেম দীর্ঘদিন ধরে দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষকে বঞ্চিত করছেন। এ পরিস্থিতি চলতে দেওয়া যায় না।”
স্থানীয়রা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপ কামনা করেছেন।