The Deen Compass

The Deen Compass Your Spiritual Guide to Sirat al-Mustaqeem It evokes the idea of Islam being a compass that provides moral, spiritual, and practical direction in life.

"The Deen Compass" symbolizes a guide or tool that helps Muslims stay aligned with the teachings of Islam, navigate life according to the principles of the Quran and Sunnah, and ultimately stay on the straight path (Sirat al-Mustaqeem) that leads to success in both this world and the hereafter.

15/07/2025
29/06/2025

ঈমান রক্ষার জন্য দোয়া
رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ اِذۡ هَدَيۡتَنَا وَهَبۡ لَنَا مِنۡ لَّدُنۡكَ رَحۡمَةً ‌ ۚ اِنَّكَ اَنۡتَ الۡوَهَّابُ
উচ্চারণ:
রাব্বানা লা তুযিগ্ ক্বুলুবানা বা’দা ইয্ হাদায়তানা ওয়া হাব্‌লানা মিল্লা দুনকা রাহমাহ্ ইন্নাকা আংতাল ওয়াহ্‌হাব।

অর্থ:হে আমাদের প্রতিপালক! সরল পথ-প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন বা বক্র করো না এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান কর। নিশ্চয়ই তুমি মহা দাতা।

[সূরা আ-লু ইমরান - ৮, জামে’ আত-তিরমিজি- ৩৫২২ হাদিসটি বিশুদ্ধ]

25/06/2025

সকাল-সন্ধ্যায় ১ বার
أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ ، وَعَلَى كَلِمَةِ الْإِخْلَاصِ، وَعَلَى دِيْنِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَى مِلَّةِ أَبِيْنَا إِبْرَاهِيمَ حَنِيفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ
উচ্চারণ:
আসবা'হনা 'আলা- ফিতরাতিল ইসলাম, ওয়া 'আলা- কালিমাতিল ইখলাস, ওয়া 'আলা- দীনি নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম, ওয়া 'আলা- মিল্লাতি আবীনা- ইবরাহীমা 'হানীফাম্ মুসলিমা। ওয়া মা- কা-না মিনাল মুশরিকীন।

অর্থ:আমরা সকাল যাপন করেছি ইসলামের প্রকৃতির ওপর, ইখলাসের বাণী (তাওহীদ)-এর ওপর এবং আমাদের নবী মুহাম্মাদ-এর ধর্মের উপর ও আমাদের পিতা ইবরাহীমের আদর্শের ওপর- যিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।

18/06/2025

সকাল-সন্ধ্যায় ১ বার
اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ.
উচ্চারণ:
আল্লা-হুম্মা বিকা আসবা'না, ওয়া বিকা আমসাইনা, ওয়াবিকা না'হয়া, ওয়াবিকা নামৃতু, ওয়া ইলাইকান নুশুর।

অর্থ:হে আল্লাহ, আমরা আপনার অনুগ্রহে সকালে উপনীত হয়েছি এবং আপনারই অনুগ্রহে আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি। আর আপনার করুণায় আমরা জীবিত থাকি, আপনার ইচ্ছায়ই আমরা মৃত্যুবরণ করব; আর আপনার কাছেই পুনরুত্থিত হব।

[আবূ দাউদ ৫০৬৮]

আপনি যত কিছুই করেন না কেন। আপনার সুখ-শান্তি আল্লাহর হাতে। আপনি নিজ থেকে কখনই সুখি হতে পারবেন না যদি আল্লাহ না চায়। সব কি...
10/06/2025

আপনি যত কিছুই করেন না কেন। আপনার সুখ-শান্তি আল্লাহর হাতে। আপনি নিজ থেকে কখনই সুখি হতে পারবেন না যদি আল্লাহ না চায়। সব কিছুই আল্লাহর হাতে। কিন্তু আপনার শান্তি আল্লাহ নিজের কাছে এমন ভাবে রাখছে যে আপনি যদি দুনিয়ার বাদশাহও হোন, দুনিয়ার সব থেকে সুন্দর মানুষও হোন। আপনাকে শান্তির জন্য আল্লাহর কাছে হাত তুলতেই হবে, মাথা ঠেকাতেই হবে।

আপনি আল্লাহর থেকে দূরে। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি আপনি কোন গর্তে আছেন। আপনি নাস্তিক হয়ে, লিবারেল হয়ে, সেকুলার হয়ে, নারীবাদী হয়ে নায়ক-গায়ক হেনতেন যাই হোন কেন, প্রশান্তি পাবেন না। আল্লাহ আপনাকে দিবে না।

আল্লাহর কাছেই আপনার শান্তি। তাহলে আপনি অন্যদিকে কেন যান? গিয়ে কী শান্তি পেয়েছেন? অন্যদিকে আযাব ছাড়া কিছুই নাই। আপনি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে আমার প্রশান্তি আল্লাহর কাছে তাহলে আমি সারা দুনিয়ার পিছনে কেন ঘুরি?

এটা কী বুদ্ধিমানের কাজ হতে পারে? আপনার পানির পিপাসা লাগছে। আপনার ঘরেই পানি। তা না খেয়ে আপনি সারা মরূভূমি ঘুরতেছেন পানির জন্য। এটা কোনো সুস্থ মস্তিষ্কের কাজ হতে পারে?

শয়তান প্রতিটা সেকেন্ড আমাদের প্রভাবিত করে। এজন্য দেখা যায় আপনি কঠিনভাবে আল্লাহকে বিশ্বাস করেন। কিন্তু আপনার চিন্তা চেতনা কুফরী শিরকে ভরা। যার জন্য আপনার এই আল্লাহ বিশ্বাসী হওয়াটা কোনো কাজেরই না। আপনি একদিক দিয়ে কুফর শিরক করবেন। এমন মতবাদ ধারণ করবেন যা ইসলামের সাথে সাংঘর্ষিক। আরেক দিয়ে নামাজ পড়বেন। অই নামাজ কোনো কাজের না।

আল্লাহকে প্রতিনিয়ত স্মরণ করাটা হচ্ছে আপনার চিন্তা চেতনা প্রতিটা মুহুর্ত কুফর শিরক থেকে মুক্ত রাখা এবং আল্লাহর ঈবাদতে নিজেকে ব্যস্ত রাখা।
আর এভাবেই যদি আপনি আল্লাহকে স্মরণে রাখেন বুঝতে পারবেন আপনার বুকের ভেতর এক গায়েবী প্রশান্তি দিয়ে ভরে যাচ্ছে। এমন এক সুগন্ধিযুক্ত শান্তি অনুভব করতে পারবেন, মনে হবে যে আপনার বুকের ভিতরে জান্নাতি মিস্কআম্বার মেখে দেয়া হয়েছে...।

~ রাব্বানী মাশায়েখ পনি

সুবহানআল্লাহ   ゚
02/06/2025

সুবহানআল্লাহ

Address

West Bangla

Alerts

Be the first to know and let us send you an email when The Deen Compass posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category