Shibpur Media

Shibpur Media This Is Online News Portal. Way to the Future

শিবপুরের বান্দার দিয়ায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ১জন আহত। নিহতের পরিচয় ১/নাম:আশিক পিতা :বদরুজ্জামান মাছিমপুর, মির্জাক...
09/06/2025

শিবপুরের বান্দার দিয়ায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ১জন আহত।
নিহতের পরিচয়
১/নাম:আশিক
পিতা :বদরুজ্জামান
মাছিমপুর, মির্জাকান্দি

২/নাম:সাইফুল
পিতা :মনির
মাছিমপুর, মির্জাকান্দি

মতো হলেন নাম :অপু
পিতা :বাবুল
মাছিমপুর, মির্জাকান্দি
আহতকে ঢাকায় নেওয়া হয়েছে।

03/06/2025

গাইডলাইন মেনে না চললে হারাতে পারেন ফেসবুক মনিটাইজেশন।

রংপুরে দুই ইরানি নাগরিককে মারধর করে মোবাইল ও ডলার ছিনতাই❗❗রংপুরের তারাগঞ্জ উপজেলার দক্ষিণ গনিরামপুর এলাকায় বেড়াতে আসা দ...
02/06/2025

রংপুরে দুই ইরানি নাগরিককে মারধর করে মোবাইল ও ডলার ছিনতাই❗❗

রংপুরের তারাগঞ্জ উপজেলার দক্ষিণ গনিরামপুর এলাকায় বেড়াতে আসা দুই ইরানি নাগরিকের উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর বেধড়ক মারধরের শিকার হয়ে তাদের মোবাইল, ডলার, পাসপোর্ট ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়া হয়। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে সেনাবাহিনী।রংপুর সেনানিবাসের তারাগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ গনিরামপুর এলাকায় বিশৃঙ্খলার খবর পেয়ে সেনাবাহিনীর একটি পেট্রোল দল সেখানে পৌঁছায়। তারা দেখতে পান, স্থানীয় লোকজন দুই বিদেশি নাগরিককে মারধর করছে। সেনাবাহিনীর সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

ভুক্তভোগী ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা এবং ইয়াজদানজো ইয়াসমিন জানান, তারা ঢাকা থেকে রংপুরে বেড়াতে এসেছিলেন। গুগল ম্যাপ ব্যবহার করে নিজে ড্রাইভ করার সময় ভুলবশত ওই এলাকায় ঢুকে পড়েন। বিদেশি হওয়ায় সাহায্যের আশায় স্থানীয়দের কাছে গেলে তারা উল্টো মারধর শুরু করে। একপর্যায়ে তাদের ৫০০ ডলার, মোবাইল, একটি ঘড়ি এবং পাসপোর্ট ছিনিয়ে নেয়া হয়।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক ব্যক্তিরা হলেন- ওই এলাকার মো. রশিদুল ইসলামের স্ত্রী মোছা. মনোয়ারা বেগম (৩৫), মো. মোখছেদুল ইসলামের স্ত্রী মোছা. রাবেয়া বেগম (৪৫), মৃত আবুল হোসেনের ছেলে মো. রশিদুল ইসলাম (৪২), মৃত আবুল হোসেনের ছেলে মো. মেরাজুল ইসলাম (৩৮)।রংপুরে দুই ইরানি নাগরিককে মারধর করে মোবাইল ও ডলার ছিনতাই

নতুন নোটে থাকবে জুলাই আন্দোলনের গ্রাফিতিজানা গেছে, #২০ টাকা মূল্যমানের নোটে রয়েছে দিনাজপুরের কান্তজির মন্দিরের ছবি। এ...
21/05/2025

নতুন নোটে থাকবে জুলাই আন্দোলনের গ্রাফিতি

জানা গেছে,
#২০ টাকা মূল্যমানের নোটে রয়েছে দিনাজপুরের কান্তজির মন্দিরের ছবি। এছাড়া আরও কিছু ঐতিহাসিক ছবিও রয়েছে। এই নোট ২৭ মে বাজারে ছাড়া হবে।

#৫০ টাকা মূল্যমানের নোটে শিল্পাচার্য জয়নুল আবেদীনের আঁকা দুর্ভিক্ষের চিত্র রাখা হয়েছে। এছাড়া মুসলিম ঐতিহ্যের ঐতিহাসিক মসজিদের ছবিও রয়েছে। এটি ২৯ মে বাজারে আসতে পারে।

#১ হাজার টাকা মূল্যমানের নোটে রয়েছে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসেৌধের ছবি। এটি ২ জুন বাজারে ছাড়া হতে পারে।

#৫ টাকা মূল্যমানের নোটে জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ এবং মুগ্ধর প্রতিচ্ছবি থাকবে। এই নোটের কাগজ আমদানি করতে দেরি হওয়ায় ঈদের আগে এটি বাজারে ছাড়া সম্ভব হচ্ছে না বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। ঈদের পর এই নোট বাজারে ছাড়া হবে।

#১০ টাকা মূল্যমানের নোটে থাকবে যুব ঐক্যের প্রতীক একটি প্রতিচ্ছবি এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চিত্র।

#১০০ টাকার নোটে থাকবে সুন্দরবন, বনের হরিণ এবং বাঘের ছবি থাকবে।

#২০০ টাকার নোটে বাংলাদেশের ধমীয় বৈচিত্রের প্রতিক তুলে ধরা হবে। এতে থাকবে একটি মসজিদ, একটি মন্দির, একটি গির্জা এবং একটি প্যাগোডা।

#৫০০ টাকার নোটে পুরোনো ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলের ছবি থাকবে।
এসব নোটের ডিজাইন তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এগুলো ছাপানোর জন্য বিদেশ থেকে বিশেষ নিরাপত্তা বৈশষ্ট্যিসংবলিত কাগজ আমদানি করা হচ্ছে। কাগজ দেশে এলেই এগুলোর ছাপানোর কাজ শুরু হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে
12/05/2025

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ
12/05/2025

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ

শুধু এবারই নয়, এর আগেও দুইবার নিষিদ্ধ হয়েছিল আওয়ামী লীগ। মজার ব্যাপার হলো, এবার যেমন দলীয় প্রধান হাসিনা নিজে আওয়াম...

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি।
12/05/2025

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি।

লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত নিজেই গাড়ি চাল...
05/05/2025

লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত নিজেই গাড়ি চালিয়ে তাকে পৌঁছে দেন বড় ছেলে তারেক রহমান। এ সময় আনন্দ অশ্রুতে মাকে বিদায় জানান তিনি। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন।

Address

Narsingdi

Telephone

+8801718904657

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shibpur Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shibpur Media:

Share